আপনি YouTube ভিডিওর MP4 ফাইল ডাউনলোড করতে পারবেন যেগুলি YouTube-এ আপলোড করেছেন। ভিডিও সাইজের উপর নির্ভর করে আপনি ৭২০ পিক্সেল বা ৩৬০ পিক্সেলে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, আপলোড করা সব ভিডিও ডাউনলোড করতে, Google Takeout ব্যবহার করতে পারবেন।
লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেল সাবস্ক্রাইব করুন।
মনে রাখবেন: আপনি অন্য কোনও ব্যবহারকারীর YouTube ভিডিও ডাউনলোড করতে পারবেন না। YouTube অ্যাপে YouTube Premium-এর মেম্বারশিপ নিয়ে অফলাইনে ভিডিও দেখতে পারবেন। YouTube Premium-এর মেম্বারশিপ নিয়ে অফলাইনে ভিডিও সেভ করার ব্যাপারে আরও জানুন।
YouTube Android অ্যাপ
- 'YouTube অ্যাপ
' খুলুন।
- মেনুর নিচের দিকে 'প্রোফাইল ছবি
' বিকল্পে ট্যাপ করুন।
- এরপর, আপনার ভিডিও
বিকল্পে ট্যাপ করুন।
- Shorts অথবা ভিডিও ট্যাবে ট্যাপ করুন।
- যে ভিডিও ডাউনলোড করতে চান সেটি স্ক্রল করে খুঁজে নিন এবং মেনু
ডিভাইসে সেভ করুন বিকল্প বেছে নিন।
Android-এর জন্য YouTube Studio অ্যাপ
- 'YouTube Studio অ্যাপ
' খুলুন।
- নিচের মেনু থেকে কন্টেন্ট
বিকল্পে ট্যাপ করুন।
- Shorts অথবা ভিডিও ট্যাবে ট্যাপ করুন।
- যে ভিডিও ডাউনলোড করতে চান সেটি স্ক্রল করে খুঁজে নিন এবং মেনু
ডিভাইসে সেভ করুন বিকল্প বেছে নিন।
ভিডিও ডাউনলোড সংক্রান্ত সমস্যার সমাধান করা
আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন না যদি:
- YouTube থেকে আপনার ভিডিও সরিয়ে দেওয়া হয়।
- আপনার ভিডিওর বিরুদ্ধে কপিরাইট বা কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের স্ট্রাইক থাকে।
- আপনার ভিডিও আগে থেকে অনুমোদিত কোনও অডিও ট্র্যাক ব্যবহার করে।
- গত ২৪ ঘণ্টায় আপনার ভিডিও পাঁচবার ডাউনলোড করে থাকেন। আপনি কোনও স্বতন্ত্র ভিডিও দিনে সর্বাধিক পাঁচ বার ডাউনলোড করতে পারবেন। এক দিন কেটে যাওয়ার পরে, ভিডিওটি আবার ডাউনলোড করার বিকল্প দেখতে পাবেন।