চ্যানেল সেটিংস ম্যানেজ করা

আপনি YouTube Studio থেকে চ্যানেল সেটিংস ম্যানেজ করতে পারবেন। আপনার দেশ/অঞ্চল থেকে চ্যানেলের দৃশ্যমানতা সহ যেকোনও বিষয় পরিবর্তন করতে পারেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে সেটিংস বিকল্প বেছে নিন।
  3. বাঁদিকের মেনু থেকে, চ্যানেল বিকল্পে ক্লিক করুন।
  4. চ্যানেলের সেটিংস সেট করুন ও সেভ করুন বিকল্প বেছে নিন।

প্রাথমিক তথ্য

এই দেশের অধিবাসী

নিম্নমুখী তীরচিহ্ন ব্যবহার করে আপনার YouTube চ্যানেলের দেশ/অঞ্চল বেছে নিতে পারেন। আপনার চ্যানেল YouTube পার্টনার প্রোগ্রাম-এর উপযুক্ত কিনা তা এখানে বেছে নেওয়া দেশ/অঞ্চল সেটিং অনুযায়ী নির্ধারণ করা হয়।

কীওয়ার্ড

এই সেটিংয়ের মাধ্যমে আপনার চ্যানেলের সাথে সম্পর্কিত কীওয়ার্ড যোগ করতে পারেন।

উন্নত সেটিংস

আপনার চ্যানেলের দর্শক সেট করুন

চ্যানেল সেটিং বেছে নিয়ে আপনার ওয়ার্কফ্লো সহজ করে তুলুন। এই সেটিং আপনার আগেকার ও ভবিষ্যতে আপলোড করা ভিডিওকে প্রভাবিত করবে। আপনি যদি এই সেটিং বেছে না নেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে বাচ্চাদের জন্য তৈরি করা প্রতিটি ভিডিও আপনাকে আলাদা করে চিহ্নিত করতে হবে। প্রতিটি ভিডিওর সেটিংস চ্যানেল সেটিংসকে ওভাররাইড করবে।
এছাড়াও, আপনার চ্যানেলের কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না। আপনার ভিডিও 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করার উপযুক্ত কিনা বুঝতে না পারলে, এই সহায়তা কেন্দ্রের নিবন্ধ পড়ে দেখুন।

Google Ads অ্যাকাউন্ট লিঙ্ক করা

আপনার YouTube চ্যানেল Google Ads অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারেন যাতে চ্যানেলের ভিডিওর সাথে বিজ্ঞাপন দেখাতে পারেন। এই বিজ্ঞাপনগুলি আপনার চ্যানেলের ভিডিওর সাথে আলোচনা সাপেক্ষে দেখাতে পারেন ও ইনসাইটে অ্যাক্সেস পেতে পারেন। আরও জানুন

অটোমেটিক ক্যাপশন

সম্ভাব্য অনুপযুক্ত শব্দ আপনি অটোমেটিক ক্যাপশন-এর মাধ্যমে ডিফল্ট হিসেবে ব্র্যাকেট শুরু, মাঝে দু'টি আন্ডারস্কোর, ব্র্যাকেট শেষ “[ __ ]” চিহ্ন দিয়ে দেখাতে পারেন।

বিজ্ঞাপন

এই বিকল্প বেছে নিলে দর্শকের আগ্রহের ভিত্তিতে দেখানো পছন্দমতো বিজ্ঞাপন বা রিমার্কেটিং বিজ্ঞাপন দেখানো হবে না। এই সেটিং বন্ধ করে দিলে আপনার চ্যানেলের উপার্জন কমে যেতে পারে। এছাড়া, আপনার চ্যানেলের উপার্জন সম্পর্কিত কার্যকলাপের রিপোর্ট ও রিমার্কেটিংয়ের তালিকাও আর পাওয়া যাবে না।
চ্যানেল রিডাইরেক্ট

দর্শকদের অন্য চ্যানেলে রিডাইরেক্ট করতে কাস্টম URL-এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারেন। রিডাইরেক্ট URL যে ওয়েবসাইটে নিয়ে যাবে, রিডাইরেক্ট URL ফিল্ডে সেই ওয়েবসাইটের URL লিখুন।

মনে রাখবেন: যেসব পার্টনার ও বিজ্ঞাপনদাতার পার্টনার ম্যানেজার বা সেলস প্রতিনিধিরা এই ফিচার চালু করে রেখেছেন, তাদের কাছে এই 'রিডাইরেক্ট URL' ফিচার উপলভ্য হবে।

যেমন, আপনার URL যদি www.youtube.com/c/YouTubeCreators হয়, সেক্ষেত্রে আপনার সংক্ষিপ্ত করা URL-এর (www.youtube.com/YouTubeCreators) মাধ্যমে দর্শকদের YouTube Nation চ্যানেলে পাঠানোর জন্য রিডাইরেক্ট URL ফিল্ডে www.youtube.com/user/youtubenation অথবা www.youtube.com/channel/UCUD4yDVyM54QpfqGJX4S7ng লিখুন।

 
চ্যানেলের দৃশ্যমানতা

এই বিকল্প বেছে নিয়ে আপনার চ্যানেলকে সাময়িকভাবে লুকিয়ে ফেলতে পারেন। দর্শকরা আর আপনার আপলোড করা ভিডিও, প্লেলিস্ট ও চ্যানেলের বিশদ বিবরণ দেখতে পাবে না। 

চ্যানেলের মালিক হিসেবে আপনি এর পরেও যা যা দেখতে পাবেন:

  • আপনার চ্যানেল পৃষ্ঠা
  • আপনার চ্যানেল আর্ট এবং আইকন
  • আপনার ভিডিও এবং প্লেলিস্ট
  • আপনার কমেন্ট ও বিশ্লেষণ
  • আপনার কমিউনিটি পোস্ট

আপনি যেকোনও সময়েই আপনার চ্যানেল আবার দৃশ্যমান করতে পারেন এবং তখন আপনার কন্টেন্ট দর্শকদের দেখার জন্য সর্বজনীনভাবে উপলভ্য হবে।

মনে রাখবেন: যেসব পার্টনার ও বিজ্ঞাপনদাতার পার্টনার ম্যানেজার বা সেলস প্রতিনিধিরা এই ফিচার চালু করে রেখেছেন, তাদের কাছে 'চ্যানেল দৃশ্যমানতা' ফিচার উপলভ্য হবে।

অন্যান্য সেটিংস

এই সেটিংসগুলি ব্যবহার করে YouTube-এ আপনার চ্যানেলের উপস্থিতি ও আপনার কোনও কন্টেন্ট স্থায়ীভাবে মুছে ফেলা ম্যানেজ করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4666499381421458480
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false