স্ট্রিমিং সংক্রান্ত পরামর্শ

Intro To Live Streaming on YouTube

নেটওয়ার্ক সংক্রান্ত পরামর্শ

  • আপনার স্ট্রিম করা মোট বিটরেট, উপলভ্য আপলোড ব্যান্ডউইথের চেয়ে বেশি হলে চলবে না। মোট নেটওয়ার্ক ব্যান্ডউইথের হিসেবে খানিকটা কম লোড রাখুন (২০% সাজেস্ট করা হয়েছে)।
  • আপনার অফিসে হাই-স্পিড ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তবে, এই নেটওয়ার্ক যদি অনেকে শেয়ার করে, তাহলে আপনার স্বতন্ত্র কানেকশনের স্পিড কমে যেতে পারে।
  • স্পিড টেস্ট করুন। ইনবাউন্ড ব্যান্ডউইথ (ডাউনলোড স্পিড) প্রায়শই আউটবাউন্ডের (আপলোড স্পিড) থেকে বেশি হয়। আপনার স্ট্রিম বিটরেট পাঠানোর জন্য আপনার আউটবাউন্ড কানেকশনের স্পিড যথেষ্ট কিনা দেখে নিন। প্রাইমারি + ব্যাক-আপ + ২০% সাজেস্ট করা হয়েছে।
  • আপনি কোনও বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করছেন কিনা দেখুন। আপনার কানেক্টিভিটিতে ব্যাঘাত ঘটলে স্ট্রিম বন্ধ হয়ে যাবে।
এনকোডিং সংক্রান্ত পরামর্শ
  • কমপক্ষে ২ ঘণ্টা আগে লাইভ স্ট্রিমের জন্য এনকোডার সেট আপ করুন।
  • ইভেন্টের শিডিউল অনুযায়ী সেটি শুরু হওয়ার ১৫ মিনিট আগে এনকোডার চালু করুন।
  • স্ট্রিমিং শুরু করুন বিকল্পে ক্লিক করার আগে, 'লাইভ কন্ট্রোল রুম'-এ প্রিভিউ দেখুন
  • টেস্ট এনকোডার ফেলওভারের জন্য প্রাইমারি এনকোডার বন্ধ করুন (বা এটির ইথারনেট কেবল আনপ্লাগ করুন) এবং প্লেয়ারটি ব্যাক-আপ এনকোডারে রোল ওভার হচ্ছে কিনা দেখুন।
  • সব লোকাল আর্কাইভ ফাইলের ইন্টিগ্রিটি যাচাই করুন। লোকাল আর্কাইভের ফাইল সাইজ বাড়ছে কিনা দেখুন।
  • চ্যানেল ও দেখার পৃষ্ঠার মাধ্যমে ইভেন্টটি অ্যাক্সেস করা যাচ্ছে কিনা দেখুন।
  • ইভেন্টটি মোবাইল ডিভাইসে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা যাচাই করুন।
  • অডিও ও ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা দেখার জন্য অবিরত স্ট্রিম মনিটর করতে থাকুন।
  • YouTube-এ আপনার ইভেন্ট বন্ধ হওয়ার পরে, এনকোডারটি বন্ধ করে দিন।
ওয়েবক্যাম ব্যবহার করা
  • আপনি ল্যাপটপ ও ওয়েবক্যাম ব্যবহার করে স্ট্রিম করতে পারলেও আরও ভাল টুল ব্যবহার করলে লাইভ স্ট্রিমের কোয়ালিটি আরও ভাল হয়।
  • আপনি Wirecast বা www.youtube.com/webcam-এর মতো কোনও সফ্টওয়্যার এনকোডিং প্রোগ্রাম ব্যবহার করতে পারেন।
  • হাই প্রোডাকশন ভ্যালু ইভেন্টের জন্য, আমরা পেশাদার কোয়ালিটির হার্ডওয়্যার এনকোডার ব্যবহার করতে সাজেস্ট করি।
  • ইভেন্ট শুরু হওয়ার আগে আপনার সেট আপ সম্পূর্ণরূপে পরীক্ষা করে নিতে ভুলবেন না।
নিরাপদে লাইভ স্ট্রিম করা
  • কন্টেন্ট: কী ধরনের ভিডিও স্ট্রিম করবেন তা জানুন। আপনার বন্ধু, সহপাঠী বা ১৩ থেকে ১৯ বছর বয়সীদের ভিডিও করার সময় কন্টেন্ট যাতে কখনই যৌন ইঙ্গিতপূর্ণ, হিংসাত্মক অথবা বিপজ্জনক না হয় সেদিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন, এই নিয়ম লাইভ চ্যাটের ক্ষেত্রও প্রযোজ্য। আমাদের কমিউনিটি নির্দেশিকা সম্পর্কে আরও জানুন।
  • ব্যক্তিগত তথ্য: আপনার লাইভ স্ট্রিম চলাকালীন এবং লাইভ চ্যাটে কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারে সতর্ক থাকুন। আপনি যাদের বিশ্বাস করেন শুধু তাদেরই আপনার চ্যানেলের অ্যাডমিন অ্যাক্সেস দিন। YouTube আপনার কাছে স্ট্রিম মডারেট করার সুবিধা চাইবে না।
  • নিয়ন্ত্রণ: অনুপযুক্ত ভিডিও সম্পর্কে অভিযোগ করুন অথবা কোনও ব্যবহারকারীর জন্য আপনি বা অন্যান্যরা অস্বস্তি বোধ করলে তাকে ব্লক করুন। লাইভ চ্যাট ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।
  • গোপনীয়তা: আপনার পোস্ট করা লাইভ স্ট্রিম কে দেখতে পাবেন সেই সংক্রান্ত সীমাবদ্ধতা আরোপ করার জন্য YouTube-এ কিছু ফিচার আছে। ব্যক্তিগত লাইভ স্ট্রিম "ব্যক্তিগত" বা "তালিকাভুক্ত নয়" হিসেবে সেট করে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখুন। সাইটে আপনার অভিজ্ঞতা ম্যানেজ করতে সাহায্য করার জন্য উপলভ্য বিভিন্ন টুল দেখতে গোপনীয়তা ও নিরাপত্তা সেটিংস পৃষ্ঠা ব্যবহার করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
703910438868091526
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false