দর্শক ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত পরিমাপ করুন

দর্শক ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত রিপোর্ট থেকে আপনার ভিডিওর বিভিন্ন মুহূর্ত কতটা ভালভাবে দর্শকদের মনোযোগ ধরে রাখতে পেরেছে সেটি জানতে পারবেন। আপনার ভিডিওর কোন অংশ দর্শকদের মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট করেছে এবং কোথায় উন্নতি করার সুযোগ আছে সেই সম্পর্কে এই রিপোর্ট থেকে জানতে পারবেন। মনে রাখবেন, দর্শকদের মনোযোগ ধরে রাখা সম্পর্কিত ডেটা প্রসেস করতে সাধারণত ১ থেকে ২ দিন সময় লাগে।

মনে রাখবেন: দর্শকদের মনোযোগ ধরে রাখা সম্পর্কিত রিপোর্ট শুধুমাত্র YouTube Analytics-এর ভিডিও লেভেলে উপলভ্য।

দর্শক ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিওটি দেখতে চান, সেটিতে গিয়ে Analytics বেছে নিন।
  4. এক নজরে অথবা এনগেজমেন্ট ট্যাব বেছে নিন এবং দর্শক ধরে রাখার রিপোর্ট আছে কিনা দেখুন। একই দৈর্ঘ্যের অন্যান্য YouTube ভিডিওর সাথে আপনার ভিডিওর পারফর্ম্যান্স তুলনা করতে, আরও দেখুন বিকল্পে ক্লিক করতে পারেন।
  5. সেগমেন্টের ধরন দেখতে, “বিভাগ" বিকল্পে ক্লিক করুন এবং ড্রপ-ডাউন থেকে আলাদা ভিউয়ার গ্রুপ বেছে নিন।

দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে বুঝুন

দর্শক ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত রিপোর্টে ৪ ধরনের মুহূর্ত হাইলাইট করে দেখানো হতে পারে। এছাড়াও, সাধারণত কতক্ষণ দর্শকদের মনোযোগ ধরে রাখা যায় সেটি অনুরূপ দৈর্ঘ্যের ১০টি লেটেস্ট ভিডিওর মধ্যে তুলনা করে দেখতে পারবেন।

চার্টের লাইনটি সমতল হলে বুঝতে হবে যে দর্শকরা আপনার ভিডিওর ওই অংশটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন।
লাইনটি ধীরে ধীরে নিচের দিকে গেলে বুঝতে হবে যে দর্শক সময়ের সাথে সাথে ভিডিও দেখার উৎসাহ হারিয়ে ফেলছেন। প্লেব্যাকের সময় সাধারণত YouTube-এ ভিডিও দেখার সংখ্যা কমে যায়।
আপনার ভিডিওর কোনও অংশ আরও দর্শক দেখলে, একাধিকবার দেখলে অথবা শেয়ার করলে, স্পাইক দেখা যায়।
ডিপ দেখা গেলে বুঝতে হবে দর্শক আপনার ভিডিওর ওই বিশেষ জায়গায় এসে ভিডিও স্কিপ করছেন বা দেখা বন্ধ করে দিচ্ছেন।

ইন্ট্রো

ইন্ট্রো থেকে জানতে পারবেন, কত শতাংশ দর্শক আপনার ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডের পরেও দেখেছেন।

ইন্ট্রোর শতাংশ বেশি থাকার অর্থ হল:

  • ভিডিওর থাম্বনেল ও নাম দেখে দর্শক যা প্রত্যাশা করেছিলেন তা প্রথম ৩০ সেকেন্ডের কন্টেন্টের সাথে মিলে গেছে।
  • কন্টেন্টটি দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে।

আপনার ইন্ট্রোর দর্শকের শতকরা হার বাড়ানোর ব্যাপারে কিছু সাজেশন এখানে দেওয়া হল:

  • ভিডিওর থাম্বনেল ও শীর্ষক পরিবর্তন করার কথা ভাবুন যা ভিডিওর কন্টেন্টকে আরও ভালভাবে প্রকাশ করতে পারবে।
  • আপনার ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডে পরিবর্তন করুন এবং বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে পরীক্ষা করে বোঝার চেষ্টা করুন যে সেগুলির মধ্যে কোন স্টাইলটি আপনার দর্শকদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

সেরা মুহূর্ত

আপনার ভিডিওতে যেসব মুহূর্ত দেখানোর সময় প্রায় কোনও দর্শকই দেখা বন্ধ করেননি সেগুলিকে সেরা মুহূর্ত বলা হয়।
সেরা মুহূর্তগুলি উন্নত করার ব্যাপারে সাজেশন:
  • কোনও ভিডিওর সেরা মুহূর্তগুলি শুরুর দিকে না থাকলে, সেই আকর্ষণীয় কন্টেন্ট শুরুতে দেখানোর কথা বিবেচনা করে দেখুন—সাধারণত ভিডিও যত এগোয় দর্শকসংখ্যাও তত কমে।
  • সেরা মুহূর্তগুলির উপর নির্ভর করে নতুন কন্টেন্ট তৈরি করার কথা বিবেচনা করে দেখুন।

স্পাইক

আপনার ভিডিওর যেসব মুহূর্ত আবার দেখা বা শেয়ার করা হয়, সেগুলিকে স্পাইক বলা হয়।
স্পাইক বলতে নিম্নলিখিত বিষয়কে বোঝানো হতে পারে:
  • আপনার দর্শক আগের সেগমেন্টের থেকে ওই সেগমেন্টটি বেশি দেখেছেন।
  • আপনার কন্টেন্ট স্পষ্ট বোঝা যায়নি বলে দর্শককে আবার দেখতে হয়েছে।

দর্শক ধরে রাখার ক্ষমতা বেড়ে যাওয়ার কারণ আরও ভালভাবে বুঝতে, আপনার স্পাইক পর্যালোচনা করতে পারেন।

ডিপ

ডিপ হল আপনার ভিডিওর এমন কিছু মুহূর্ত যেগুলি দর্শকরা না দেখে স্কিপ করে গেছেন অথবা যেখানে দর্শক ভিডিওটি দেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
ডিপের অর্থ হল, দর্শক ওই সেগমেন্টটি আগের সেগমেন্টের থেকে কম দেখেছেন। আমাদের সাজেশন হল, নির্দিষ্ট কোনও সেগমেন্টের প্রতি দর্শক কেন আগ্রহ হারিয়ে ফেলেছেন তা আরও ভালভাবে বুঝতে আপনার ডিপ পর্যালোচনা করে দেখুন।
মনে রাখবেন: আপনার ভিডিওতে এইসব মুহূর্ত নাও থাকতে পারে; ভিডিওতে এগুলি শনাক্ত করলে শুধু তখনই এগুলি হাইলাইট করা হয়। এছাড়া, আপনার ভিডিও কমপক্ষে ৬০ সেকেন্ড দীর্ঘ এবং সেটিতে অন্তত ১০০টি ভিউ থাকতে হবে।

দর্শক ধরে রাখার গ্রাফটির চেহারা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর কোন কোন অংশ দর্শকের সবচেয়ে বেশি ও সবচেয়ে কম আকর্ষণীয় লেগেছে।

সেগমেন্টের ধরন অনুযায়ী দর্শক ধরে রাখার রিপোর্ট দেখুন

মনে রাখবেন: নির্দিষ্ট কিছু ডেটা অ্যাক্সেস করার জন্য আপনাকে উন্নত মোড চালু করতে হতে পারে। উন্নত ফিচার কীভাবে আনলক করবেন, সেই সম্পর্কে জানুন

সেগমেন্ট অনুযায়ী দর্শক ধরে রাখার রিপোর্ট দেখা আপনাকে নির্ধারণ করতে সাহায্য করে যে ভিন্ন ধরনের দর্শকরা আপনার ভিডিও কতটা পছন্দ করেন। আপনার কন্টেন্ট কে দেখেছে সে সম্পর্কে ডেটা তুলনা করার বিকল্প আপনার কাছে আছে। যেমন, নতুন ও ফিরে আসা দর্শকদের ডেটা, সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবার নন এমন দর্শকদের ডেটা তুলনা করা। এছাড়াও আপনার কন্টেন্টে বিজ্ঞাপন দেখানো হলে অর্গানিক ট্র্যাফিক ও পেমেন্ট ট্র্যাফিকের মধ্যে তুলনা করে দর্শকের আলাদা ডেটাও দেখতে পাবেন। এছাড়াও, এড়ানো যায় এমন ভিডিও বিজ্ঞাপন ও ডিসপ্লে বিজ্ঞাপন থেকে আপনি ট্রাফিক দেখতে পাবেন। এইসব রিপোর্ট দেখতে আরও দেখুন বিকল্পে ক্লিক করতে পারবেন।

অর্গ্যানিক ট্রাফিক ও পেড ট্রাফিক

অর্গ্যানিক ট্রাফিক

ব্যবহারকারীর ইন্টার‍্যাকশনের সরাসরি ফলাফল হিসেবে এই ভিউগুলি পাওয়া যায়। যেমন, দর্শক যদি কোনও ভিডিও সার্চ, সাজেস্ট করা ভিডিওতে ক্লিক অথবা চ্যানেল ব্রাউজ করার মতো কোনও অ্যাকশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে অর্গ্যানিক ট্রাফিক ধরা হয়।

পেড ট্রাফিক

এই ভিউগুলি পেড প্লেসমেন্টের ফলে পাওয়া যায়।

  • এড়ানো করা যায় এমন ভিডিও বিজ্ঞাপন: সেইসব বিজ্ঞাপনের ভিউ যা কোনও ভিডিও শুরু হওয়ার আগে অটোমেটিক চালু হয় এবং দর্শক পাঁচ সেকেন্ড পর স্কিপ করতে পারেন।
  • ডিসপ্লে বিজ্ঞাপন: সার্চ ফলাফল বা অন্য ভিডিও দেখার পৃষ্ঠায় দেখানো বিজ্ঞাপন সহ যেকোনও ডিসপ্লে বিজ্ঞাপনে দর্শক ক্লিক করার ফলে এই ভিউ জেনারেট হয়।

ভিডিওর Google Ads-এ ভিডিও বিজ্ঞাপনের ফর্ম্যাট সম্পর্কে আরও জানুন

নতুন দর্শক ও ফিরে আসা দর্শক

নতুন দর্শক

বেছে নেওয়া সময়কালের মধ্যে যারা আপনার চ্যানেলের কিছু কন্টেন্ট প্রথমবার দেখেন তাদের নতুন দর্শক বলা হয়।

ফিরে আসা দর্শক

যারা আপনার চ্যানেল আগেই দেখেছেন এবং আরও ভিডিও দেখার জন্য ফিরে এসেছেন তাদের ফিরে আসা দর্শক বলা হয়।

ফিরে আসা ও নতুন দর্শকের ডেটা সম্পর্কে আরও জানুন

সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবার নন এমন দর্শক

গ্রাহক

আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এমন দর্শক। রিয়েল-টাইমে সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে এবং সময়ের সাথে সাথে আপনার চ্যানেল বড় হয়েছে কিনা জানতে পারবেন।

সাবস্ক্রাইবার নন এমন দর্শক

এমন দর্শক যারা আপনার ভিডিও দেখছেন, তবে তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি।

YouTube Analytics-এর মৌলিক বিষয় সম্পর্কে আরও জানুন

দর্শকের মনোযোগ ধরে রাখার মেট্রিকের বিস্তারিত অ্যাক্টিভিটি দেখা

দর্শকের মনোযোগ ধরে রাখার মেট্রিকের মধ্যে উপলভ্য বিস্তারিত অ্যাক্টিভিটি রিপোর্টে আপনার ভিডিওর বিভিন্ন বিভাগের জন্য প্রাপ্ত ভিউয়ের চূড়ান্ত সংখ্যা দেখানো হয়। তাছাড়া, আপনি এই রিপোর্ট ব্যবহার করে জানতে পারবেন যে কতজন দর্শক বিভিন্ন মুহূর্তে আপনার ভিডিও দেখা শুরু ও বন্ধ করেছেন।

দর্শকের আপনার ভিডিও দেখা শুরু ও বন্ধ করার সময় সংক্রান্ত ডেটা ব্যবহার করার কথা ভাবুন যাতে আপনি কন্টেন্ট আরও উন্নত করতে এবং দর্শকের আগ্রহ বজায় রাখতে পারবেন।

মনে রাখবেন: আশা করা হয়, আপনার ভিডিও সার্বিকভাবে যত বার দেখা হয়েছে তার চেয়ে ভিডিওর কোনও অংশের চূড়ান্ত ভিউয়ের সংখ্যা বেশি হয়। এর কারণ হল, কোনও সিঙ্গল ভিউতে একই দর্শক আপনার কন্টেন্টের কিছু অংশ একাধিক বার দেখতে পারেন।

যে মেট্রিক জানতে হবে

দেখার গড় সময়সীমা বেছে নেওয়া ভিডিও এবং তারিখের ব্যাপ্তির জন্য প্রতিটি ভিউয়ের ক্ষেত্রে দেখার আনুমানিক গড় সময়সীমা।
দেখার সময় (ঘণ্টা) দর্শকরা যতটা সময় আপনার ভিডিও দেখেছেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7251752382277709927
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false