ইমেল বিজ্ঞপ্তি সেট-আপ করুন

এই নিবন্ধে বর্ণিত ফিচারগুলি শুধু YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সাধারণ YouTube বিজ্ঞপ্তি সম্পর্কে এখান থেকে আরও জানুন

কন্টেন্ট ম্যানেজার সেট-আপ করার সময় বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির বিজ্ঞপ্তি সহ ইমেল কাকে পাঠনো হবে সেটি উল্লেখ করা প্রয়োজন। যেমন, কোনও দাবির বিরোধ করা হলে কিছু ব্যবহারকারীকে সেটি জানানোর প্রয়োজন হলেও সকলকে জানানোর প্রয়োজন নেই। ইমেল বিজ্ঞপ্তি সেট-আপ করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে সেটিংস বিকল্প বেছে নিন।
  3. ইমেল বিজ্ঞপ্তির অধীনে ওভারভিউ বিভাগের মধ্যে, উপযুক্ত টেক্সট বক্সে ইমেল আইডি লিখুন:
    • প্রাথমিক বিজ্ঞপ্তি: কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টের জন্য প্রাথমিক ইমেল আইডি।
      • নিম্নলিখিত অ্যাক্টিভিটি সহ কন্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি (মালিকানার বিরোধ, দাবি সংক্রান্ত সমস্যা ও সরিয়ে দেওয়ার অনুরোধ সংক্রান্ত আপডেট) সম্পর্কে ইমেল পাঠানো হয়।
      • এছাড়াও, এই ইমেল আইডিতে পার্টনার অ্যাকাউন্টের বিবরণ ও রিপোর্টের বিজ্ঞপ্তি পাঠানো হয়।
    • বিরোধের বিজ্ঞপ্তি: অ্যাসেটের মালিকানা নিয়ে বিরোধ সংক্রান্ত অ্যাক্টিভিটি হলে সেই সম্পর্কে ইমেল পাঠানো হয়।
    • দাবি সংক্রান্ত সমস্যার বিজ্ঞপ্তি: নতুন দাবি সংক্রান্ত বিরোধ ও আপিল করা হলে সেই সম্পর্কে ইমেল পাঠানো হয়।
    • থার্ড-পার্টির দাবি সংক্রান্ত বিজ্ঞপ্তি: (কিছু পার্টনারের কাছে উপলভ্য) থার্ড-পার্টির দাবির স্ট্যাটাস আপডেট করা হলে ইমেল পাঠানো হয়।

    • সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি: আপনার ইস্যু করা সরিয়ে দেওয়ার অনুরোধের স্ট্যাটাস আপডেট করা হলে ইমেল পাঠানো হয়।
মনে রাখবেন: একটি টেক্সট বক্সে একটিমাত্র ইমেল আইডি লিখতে, এটি সেভ করতে ইমেল আইডি লিখে Enter কী প্রেস করুন। একাধিক ইমেল আইডি থাকলে প্রত্যেকটি কমা দিয়ে আলাদা করে লিখুন। শেষ ইমেল আইডি লেখার পরে সেভ করতে 'এন্টার' বোতাম প্রেস করুন।
  1. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17817940097196237472
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false