দাবি বলতে কী বোঝায়?

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন।

YouTube অধিকার ম্যানেজমেন্ট সিস্টেম-এ ভিডিও দাবি করার অর্থ সেটির কপিরাইটের মালিকানা দাবি করা।

আপনার অ্যাসেটের সাথে অন্য ব্যবহারকারীর ভিডিও মিলে গেলে তিনি দাবি করেন অথবা আপনার কন্টেন্ট ম্যানেজারে লিঙ্ক করা চ্যানেলের আপলোড করা ভিডিওর উপর দাবি করা হয়। Content ID যদি আপনার অ্যাসেটের সাথে মিলে যায় এমন কোনও ভিডিও খুঁজে পায়, তাহলে একটি দাবি তৈরি করে নীতি ('মনিটাইজ করুন', 'ট্র্যাক করুন', 'ব্লক করুন') প্রয়োগ করা হয়।

যাতে আপনি কোনও ভিডিওর উপর সব দাবি একইসাথে ম্যানেজ করতে পারেন সেই জন্য Studio কন্টেন্ট ম্যানেজার-এ দাবিগুলি প্রতিটি ভিডিওর অধীনে গ্রুপ করা থাকে।

দাবির অপব্যবহার করলে বা প্রতারণামূলক দাবি করলে শাস্তি হতে পারে যার মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া ও পার্টনারশিপ বন্ধ করে দেওয়া অন্তর্ভুক্ত। অতিরিক্ত দাবি করা এড়িয়ে যাওয়া এবং ভুল দাবি সরানোর ব্যাপারে পরামর্শ পেতে দাবি করার পেশাদার পদ্ধতি পড়ে দেখুন।

দাবির উৎস

  • পার্টনারের আপলোড করা ভিডিও: আপনার কন্টেন্ট ম্যানেজারের আওতায় কোনও YouTube চ্যানেলে ভিডিও। ভিডিও আপলোড হওয়ার পরে আপলোড নীতি প্রয়োগ করা হলে ভিডিও দাবি করা হয়।
    • পার্টনারের আপলোড করা কন্টেন্ট দাবি করলে মনিটাইজেশন বিকল্প, Content ID ম্যাচিং ও রিপোর্টিংয়ের সুবিধা পাওয়া যায়।
  • ব্যবহারকারীর জেনারেট করা কন্টেন্ট (UGC): অন্যান্য YouTube ব্যবহারকারী তাদের চ্যানেলে যে ভিডিও আপলোড করেন।
    • তাদের ভিডিওতে আপনার মালিকানাধীন কন্টেন্ট থাকলে তাদের ভিডিওর উপর দাবি করা হয় এবং আপনার মিলে যাওয়া সংক্রান্ত নীতি প্রয়োগ করা হয়। দাবি করা ভিডিওর ক্ষেত্রে কোন অ্যাকশন ('মনিটাইজ করুন', 'ট্র্যাক করুন' বা 'ব্লক করুন') নিতে হবে সেটি মিলে যাওয়া সংক্রান্ত নীতির মাধ্যমে YouTube নির্ধারণ করে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

"দাবি" ও "দাবি করা ভিডিও"-র মধ্যে পার্থক্য কী?

দাবি করার মাধ্যমে ভিডিওর মালিকানা দাবি করা হয়। 

এক বা একাধিক দাবি আছে এমন ভিডিওকে দাবি করা ভিডিও বলা হয়। 

"দাবি" ও কন্টেন্ট "সরিয়ে দেওয়ার অনুরোধ"-এর মধ্যে পার্থক্য কী?

কপিরাইটের মালিকরা YouTube-এ কপিরাইট লঙ্ঘনের ফলে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ করেন অথবা Content ID ব্যবহার করলে ভিডিও দাবি করার মাধ্যমে তাদের মালিকানার অধিকার ম্যানেজ করেন।

কোনও কন্টেন্টের উপর Content ID সংক্রান্ত দাবি এলে কপিরাইট স্ট্রাইক প্রয়োগ করা হয় না তবে কপিরাইট লঙ্ঘনের ফলে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ করলে তা হয়। কপিরাইট লঙ্ঘনের ফলে ভিডিও সরিয়ে দেওয়ার অনুরোধ এবং Content ID দাবির মধ্যে পার্থক্য সম্পর্কে আরও জানুন।

দাবি প্রয়োগ করার জন্য কতদিন সময় লাগে?

আপনার নীতি তৈরি বা এডিট করার পরে আপলোড করা হয়েছে এমন যেকোনও কন্টেন্টে, অবিলম্বে নীতি প্রয়োগ করা হবে।

এছাড়াও, আপনার অ্যাসেট তৈরি হওয়ার আগে আপলোড করা ও ম্যাচ করা ভিডিও শনাক্ত করার জন্য Content ID "লিগ্যাসি স্ক্যান" করে। সম্প্রতি আপলোড করা এবং জনপ্রিয় ভিডিও প্রথমে স্ক্যান করা হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13390512453173059633
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false