মোবাইল ব্রাউজারে YouTube ব্যবহার করুন

আপনি ফোনে মোবাইল ওয়েবের জন্য YouTube বা ডেস্কটপ মোড ব্যবহার করতে পারেন।

সাইন-ইন করুন

YouTube-এ আপনার প্রিয় ভিডিও ও প্লেলিস্ট দেখতে এবং সেটি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে, সাইন-ইন করুন।

সাইন-ইন করতে:

  1. স্ক্রিনের উপরে ডানদিকের কোনে দেখানো প্রোফাইল ছবিতে  ট্যাপ করুন।
  2. সাইন-ইন করুন  বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন।
অ্যাকাউন্টে সাইন-ইন করতে না পারলে, আপনার Google অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। আরও সাহায্যের জন্য Google অ্যাকাউন্ট ফোরাম দেখুন।

মোবাইল ব্রাউজার থেকে এডিট বা আপলোড করা যায় না। কিন্তু, আপনি YouTube অ্যাপ ডাউনলোড করে সেটিতে কীভাবে এডিট ও আপলোড করতে হয় তা জেনে নিতে পারেন।

মনে রাখবেন: আপনার ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট কাজ করলে তবেই YouTube মোবাইল সাইট খুলবে।

YouTube-এর বিভিন্ন ফিচার সম্পর্কে বুঝে নেওয়া

সাইন-ইন করার পরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলি চারটি ট্যাবে পাওয়া যাবে:

হোম

মোবাইল অ্যাপ বা ব্রাউজারে YouTube খুললে, আপনি হোমপেজ দেখতে পাবেন। এখানে আপনার জন্য সাজেস্ট করা ভিডিও দেখানো হবে। আপনার অভিরুচি ও YouTube অ্যাক্টিভিটির উপর নির্ভর করে সাজেশন ঠিক করা হবে।

আপনি আগেই মিউজিক ভিডিও দেখে থাকলে, আপনাকে জনপ্রিয় কন্টেন্ট ও YouTube মিক্স দেখানো হবে। 'হোম ' আইকনে ট্যাপ করে আপনি যেকোনও সময় হোম ফিড দেখতে পারবেন।

আপনার যদি আগেকার কোনও উল্লেখযোগ্য দেখার ইতিহাস না থাকে, তাহলে আপনাকে ভিডিও সাজেস্ট করার জন্য যেসব YouTube ফিচার দেখার ইতিহাসের উপর নির্ভর করে, সেগুলি সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 'YouTube হোমপেজে দেখানো সাজেশন'-এর মতো ফিচার। যেমন, আপনি যদি একদম নতুন ব্যবহারকারী হন যিনি এখনও কোনও ভিডিও দেখেননি অথবা আপনি যদি দেখার ইতিহাস মুছে দিয়ে তা বন্ধ করার বিকল্প বেছে নেন, তাহলে এটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য।

ট্রেন্ডিং

YouTube-এ কী ট্রেন্ড করছে সেটি ট্রেন্ডিং ট্যাব থেকে জানতে পারবেন। এখনকার বিভিন্ন জনপ্রিয় ভিডিও এখানে দেখানো হবে। আপনি ভিডিওগুলি স্ক্রল করে দেখতে পারেন অথবা নির্দিষ্ট বিভাগ (যেমন মিউজিক বা গেমিং) বেছে নিয়ে সেটির মধ্যে ভিডিও দেখতে পারেন।

সাবস্ক্রিপশন

শুধু আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিওগুলি সাবস্ক্রিপশন ট্যাবে দেখানো হবে। সেই চ্যানেলগুলি পৃষ্ঠার উপরে তালিকাবদ্ধ থাকবে। চ্যানেল আর্টওয়ার্কে ট্যাপ করে আপনি সেই চ্যানেলে যেতে পারবেন।

 লাইব্রেরি

আপনার দেখার ইতিহাস, প্লেলিস্ট, আপলোড ও কেনাকাটা লাইব্রেরি ট্যাবে দেখানো হবে।

সেটিংস

মোবাইল ওয়েবসাইটে আপনার প্রোফাইল ছবিতে  ট্যাপ করে সেটিংস অ্যাক্সেস করুন, সহায়তা পান বা আপনার মতামত জানান

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5293129706058928378
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false