কমেন্ট দেখা, সাজানো বা মুছে ফেলা

YouTube-এ কীভাবে কমেন্ট পোস্ট করবেন ও তার মাধ্যমে ইন্টার‍্যাক্ট করবেন

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

ভিডিওর মালিক ভিডিওতে কমেন্ট করার বিকল্প চালু রাখলে আপনি সংশ্লিষ্ট ভিডিওতে কমেন্ট পোস্ট করতে, কমেন্ট পছন্দ বা অপছন্দ করতে অথবা অন্য কারও করা কমেন্টের উত্তর দিতে পারবেন

ভিডিওতে করা কমেন্ট দেখুন

ভিডিওর কমেন্ট দেখতে পৃষ্ঠায় স্ক্রল করে নিচে নামুন। সহজেই যাতে কথোপকথন দেখতে পারেন সেই জন্য উত্তরগুলি থ্রেড হিসেবে দেখানো হয়। YouTube-এ কমেন্ট সর্বজনীনভাবে দেখানো হয় এবং যেকোনও ব্যক্তি সেটির উপর উত্তর দিতে পারেন।

আপনি কমেন্টের ব্যাপারে বিজ্ঞপ্তি পাওয়ার পরে সেটি খুঁজে না পেলে, এটি হতে পারে যে কমেন্টটি আগেই সরিয়ে দেওয়া হয়েছে। যিনি কমেন্ট করেছেন বা চ্যানেলের মালিক কমেন্ট সরিয়ে দিতে পারেন অথবা নীতি লঙ্ঘনের কারণেও সেটি সরিয়ে দেওয়া হতে পারে।

আপনার মতে কোনও কমেন্ট অনুপযুক্ত হলে, সেটি স্প্যাম বা অপব্যবহার বলে অভিযোগ করতে পারেন। এছাড়াও আপনি ক্রিয়েটর হলে, ভিডিওর কমেন্ট ম্যানেজ করতে কমেন্ট মডারেশন টুল ব্যবহার করতে পারেন।
কমেন্টের ইতিহাস দেখুন

আপনি YouTube জুড়ে যেসব সর্বজনীন কমেন্ট লিখেছেন সেগুলি দেখতে পাবেন।

  1. কমেন্টের ইতিহাস দেখুন।
  2. আপনি আসলে যে ভিডিওতে কমেন্ট করেছিলেন সেটিতে যেতে কন্টেন্টে ক্লিক বা ট্যাপ করুন।

আপনি যে ভিডিওতে কমেন্ট করেছিলেন সেটি মুছে দেওয়া হলে অথবা নীতি লঙ্ঘনের কারণে YouTube আপনার কমেন্ট সরিয়ে দিলে, এই ইতিহাসে সেটি দেখতে পাবেন না।

কমেন্ট শেয়ার করার লিঙ্ক পেয়ে যান

হাইলাইট করা কমেন্টের লিঙ্ক তৈরি করতে আপনি সেই কমেন্টের টাইমস্ট্যাম্পে ক্লিক বা ট্যাপ করতে পারেন। এটি করলে নির্দিষ্ট কমেন্ট ও সেটির থ্রেডের জন্য শেয়ার করা যায় এমন লিঙ্ক অ্যাড্রেস বারে দেখানো হবে।

কোন কমেন্ট প্রথমে দেখানো হবে সেটি পরিবর্তন করুন

ওয়েবে ভিডিওর নিচে কীভাবে কমেন্ট দেখানো হবে আপনি সেটি পরিবর্তন করতে পারবেন। এই অনুযায়ী সাজান বিকল্প ব্যবহার করে সেরা কমেন্ট বা প্রথমে সবচেয়ে নতুন বিকল্প বেছে নিন।

'হাইলাইট করা কমেন্ট'-এর লিঙ্ক তৈরি করতে সেই কমেন্টের টাইমস্ট্যাম্পে ক্লিক করুন। এটি করলে আপনার কমেন্টের থ্রেড আলাদা হয়ে যাবে এবং শেয়ার করা যায় এমন লিঙ্ক অ্যাড্রেস বারে দেখানো হবে।

কমেন্ট মুছুন
  1. কমেন্টের ইতিহাস দেখুন।
  2. ভিডিওর লিঙ্কে ক্লিক বা ট্যাপ করুন।
  3. YouTube-এ কমেন্টের পাশে 'আরও' '' বিকল্প বেছে নিন।
    1. এডিট করুন  বা মুছুন  বিকল্প বেছে নিন।

আপনার স্মার্ট টিভিতে কমেন্টের মাধ্যমে ইন্টার‌্যাক্ট করুন

আপনি এবার থেকে স্মার্ট টিভি বা গেম কনসোলে কন্টেন্ট দেখার সময় কমেন্ট সহ ইন্টার‌্যাক্ট করতে পারবেন। কোনও ভিডিওতে করা কমেন্ট দেখতে, সেই ভিডিওর দেখার পৃষ্ঠায় গিয়ে ভিডিওর শীর্ষক বেছে নিন। 'এর সম্পর্কে' বিভাগ সামনে দেখানো হবে, যেখানে ভিডিওর কমেন্ট প্যানেল ফিচার করা হচ্ছে। ভিডিওতে করা কমেন্টের সম্পূর্ণ তালিকা দেখতে কমেন্টের টাইল বেছে নিন। এই তালিকার মধ্যে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত থাকে:

  • ক্রিয়েটরের পিন করা কমেন্ট
  • লাইক করা কমেন্টের সংখ্যা
  • কটা উত্তর দেওয়া হয়েছে, তার সংখ্যা 

কোনও কমেন্ট সম্পূর্ণভাবে পড়তে, উত্তর দেখতে, কমেন্ট লাইক বা ডিসলাইক করতে, সেই কমেন্টটি বেছে নিন।

কোনও কমেন্টের উত্তর দিতে বা কমেন্ট পোস্ট করতে, ফোনের সাথে আপনার স্মার্ট টিভি বা গেম কনসোল সিঙ্ক করুন এবং ফোন ব্যবহার করে কমেন্ট পোস্ট করুন। 

কমেন্ট যোগ করতে বা উত্তর দিতে হলে:

  1. আপনার ফোনে YouTube অ্যাপ খুলুন।
  2. দু'টি ডিভাইস থেকেই একই Google অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন কিনা দেখে নিন। 
  3. আপনার YouTube অ্যাপে একটি পপ-আপ খুলে যাবে, যেখানে আপনার টিভিতে YouTube কানেক্ট করার জন্য বলা হবে।
  4. 'কানেক্ট করুন' বিকল্পে ট্যাপ করুন।
  5. টিভিতে আপনার দেখা ভিডিওতে যেসব কমেন্ট করা হয়েছে, সেগুলি YouTube অ্যাপে লোড করা হবে, যার ফলে আপনি নির্বিঘ্নে সেগুলি পোস্ট করতে ও অন্যান্য ব্যক্তির সাথে ইন্টার‌্যাক্ট করতে পারবেন।
মনে রাখবেন: সাইন-আউট করে থাকলে, আপনি শুধুমাত্র কমেন্ট দেখতে পারবেন, কিন্তু সেখানে উত্তর দিতে অথবা কমেন্ট পোস্ট করতে পারবেন না।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6556175066648769772
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false