আপনি ভিডিও মনিটাইজেশন চালু করলে, আপনার ভিডিও চলাকালীন বা তার পাশে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখানো হতে পারে। আমরা ভিডিও শুরুর আগে (“আগে”), ভিডিও চলার মাঝে (“মাঝে”) বা ভিডিওর শেষে (“পরে”), নিচের টেবিলে দেখানো বিজ্ঞাপনের ফর্ম্যাট দেখাতে পারি।
আপনি বড় দৈর্ঘ্যের নতুন ভিডিওতে বিজ্ঞাপন চালু করলে, উপযুক্ত হলে আমরা প্রি-রোল, পোস্ট-রোল, স্কিপ করা যায় বা স্কিপ করা যায় না এমন বিজ্ঞাপন অটোমেটিক দর্শকদের দেখাব। এছাড়াও আপনি ৮ মিনিটের বড় দৈর্ঘ্যের ভিডিওর জন্য মিড-রোল বিজ্ঞাপন চালু করতে পারেন এবং ম্যানুয়ালি বা অটোমেটিক পদ্ধতিতে বিজ্ঞাপন বিরতি যোগ করতে পারবেন কিনা তা আপনি নিজেই নির্ধারণ করতে পারেন। মিড-রোল বিজ্ঞাপন বিরতি ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।
ভিডিও বিজ্ঞাপনের ফর্ম্যাট | বিবরণ | প্ল্যাটফর্ম | স্পেসিফিকেশন |
স্কিপ করা যায় এমন ভিডিও বিজ্ঞাপন | দর্শকরা চাইলে স্কিপ করার সুবিধা থাকা ভিডিও বিজ্ঞাপন, ৫ সেকেন্ড পরে স্কিপ করতে পারবেন। | কম্পিউটার, মোবাইল ডিভাইস, টিভি ও গেম কনসোল | ভিডিও প্লেয়ারে চলে (৫ সেকেন্ড পরে এড়িয়ে যাওয়ার বিকল্প থাকে)। |
কোনও ভিডিও শুরু হওয়ার আগে স্কিপ করার সুবিধা না থাকা ভিডিও বিজ্ঞাপন অবশ্যই দেখতে হবে। | কম্পিউটার, মোবাইল ডিভাইস, টিভি ও গেম কনসোল |
ভিডিও প্লেয়ারে চলে। আঞ্চলিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ১৫ থেকে ২০ সেকেন্ডের হয়। শুধুমাত্র টিভির ক্ষেত্রে ৩০ সেকেন্ডের হতে পারে। |
|
বাম্পার বিজ্ঞাপন |
সর্বাধিক ৬ সেকেন্ডের সংক্ষিপ্ত, স্কিপ করার সুবিধা না থাকা ভিডিও বিজ্ঞাপন যা কোনও ভিডিও দেখার আগে অবশ্যই দেখতে হবে। স্কিপ করার সুবিধা থাকা বা স্কিপ করার সুবিধা না থাকা বিজ্ঞাপন চালু করা হলে বাম্পার বিজ্ঞাপন চালু হয়ে যায়। | কম্পিউটার, মোবাইল ডিভাইস, টিভি ও গেম কনসোল | ভিডিও প্লেয়ারে সর্বাধিক ৬ সেকেন্ড চলে। |
একাধিক ভিডিওতে বিজ্ঞাপন দেখানো চালু করুন
আগে থেকে আপলোড করা আপনার একাধিক ভিডিওতে বিজ্ঞাপন দেখানো চালু করতে:
- YouTube Studio-তে যান।
- বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বেছে নিন।
- যে ভিডিও মনিটাইজ করতে চান, সেটির ভিডিও থাম্বনেলের বাঁদিকের ধূসর বক্সটি বেছে নিন।
- ভিডিওর তালিকার উপরের কালো রঙের বারে ড্রপডাউন মেনু থেকে এডিট করুন মনিটাইজেশন বিকল্পে ক্লিক করুন।
- মনিটাইজেশন ড্রপডাউন মেনু থেকে চালু করুন বিকল্পে ক্লিক করুন।
- বাল্কে মিড-রোল বিজ্ঞাপনের সেটিংস পরিবর্তন করতে: এডিট করুন বিজ্ঞাপনের সেটিংস বিকল্পে ক্লিক করুন। "ভিডিও চলাকালীন বিজ্ঞাপন দেখান (মিড-রোল)" বিকল্পের পাশে থাকা বক্সে টিকচিহ্ন দিন এবং আপনি বিজ্ঞাপন বিরতি ছাড়া ভিডিওর জন্য অটোমেটিক মিড-রোল বিজ্ঞাপন চান নাকি সমস্ত ভিডিও চান সেই ব্যাপারে সিদ্ধান্ত নিন।
- ভিডিও আপডেট করুন বিকল্পে ক্লিক করুন “এই অ্যাকশনের ফলাফল সম্পর্কে আমি অবগত” বিবৃতির ঠিক পাশে থাকা বক্সে টিকচিহ্ন দিন ভিডিও আপডেট করুন।
YouTube Shorts বিজ্ঞাপন
Shorts-এ এমন ভিডিও বা ছবির বিজ্ঞাপন দেখানো হয় যা অবিলম্বে সোয়াইপ করে সরিয়ে দেওয়া যায়। এগুলি Shorts ফিডে Shorts-এর মাঝখানে দেখা যায়। Shorts-এ বিজ্ঞাপন কীভাবে কাজ করে, YouTube Shorts মনিটাইজেশন সংক্রান্ত নীতি থেকে সেই সম্পর্কে আরও জানুন।
ডিফল্ট মিড-রোল বিজ্ঞাপনের সেটিংস
ভিডিও প্লেয়ারের বাইরে দেখানো বিজ্ঞাপন
ভিডিও ফিডের বিজ্ঞাপন হল সেইসব বিজ্ঞাপন যেগুলি মোবাইলে প্লেয়ারের নিচে এবং কম্পিউটারে প্লেয়ারের পাশে সাজেস্ট করা ভিডিওর ফিডে দেখানো হয়। এই ধরনের বিজ্ঞাপন YouTube Studio থেকে নিয়ন্ত্রণ করা যাবে না।
একের পর এক বিজ্ঞাপন
এগুলি 'বিজ্ঞাপন পড' নামেও পরিচিত। আপনার বড় দৈর্ঘ্যের ভিডিওতে বিজ্ঞাপন চালু করলে দুটি পর পর ভিডিও বিজ্ঞাপন (অন্তত ৫ মিনিট দীর্ঘ) দেখানো হতে পারে। 'বিজ্ঞাপন পড' বড় দৈর্ঘ্যের ভিডিওতে দর্শকদের বাধাহীন পরিষেবা দিতে সাহায্য করে, যার ফলে দর্শকরা ভাল অভিজ্ঞতা পান।