দর্শক ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত রিপোর্ট থেকে আপনার ভিডিওর বিভিন্ন মুহূর্ত কতটা ভালভাবে দর্শকদের মনোযোগ ধরে রাখতে পেরেছে সেটি জানতে পারবেন। আপনার ভিডিওর কোন অংশ দর্শকদের মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট করেছে এবং কোথায় উন্নতি করার সুযোগ আছে সেই সম্পর্কে এই রিপোর্ট থেকে জানতে পারবেন। মনে রাখবেন, দর্শকদের মনোযোগ ধরে রাখা সম্পর্কিত ডেটা প্রসেস করতে সাধারণত ১ থেকে ২ দিন সময় লাগে।
দর্শক ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখুন
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট
বিকল্প বেছে নিন।
- যে ভিডিওটি দেখতে চান, সেটিতে গিয়ে Analytics
বেছে নিন।
- এক নজরে অথবা এনগেজমেন্ট ট্যাব বেছে নিন এবং দর্শক ধরে রাখার রিপোর্ট আছে কিনা দেখুন। একই দৈর্ঘ্যের অন্যান্য YouTube ভিডিওর সাথে আপনার ভিডিওর পারফর্ম্যান্স তুলনা করতে, আরও দেখুন বিকল্পে ক্লিক করতে পারেন।
- সেগমেন্টের ধরন দেখতে, “বিভাগ" বিকল্পের মধ্যে থাকা বিভিন্ন ড্রপ-ডাউন ভিউয়ার গ্রুপের মধ্য থেকে একটি বেছে নিন।
দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে বুঝুন
দর্শক ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত রিপোর্টে ৪ ধরনের মুহূর্ত হাইলাইট করে দেখানো হতে পারে। এছাড়াও, সাধারণত কতক্ষণ দর্শকদের মনোযোগ ধরে রাখা যায় সেটি অনুরূপ দৈর্ঘ্যের ১০টি লেটেস্ট ভিডিওর মধ্যে তুলনা করে দেখতে পারবেন।
চার্টের লাইনটি সমতল হলে বুঝতে হবে যে দর্শকরা আপনার ভিডিওর ওই অংশটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। | |
লাইনটি ধীরে ধীরে নিচের দিকে গেলে বুঝতে হবে যে দর্শক সময়ের সাথে সাথে ভিডিও দেখার উৎসাহ হারিয়ে ফেলছেন। YouTube-এর সব ভিডিওই সাধারণত প্লেব্যাকের শুরুর তুলনায় শেষের দিকে কম ভিউ পায়। | |
আপনার ভিডিওর কোনও অংশ আরও দর্শক দেখলে, একাধিকবার দেখলে অথবা শেয়ার করলে, স্পাইক দেখা যায়। | |
ডিপ দেখা গেলে বুঝতে হবে দর্শক আপনার ভিডিওর ওই বিশেষ জায়গায় এসে ভিডিও স্কিপ করছেন বা দেখা বন্ধ করে দিচ্ছেন। |
ইন্ট্রো
ইন্ট্রো থেকে জানতে পারবেন, কত শতাংশ দর্শক আপনার ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডের পরেও দেখেছেন।
ইন্ট্রোর শতাংশ বেশি থাকার অর্থ হল:
- ভিডিওর থাম্বনেল ও শীর্ষক দেখে দর্শক যা প্রত্যাশা করেছিলেন তা প্রথম ৩০ সেকেন্ডের কন্টেন্টের সাথে মিলে গেছে।
- কন্টেন্টটি দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে।
আপনার ইন্ট্রোর শতাংশ উন্নত করার ব্যাপারে কিছু সাজেশন এখানে দেওয়া হল:
- ভিডিওর থাম্বনেল ও শীর্ষক পরিবর্তন করার কথা ভাবুন যা ভিডিওর কন্টেন্টকে আরও ভালভাবে প্রকাশ করতে পারবে।
- আপনার ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডে পরিবর্তন করুন এবং বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে পরীক্ষা করে বোঝার চেষ্টা করুন যে সেগুলির মধ্যে কোন স্টাইলটি আপনার দর্শকদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।
সেরা মুহূর্ত
- কোনও ভিডিওর সেরা মুহূর্তগুলি শুরুর দিকে না থাকলে, সেই আকর্ষণীয় কন্টেন্ট শুরুতে দেখানোর কথা বিবেচনা করে দেখুন—সাধারণত ভিডিও যত এগোয় দর্শকসংখ্যাও তত কমে।
- সেরা মুহূর্তগুলির উপর নির্ভর করে নতুন কন্টেন্ট তৈরি করার কথা বিবেচনা করে দেখুন।
স্পাইক
- আপনার দর্শক আগের সেগমেন্টের থেকে ওই সেগমেন্টটি বেশি দেখেছেন।
- আপনার কন্টেন্ট স্পষ্ট বোঝা যায়নি বলে দর্শককে আবার দেখতে হয়েছে।
দর্শক ধরে রাখার ক্ষমতা বেড়ে যাওয়ার কারণ আরও ভালভাবে বুঝতে, আপনার স্পাইক পর্যালোচনা করতে পারেন।
ডিপ
দর্শক ধরে রাখার গ্রাফটির চেহারা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর কোন কোন অংশ দর্শকের সবচেয়ে বেশি ও সবচেয়ে কম আকর্ষণীয় লেগেছে।
সেগমেন্টের ধরন অনুযায়ী দর্শক ধরে রাখার রিপোর্ট দেখুন
সেগমেন্ট অনুযায়ী দর্শক ধরে রাখার রিপোর্ট দেখা আপনাকে নির্ধারণ করতে সাহায্য করে যে ভিন্ন ধরনের দর্শকরা আপনার ভিডিও কতটা পছন্দ করেন। আপনার কন্টেন্ট কারা দেখেছেন সেই সম্পর্কিত ডেটা তুলনা করার বিকল্প আপনার কাছে আছে। যেমন, নতুন ও ফিরে আসা দর্শকদের ডেটা, সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবার নন এমন দর্শকদের ডেটা তুলনা করা। এছাড়াও আপনার কন্টেন্টে বিজ্ঞাপন দেখানো হলে অর্গ্যানিক ট্রাফিক ও পেড ট্রাফিকের মধ্যে তুলনা করে দর্শকদের আলাদা ডেটাও দেখতে পাবেন। এছাড়াও, এড়ানো যায় এমন ভিডিও বিজ্ঞাপন ও ডিসপ্লে বিজ্ঞাপন থেকে আপনি ট্রাফিক দেখতে পাবেন। এইসব রিপোর্ট দেখতে আরও দেখুন বিকল্পে ক্লিক করতে পারবেন।
অর্গ্যানিক ট্রাফিক ও পেড ট্রাফিক
অর্গ্যানিক ট্রাফিক
ব্যবহারকারীর ইন্টার্যাকশনের সরাসরি ফলাফল হিসেবে এই ভিউগুলি পাওয়া যায়। যেমন, দর্শক যদি কোনও ভিডিও সার্চ, সাজেস্ট করা ভিডিওতে ক্লিক অথবা চ্যানেল ব্রাউজ করার মতো কোনও অ্যাকশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে অর্গ্যানিক ট্রাফিক ধরা হয়।
পেড ট্রাফিক
এই ভিউগুলি পেড প্লেসমেন্টের ফলে পাওয়া যায়।
- এড়ানো করা যায় এমন ভিডিও বিজ্ঞাপন: সেইসব বিজ্ঞাপনের ভিউ যা কোনও ভিডিও শুরু হওয়ার আগে অটোমেটিক চালু হয় এবং দর্শক পাঁচ সেকেন্ড পর স্কিপ করতে পারেন।
- ডিসপ্লে বিজ্ঞাপন: সার্চ ফলাফল বা অন্য ভিডিও দেখার পৃষ্ঠায় দেখানো বিজ্ঞাপন সহ যেকোনও ডিসপ্লে বিজ্ঞাপনে দর্শক ক্লিক করার ফলে এই ভিউ জেনারেট হয়।
ভিডিওর Google Ads-এ ভিডিও বিজ্ঞাপনের ফর্ম্যাট সম্পর্কে আরও জানুন।
নতুন দর্শক ও ফিরে আসা দর্শক
নতুন দর্শক
বেছে নেওয়া সময়কালের মধ্যে যারা আপনার চ্যানেলের কিছু কন্টেন্ট প্রথমবার দেখেন তাদের নতুন দর্শক বলা হয়।
ফিরে আসা দর্শক
যারা আপনার চ্যানেল আগেই দেখেছেন এবং আরও ভিডিও দেখার জন্য ফিরে এসেছেন তাদের ফিরে আসা দর্শক বলা হয়।
সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবার নন এমন দর্শক
সাবস্ক্রাইবার
আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এমন দর্শক। রিয়েল-টাইমে সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে এবং সময়ের সাথে সাথে আপনার চ্যানেল বড় হয়েছে কিনা জানতে পারবেন।
সাবস্ক্রাইবার নন এমন দর্শক
এমন দর্শক যারা আপনার ভিডিও দেখছেন, তবে তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি।
দর্শকের মনোযোগ ধরে রাখার মেট্রিকের বিস্তারিত অ্যাক্টিভিটি দেখা
দর্শকের মনোযোগ ধরে রাখার মেট্রিকের মধ্যে উপলভ্য বিস্তারিত অ্যাক্টিভিটি রিপোর্টে আপনার ভিডিওর বিভিন্ন বিভাগের জন্য প্রাপ্ত ভিউয়ের চূড়ান্ত সংখ্যা দেখানো হয়। তাছাড়া, আপনি এই রিপোর্ট ব্যবহার করে জানতে পারবেন যে কতজন দর্শক বিভিন্ন মুহূর্তে আপনার ভিডিও দেখা শুরু ও বন্ধ করেছেন।
দর্শকের আপনার ভিডিও দেখা শুরু ও বন্ধ করার সময় সংক্রান্ত ডেটা ব্যবহার করার কথা ভাবুন যাতে আপনি কন্টেন্ট আরও উন্নত করতে এবং দর্শকের আগ্রহ বজায় রাখতে পারেন।
যে মেট্রিক জানতে হবে
দেখার গড় সময়সীমা |
যারা দেখার জন্য রয়ে গেছেন তাদের মধ্যে থেকে গড়ে কত মিনিট দেখা হয়েছে। Shorts-এর ক্ষেত্রে এটি এনগেজড ভিউ ও সংশ্লিষ্ট দেখার সময় ব্যবহার করে গণনা করা হয়। |
দেখার সময় (ঘণ্টা) | দর্শকরা যতটা সময় আপনার ভিডিও দেখেছেন। |