YouTube বিজ্ঞপ্তি ম্যানেজ করা

আপনার প্রিয় চ্যানেল ও অন্যান্য কন্টেন্টে নতুন ভিডিও ও আপডেট উপলভ্য হলে YouTube-এর বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি তা জানতে পারবেন। আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলের বিজ্ঞপ্তি আপনাকে পাঠানো হবে ও সেইসাথে আপনার আগ্রহের উপর ভিত্তি করেও আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে। আপনার বিজ্ঞপ্তির পছন্দ পরিবর্তন করতে বা বিজ্ঞপ্তি পাওয়া পুরোপুরি বন্ধ করতে নিচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে দেখুন।

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।
মনে রাখবেন: ডিভাইস অনুযায়ী বিজ্ঞপ্তির সেটিংস কিছুটা আলাদা হতে পারে এবং প্রতিটি নতুন আপলোডের জন্য দর্শককে বিজ্ঞপ্তি পাঠানো হবে না।

বিজ্ঞপ্তি ও সাবস্ক্রিপশন ফিডের মধ্যে পার্থক্য

আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলে সম্প্রতি আপলোড করা ভিডিও, মোবাইল ও কম্পিউটার দুটিতেই উপলভ্য সাবস্ক্রিপশন ফিডে দেখানো হবে।

বিজ্ঞপ্তি আপনাকে জানায় যে, নতুন ভিডিও উপলভ্য আছে, আপনার সাবস্ক্রাইব করা চ্যানেল থেকে আপডেট শেয়ার করে এবং আপনি যেসব কন্টেন্ট পছন্দ করতে পারেন সেগুলি সম্পর্কে জানাতে পারে। আমরা ইমেল, মোবাইলে পছন্দমতো বিজ্ঞপ্তি বা কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ইনবক্স বিজ্ঞপ্তি পাঠাব। চ্যানেলে সাবস্ক্রাইব করলে, আপনাকে অ্যাক্টিভিটির হাইলাইট সহ পছন্দমতো বিজ্ঞপ্তি অটোমেটিক পাঠানো হবে।

ইনবক্স বিজ্ঞপ্তি সময় অনুযায়ী সাজানো হয়, নতুন বিজ্ঞপ্তি উপরে থাকে। কিছু বিজ্ঞপ্তি, নতুন বিজ্ঞপ্তির উপরে থাকা "গুরুত্বপূর্ণ" বিভাগে থাকতে পারে, এইসব বিজ্ঞপ্তি আমরা আপনার জন্য সবথেকে বেশি প্রাসঙ্গিক বলে মনে করি। গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির উদাহরণের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে আপনার কমেন্টে দেওয়া উত্তর বা আপনার ভিডিও যখন লোকজন শেয়ার করেন।

সাবস্ক্রাইব করা চ্যানেল থেকে সব বিজ্ঞপ্তি পেতে 'বেল বিজ্ঞপ্তি ' আইকনে ট্যাপ করুন। আপনি সব বিজ্ঞপ্তি বেছে নিয়েছেন সেটি বোঝানোর জন্য বাজছে এমন ঘণ্টা  আইকনে পরিবর্তন হয়ে যাবে।

চ্যানেলের দর্শকদের সেটিংস বাচ্চাদের জন্য তৈরি হিসেবে সেট করা থাকলে আপনি কোনও বিজ্ঞপ্তি পাবেন না। এছাড়াও, বিজ্ঞপ্তির ঘণ্টা কোনও বিজ্ঞপ্তি পাঠানো হবে না হিসেবে সেট করা থাকবে। আপনি এই সেটিং পরিবর্তন করতে পারবেন না।

চ্যানেলে সাবস্ক্রাইব করার ব্যাপারে বিজ্ঞপ্তির বেল আইকনের অর্থ কী

 পছন্দমতো বিজ্ঞপ্তি (ডিফল্ট)
 কোনও বিজ্ঞপ্তি নেই
 সব বিজ্ঞপ্তি

আপনি 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা কোনও ভিডিও বা চ্যানেল সাবস্ক্রাইব করলে, আপনার 'বেল' সেটিং, 'কোনও বিজ্ঞপ্তি পাঠাবে না ' হিসেবে সেট হবে এবং ধূসর রঙের হয়ে যাবে

শুরু করার আগে:

  • আপনার YouTube অ্যাপ ও Android বিজ্ঞপ্তির সেটিংস চেক করুন। 
  • আপনি ঠিক অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন কিনা দেখুন।

আপনার YouTube অ্যাপ সেটিংস পরিবর্তন করতে: 

  1. স্ক্রিনের উপরে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. তারপরে সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন। 

আপনার Android বিজ্ঞপ্তির সেটিংস পরিবর্তন করতে:

  1. আপনার Android 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. প্রাসঙ্গিক বিজ্ঞপ্তির সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. "YouTube" খুঁজুন।
     

বিজ্ঞপ্তির সেটিংস পরিবর্তন করুন

আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করলে সেটির অ্যাক্টিভিটির ব্যাপারে আপডেট সহ বিজ্ঞপ্তি পাবেন। সব নতুন ভিডিও আপনার সাবস্ক্রিপশন ফিডে থাকবে। আপনি বিজ্ঞপ্তির সেটিংসে পরিবর্তন করে কোনও চ্যানেলে প্রত্যেকবার কন্টেন্ট প্রকাশ করার খবর পেতে অথবা সেটি একেবারেই বন্ধ করে দিতে পারেন। 

কোনও চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট পান:

  1. চ্যানেল পৃষ্ঠা বা দেখার পৃষ্ঠায় যান।
  2. আপনি সাবস্ক্রাইব না করে থাকলে, সাবস্ক্রাইব করুন বিকল্পে ট্যাপ করুন। আপনি কোনও চ্যানেলে সাবস্ক্রাইব করলে, পছন্দমতো বিজ্ঞপ্তি অটোমেটিক পাবেন।
  3. "সাবস্ক্রাইব" বিকল্পের পাশে বিজ্ঞপ্তির ঘণ্টা  আইকনে ট্যাপ করুন।
  4. সব  , পছন্দমতো  বা কোনওটিই নয়  বিকল্পের মধ্যে থেকে বেছে নিন।
    • সব - আপনি সব বড় দৈর্ঘ্যের ভিডিও ও লাইভ স্ট্রিমের ব্যাপারে বিজ্ঞপ্তি পাবেন। সাবস্ক্রিপশন ও দেখার ইতিহাসের উপর নির্ভর করে আপনাকে Shorts-এর ব্যাপারে কিছু পছন্দমতো বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে।
    • পছন্দমতো  - আপনি কিছু সাধারণ আপলোড, Shorts ও লাইভ স্ট্রিমের ব্যাপারে বিজ্ঞপ্তি পাবেন। ব্যবহারকারীর উপর নির্ভর করে "পছন্দমতো" বিষয়টির সংজ্ঞা আলাদা হয়। YouTube বিভিন্ন ইঙ্গিতের উপর নির্ভর করে আপনাকে কখন বিজ্ঞপ্তি পাঠানো উচিত সেটি নির্ধারণ করে। আপনার দেখার ইতিহাস, আপনি কোনও চ্যানেল কত ঘনঘন দেখেন, কোনও ভিডিও কতটা জনপ্রিয় এবং আপনি কত ঘনঘন বিজ্ঞপ্তি খোলেন সেগুলি এই সিগন্যালে অন্তর্ভুক্ত থাকে।
    • কোনওটিই নয় - আপনি এই চ্যানেল থেকে কোনও বিজ্ঞপ্তি পাবেন না।    

আপনার বিজ্ঞপ্তি চেক করুন

আপনার সাবস্ক্রাইব করা চ্যানেল থেকে আপডেট ও অন্যান্য কন্টেন্ট খুঁজে পেতে স্ক্রিনের উপরে বিজ্ঞপ্তির ঘণ্টা  আইকনে ট্যাপ করুন।

বিভিন্ন চ্যানেল জুড়ে আপনার বিজ্ঞপ্তির সেটিংস ম্যানেজ করুন

  1. 'সাবস্ক্রিপশন' ট্যাবে যান।
  2. পৃষ্ঠার উপরে সব বিকল্পে ট্যাপ করুন।
  3. পৃষ্ঠার উপরে ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. বিজ্ঞপ্তি ম্যানেজ করতে প্রতিটি চ্যানেলের পাশে বিজ্ঞপ্তির ঘণ্টা আইকনে ট্যাপ করুন।

আপনি যে ধরনের বিজ্ঞপ্তি চান সেটি বেছে নিন

  1. স্ক্রিনের উপরে আপনার প্রোফাইল ছবিতে  ট্যাপ করুন।
  2. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
  4. চালু করুন বিকল্পে ট্যাপ করে স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
  5. 'সেটিংস' অ্যাপে YouTube বিজ্ঞপ্তি চালু করা আছে কিনা দেখুন। 
    • আপনার ডিভাইসের সেটিংস অ্যাপে যান।
    • অ্যাপ ও বিজ্ঞপ্তি বিকল্প বেছে নিয়ে বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
    • নিচে স্ক্রল করে YouTube বিকল্পে ট্যাপ করুন।
    • বিজ্ঞপ্তি চালু করুন
  6. YouTube অ্যাপ থেকে আপনি যেসব বিজ্ঞপ্তি পেতে চান সেগুলি বেছে নিন:
    • শিডিউল করা সারসংক্ষেপ: প্রতিদিন বিজ্ঞপ্তির সারসংক্ষেপ পান।
    • সাবস্ক্রিপশন: আপনি যেসব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সেগুলি থেকে বিজ্ঞপ্তি পেতে চান কিনা বেছে নিন।
    • চ্যানেল সেটিংস: প্রতিটি সাবস্ক্রাইব করা চ্যানেলের জন্য বিজ্ঞপ্তির সেটিংস ম্যানেজ করুন।
    • সাজেস্ট করা ভিডিও: আপনি যেসব ভিডিও দেখেন সেগুলির ভিত্তিতে আরও ভিডিওর সাজেশন পাবেন। সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিওর বিষয়ে বলা হবে না।
    • নিজের চ্যানেলে অ্যাক্টিভিটি: আপনার চ্যানেলে বা ভিডিওতে কমেন্ট ও অন্যান্য অ্যাক্টিভিটি সম্পর্কে বিজ্ঞপ্তি পাবেন।
    • নিজের মন্তব্যের উপর অ্যাক্টিভিটি: কেউ আপনার মন্তব্যের উপর উত্তর দিলে ও প্রতিক্রিয়া জানালে বিজ্ঞপ্তি পান। 
    • উল্লেখ: অন্য কেউ আপনার চ্যানেলের উল্লেখ করলে বিজ্ঞপ্তি পান।
    • শেয়ার করা কন্টেন্ট: অন্য কেউ তার চ্যানেলে আপনার কন্টেন্ট শেয়ার করলে বিজ্ঞপ্তি পান।
    • প্রোডাক্ট আপডেট: নতুন প্রোডাক্ট আপডেট ও ঘোষণা সম্পর্কে বিজ্ঞপ্তি পান।
    • টিভিতে দেখুন: টিভিতে দেখার জন্য ভিডিও সম্পর্কে সাজেশন পান।
    • সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করুন: আপনার উল্লিখিত সময়ে বিজ্ঞপ্তির সাউন্ড বন্ধ রাখুন।

সাজেস্ট করা কন্টেন্ট সম্পর্কে বিজ্ঞপ্তি

আপনি চ্যানেলে সাবস্ক্রাইব না করলেও কখনও কখনও আপনার পছন্দ হতে পারে এমন ভিডিওর সাজেশন সহ বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে। এই বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করতে নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করুন।

  1. আপনার প্রোফাইল ছবিতে  ট্যাপ করুন।
  2. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
  4. সাজেস্ট করা ভিডিও চালু বা বন্ধ করুন।

Android ডিভাইসের বিজ্ঞপ্তি বন্ধ করুন

  1. Android 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. অ্যাপ ও বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
  4. YouTube বিকল্প খুঁজে ট্যাপ করুন।
  5. চালু বা বন্ধ করুন।

মনে রাখবেন: আপনার সাবস্ক্রাইব করা সব YouTube চ্যানেলের পাশে  আইকন দেখানো হবে যাতে আপনি বুঝতে পারেন যে এগুলি থেকে বিজ্ঞপ্তি পাবেন না। 

চ্যানেলের-মালিক সংক্রান্ত বিজ্ঞপ্তি

গ্রাহকদের ভিডিও বিজ্ঞপ্তির জন্য ভিডিও-লেভেল সেটিংস পরিবর্তন করতে:
  1. নেভিগেট করে YouTube Studio এবং তারপর কন্টেন্ট  এবং তারপর ভিডিও বিকল্পে যান।
  2. তালিকাভুক্ত নেই এমন ভিডিওর এবং তারপর বিবরণ এবং তারপর আরও দেখুন বেছে নিন।
  3. স্ক্রল করুন করে লাইসেন্স বিকল্পে যান।
  4. নির্দিষ্ট ভিডিওর জন্য সাবস্ক্রিপশন ফিডে প্রকাশ করুন এবং সাবস্ক্রাইবারদের বিজ্ঞপ্তি পাঠান বিকল্পটি হয় বেছে নিন, না হলে সরিয়ে দিন।

Studio মোবাইল অ্যাপ থেকে আপনার বিজ্ঞপ্তি ম্যানেজ করা 

  1.  YouTube Studio অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে   ট্যাপ করুন।
  3. সেটিংস  এবং তারপর পুশ বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন। 
  4. নিজের পছন্দমতো যেকোনও বিজ্ঞপ্তি চালু অথবা বন্ধ করুন: অ্যানালিটিক্স, কমেন্ট, কৃতিত্ব, নীতি ও উপার্জন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13379232209649347181
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false