YouTube-এ ব্যাজ পাওয়া

প্রারম্ভিক চ্যানেল মেম্বার হিসেবে, কমেন্ট করার মতো নানা ধরনের কাজ করে আপনি ব্যাজ জিততে পারবেন এবং তার পাশাপাশি আপনি YouTube-এ বিভিন্ন ধরনের কোর্স সম্পূর্ণ করতে এবং ক্যুইজ শেষ করতে পারবেন। YouTube ও YouTube Music মোবাইল অ্যাপে ব্যাজ উপলভ্য।

মনে রাখবেন: আপনি ব্যাজ শেয়ার বা পোস্ট না করলে, আপনার উপার্জন করা ব্যাজ 'ব্যক্তিগত' হিসেবে সেট করা থাকে, তাই সেক্ষেত্রে আপনি সেগুলি শুধু দেখতেই পারবেন।

কীভাবে একটি ব্যাজ উপার্জন করা যায় তা জানুন

আলাদা আলাদা মাইলস্টোনে পৌঁছানোর লক্ষ্য পূরণ করে আপনি নানা ধরনের ব্যাজ উপার্জন করতে পারবেন। নিম্নলিখিত কাজ করলে আপনাকে একটি করে ব্যাজ পুরস্কারস্বরূপ দেওয়া হবে:

ব্যাজ দেখা ও ম্যানেজ করা

তাছাড়া আপনি YouTube অ্যাপে আপনি ট্যাবের 'ব্যাজ' বিভাগ থেকেও নিজের জন্য ব্যাজ বেছে নিতে পারবেন।

  1. YouTube অ্যাপ স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকের কোণে অ্যাকাউন্ট বিকল্পে ট্যাপ করুন।
  2. ব্যাজ বিকল্পে ট্যাপ করুন।

কোনও ব্যাজ মুছে দিতে, শেয়ার করতে, পোস্ট করতে অথবা এটির ব্যাপারে আরও জানতে, ব্যাজের ঠিক পাশে দেখানো আরও আইকন বিকল্প বেছে নিতে পারবেন।

'ব্যাজ' বিকল্প ছেড়ে বেরিয়ে আসা

  1. YouTube অ্যাপ স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকের কোণে অ্যাকাউন্ট বিকল্পে ট্যাপ করুন।
  2. ব্যাজ বিকল্পে ট্যাপ করুন।
  3. পৃষ্ঠার সবচেয়ে উপরে ডানদিকের কোণে, 'আরও' আইকনে ট্যাপ করুন।
  4. ছেড়ে বেরিয়ে আসুন বিকল্পে ট্যাপ করুন।

আবার ব্যাজ পেতে চাইলে, আপনি সেটিংস মেনু বা ব্যাজ ট্যাব থেকে যেকোনও সময় চালু করুন বিকল্প বেছে নিতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
482212795770259413
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false
false