আপনার পরিচয় সুরক্ষিত রাখা

আমরা চাই YouTube-এ আপনি যেন নিরাপদ বোধ করেন, আর সেই কারণেই সাইটের কোনও ভিডিও বা মন্তব্য আপনার গোপনীয়তা অথবা নিরাপত্তাবোধ লঙ্ঘন করলে তা আমাদের জানানোর ব্যাপারে উৎসাহিত করা হয়।

কোনও একজন ব্যক্তি আপনাকে না জানিয়ে আপনার ব্যক্তিগত তথ্য পোস্ট অথবা আপনার ভিডিও আপলোড করে থাকলে (এর মধ্যে ব্যক্তিগত বা সংবেদনশীল পরিস্থিতি অন্তর্ভুক্ত), আপলোডারকে বলুন ওই কন্টেন্ট সরিয়ে দিতে। আপলোডারের সাথে আপনার মতের মিল না হলে অথবা তার সাথে যোগাযোগ করার ব্যাপারে কুণ্ঠা বোধ করলে, আমাদের গোপনীয়তা নির্দেশিকার ভিত্তিতে কন্টেন্ট সরানোর অনুরোধ করতে আপনি গোপনীয়তা অভিযোগ প্রক্রিয়া ফলো করতে পারবেন। 

AI-জেনারেটেড অথবা অন্য সিন্থেটিক কন্টেন্ট আপনার মতো দেখালে বা শোনালে সেই সম্পর্কে অভিযোগ করা: কোনও একজন ব্যক্তি কন্টেন্ট পরিবর্তন অথবা তৈরি করার জন্য AI ব্যবহার করলে, সেটি আপনার মতো দেখালে বা শোনালে আপনি এটি সরানোর কথা বলতে পারবেন। সরানোর জন্য উপযুক্ত বলে বিবেচিত হতে হলে, কন্টেন্টটির পরিবর্তন অথবা সিন্থেটিক ভার্সন এমন হতে হবে যাতে এটি আসলে আপনার মতো বলে মনে হয়। অভিযোগ মূল্যায়ন করার সময় আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টর বিবেচনা করব, যেমন:

  • কন্টেন্টে পরিবর্তন করা হয়েছে কিনা অথবা সেটি সিন্থেটিক কিনা
  • সেই ব্যক্তিকে অনন্যভাবে শনাক্ত করা যাচ্ছে কিনা
  • কন্টেন্টটি আসলের মতো কিনা 
  • কন্টেন্টে প্যারোডি, ব্যঙ্গ অথবা জনস্বার্থে গুরুত্বপূর্ণ অন্য কিছু আছে কিনা।
  • কন্টেন্টে কোনও বিখ্যাত অথবা সুপরিচিত ব্যক্তি সংবেদনশীল আচরণ যেমন অপরাধমূলক কাজ, হিংসা, অথবা কোনও প্রোডাক্ট বা রাজনৈতিক প্রার্থীর হয়ে প্রচারে যুক্ত আছেন কিনা

অভিযোগ করা শুরু করতে, পরিবর্তিত অথবা সিন্থেটিক কন্টেন্টের জন্য গোপনীয়তা অভিযোগ প্রক্রিয়া ফলো করুন। পরিবর্তিত অথবা সিন্থেটিক কন্টেন্ট লেবেলের ব্যাপারে আরও জানুন

কন্টেন্ট সরানোর মাপকাঠি

গোপনীয়তা নির্দেশিকাতে গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ প্রক্রিয়া সম্পর্কে বিশদে ব্যাখ্যা করা রয়েছে। গোপনীয়তা সংক্রান্ত দাবি মূল্যায়নের ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টরগুলি বিবেচনা করি, এতে সেগুলিও ব্যাখ্যা করা আছে।

কোনও ব্যক্তিকে অনন্যভাবে শনাক্ত করা গেলে এবং সেই ব্যক্তি বা তার আইনি প্রতিনিধি কোনও কন্টেন্টের বিরুদ্ধে অভিযোগ জমা দিলে তবেই সেই কন্টেন্ট সরানোর জন্য বিবেচনা করা হবে। আপনি গোপনীয়তা অভিযোগ প্রক্রিয়া ব্যবহার করতে চাইলে ভালোভাবে দেখে নিন যে গোপনীয়তা অভিযোগ প্রক্রিয়া ব্যবহার করার সময় কন্টেন্টের মধ্যে আপনাকে অনন্যভাবে শনাক্ত করা যাচ্ছে কিনা। কোনও ব্যক্তিকে অনন্যভাবে শনাক্ত করা যাচ্ছে কিনা তা মূল্যায়ন করার সময় আমরা নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করি:

  • ছবি বা কণ্ঠস্বর
  • সম্পূর্ণ নাম
  • আর্থিক তথ্য
  • যোগাযোগের তথ্য
  • ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য অন্যান্য তথ্য

আপনি গোপনীয়তা সংক্রান্ত কোনও অভিযোগ জানালে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা জনস্বার্থ, খবরের যথার্থতা এবং অনুমতির মতো ফ্যাক্টরগুলি বিবেচনা করি, এমনকি সে ভিডিওতে কোনও ব্যক্তির মৃত্যুর মুহূর্তের দৃশ্য অথবা গুরুতর আঘাতের মুহূর্ত দেখানো হলেও।

আমরা মৃত ব্যক্তির স্মৃতি এবং গোপনীয়তাকে সম্মান করি। তাই, ব্যক্তি মৃত কিনা নিশ্চিত করার জন্য, আমরা সেই ব্যক্তির ঘনিষ্ঠ পরিবারের সদস্য বা আইনি প্রতিনিধিদের কাছ থেকে অনুমোদন নিয়ে থাকি।

YouTube-এ নিজের গোপনীয়তা সুরক্ষিত রাখার ব্যাপারে কিছু পরামর্শ:

  • ব্যক্তিগত তথ্য পোস্ট করার আগে ভাল করে ভেবে দেখুন। যেমন এর মধ্যে আছে, আপনি কোন শহরে বসবাস করেন, কোন স্কুলে পড়েন এবং আপনার বাড়ির ঠিকানার মতো তথ্য।
  • আপনার অ্যাকাউন্টের ডেটা সুরক্ষিত রাখুন এবং কারও সাথে নিজের পাসওয়ার্ড শেয়ার করবেন না। YouTube-এর কোনও কর্মী কখনও আপনার পাসওয়ার্ড জানতে চাইবে না। তাই YouTube কর্মীর ছদ্মবেশে কেউ আপনার সাথে যোগাযোগ করলে, সেই ফাঁদে পা দেবেন না।
  • আগে অনুমতি নিন। অন্য লোকজনের ভিডিও তোলা ও তাদের ব্যক্তিগত তথ্য পোস্ট করার আগে অনুমতি নিন।
  • সাইটে আপনার কন্টেন্ট ও অভিজ্ঞতা ম্যানেজ করার ক্ষেত্রে যেসব টুল ব্যবহার করতে পারেন, সেই তালিকার জন্য, আমাদের গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত সেটিংস পৃষ্ঠায় যান।
  • আপনার Google অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পেশাদার পদ্ধতি চেক করুন
  • Google অ্যাকাউন্টের আরও শক্তিশালী সুরক্ষা: ২-ধাপে যাচাইকরণ-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13050963259531952054
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false