আপনি যেসব ভিডিও দেখেন সেগুলিতে দেখানো বিজ্ঞাপন

আপনি যেসব YouTube ভিডিও বা Shorts দেখেন সেগুলিতে আপনার আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হয়। এগুলি আপনার Google Ad সেটিংস, আপনি যেসব কন্টেন্ট দেখেছেন এবং আপনি সাইন-ইন করেছেন কিনা তার ভিত্তিতে দেখানো হয়।

How to personalize the ads you see on YouTube and Google

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

সাইন-ইন করলে, আপনার পরিচয় গোপন রাখা এইসব সিগন্যালের ভিত্তিতে আপনি কোন বিজ্ঞাপন দেখবেন তা নির্ধারণ করা হতে পারে:

  • আপনি কোন ধরনের ভিডিও দেখেছেন
  • আপনার ডিভাইসে কোন কোন অ্যাপ আছে এবং আপনি কোন কোন অ্যাপ ব্যবহার করছেন
  • আপনি কোন কোন ওয়েবসাইট দেখেছেন
  • আপনার মোবাইল ডিভাইসের সাথে যুক্ত পরিচয় গোপন রাখা শনাক্তকারী
  • Google-এর বিজ্ঞাপন অথবা বিজ্ঞাপন পরিষেবার সাথে আগের ইন্টার‌্যাকশন
  • আপনার ভৌগোলিক লোকেশন
  • বয়সসীমা
  • লিঙ্গগত পরিচয়
  • YouTube ভিডিও ইন্টার‌্যাকশন

সাইন-ইন করুন বা না করুন আপনি দেখেছেন এমন ভিডিও কন্টেন্টের ভিত্তিতে এইসব বিজ্ঞাপন দেখানো হয়।  

বিজ্ঞাপনের জন্য গোপনীয়তা সেটিংস ম্যানেজ করুন

আপনার Google অ্যাকাউন্টের বিজ্ঞাপন সেটিংস-এর উপর ভিত্তি করে আপনি যেসব বিজ্ঞাপন দেখেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও, আপনি YouTube "দেখার ইতিহাস", দেখতে, মুছে ফেলতে বা পজ করতে পারবেন।

বিজ্ঞাপন বন্ধ করুন

YouTube-এ বিজ্ঞাপন বন্ধ করতে চাইলে, বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতার জন্য আমাদের পেড মেম্বারশিপ দেখুন। 

অভিযোগ না জানিয়ে নির্দিষ্ট কোনও বিজ্ঞাপন দেখা বন্ধ করতে বিজ্ঞাপনে আরও  অথবা তথ্য এবং তারপর বিজ্ঞাপন ব্লক করুন  বিকল্প বেছে নিন। আপনি যেসব বিজ্ঞাপন দেখছেন তা কাস্টমাইজ করতে চাইলে, তবেই এই বিকল্পটি আমার বিজ্ঞাপন কেন্দ্রে উপলভ্য হবে।

কোনও বিজ্ঞাপনের ব্যাপারে অভিযোগ জানানো

আপনি অপছন্দ করেন এমন কোনও বিজ্ঞাপন দেখলে, আপনার বিজ্ঞাপন সেটিংস ম্যানেজ করতে উপরে দেওয়া তথ্য কাজে লাগান। আপনি কোনও বিজ্ঞাপন অনুপযুক্ত বা Google-এর বিজ্ঞাপন নীতি লঙ্ঘন করেছে বলে মনে করলে, সেটির ব্যাপারে অভিযোগ জানাতে পারেন। 

কোনও বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানাতে, select আরও  অথবা তথ্য এবং তারপর সম্পর্কে অভিযোগ করুন  বিকল্প বেছে নিন অথবা এই ফর্ম পূরণ করে জমা দিন বিকল্প বেছে নিন। এরপর আমাদের টিম আপনার করা বিজ্ঞাপন সম্পর্কিত অভিযোগ পর্যালোচনা করবে এবং তা যথাযথ হলে অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেবে। 

কেবলমাত্র YouTube মোবাইল ও কোনও কম্পিউটারেই বিজ্ঞাপনের ব্যাপারে অভিযোগ জানানো যাবে।

লিড ফর্ম পূরণ করুন

YouTube-এ কোনও ভিডিও ক্যাম্পেনে লিড ফর্ম খোলার সময় আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে, কিছু জায়গা আগে থেকেই পূরণ করা থাকে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1196469245345324365
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false