অনলাইন নিরাপত্তা সংক্রান্ত তথ্য– সিঙ্গাপুর

YouTube এমন এক প্ল্যাটফর্ম যেখানে লোকজন নিজেদের গল্প শেয়ার করেন, মতামত জানান ও পরস্পরের সাথে জুড়ে থাকেন। আমরা চাই এই কাজগুলি করার সময় ক্রিয়েটর ও দর্শকরা যেন নিজেদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিন্ত থাকেন। আমরা জানি যে, YouTube-এর বেশিরভাগ ক্রিয়েটর ও দর্শকদের মূল উদ্দেশ্য কন্টেন্ট শেয়ার করা, নতুন কিছু শেখা বা অন্যদের সাথে জুড়ে থাকা হলেও প্ল্যাটফর্মে অপব্যবহার এমনকি হয়রানির কিছু ঘটনাও ঘটেছে। YouTube-এ আপনাকে সুরক্ষিত রাখতে আমরা যেসব নীতি ও টুল কাজে লাগাই, সেগুলি সম্পর্কে নিচে উল্লেখ করা তথ্য থেকে আরও জানুন। 

YouTube-এর সুস্থ পরিবেশ বজায় রাখতে ও এটি সবার কাছে নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে ক্রিয়েটর ও ব্যবহারকারীদেরও কিছু দায়িত্ব আছে। এইসব গুণমান বজায় রাখার জন্য ক্রিয়েটর ও ব্যবহারকারীদের থেকে আমরা কী ধরনের দায়বদ্ধতা আশা করি সেই সম্পর্কে আরও জানতে এখানে দেখুন। 

YouTube-এর নীতি সম্পর্কে জানতে, আমাদের কমিউনিটি নির্দেশিকার সম্পূর্ণ তালিকা দেখুন।

ঘৃণা ও হয়রানি সম্পর্কিত নীতি 

ঘৃণাত্মক আচরণ ও হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য YouTube-এর নির্দিষ্ট নীতি রয়েছে।

  • ঘৃণাত্মক বক্তব্য: এই নীতির মাধ্যমে নির্দিষ্ট গ্রুপ ও সেই গ্রুপের মেম্বারদের সুরক্ষা প্রদান করা হয়। আমরা কোনও কন্টেন্টকে তখনই ঘৃণাত্মক বক্তব্য হিসেবে ধরি যখন তা ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন বয়স, লিঙ্গগত পরিচয়, জাতি, বর্ণ, ধর্ম, যৌন অভিরুচি বা অবসরপ্রাপ্ত সামরিক কর্মীর স্ট্যাটাস সম্পর্কে ঘৃণার বা হিংস্রতার প্রচার করে। ঘৃণাত্মক বক্তব্য সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।
  • হয়রানি: এই নীতির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা হয়। আমরা কোনও কন্টেন্টকে তখনই হয়রানি হিসেবে বিবেচনা করে থাকি যখন তা ব্যক্তির রঙ বা জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অপমান করে বা বিদ্বেষপূর্ণ অবমাননার জন্য তৈরি করা হিসেবে চিহ্নিত করা হয়। সেইসাথে, সংরক্ষিত গোষ্ঠীর স্ট্যাটাস বা শারীরিক বৈশিষ্ট্যের জন্য অসম্মান করে কোনও কন্টেন্ট তৈরি করলে সেটিও এর অর্ন্তভুক্ত হবে। এর মধ্যে কোনও ব্যক্তিকে হুমকি দেওয়া, হয়রানি করা, তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা বা অনুরাগীদের অভব্য আচরণে উৎসাহিত করাও অর্ন্তগত। হয়রানি সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।

সংবেদনশীল কন্টেন্ট 

আমরা দর্শক, ক্রিয়েটর এবং বিশেষ করে বাচ্চাদের সুরক্ষিত রাখার চেষ্টা করি। যৌনতা ও নগ্নতা এবং নিজেকে শারীরিক কষ্ট দেওয়া দেখানো হয় এমন কন্টেন্ট থেকে বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য আমাদের বিভিন্ন নিয়ম আছে। YouTube-এ কী ধরনের কন্টেন্ট দেখানো যায় এবং আপনি যদি এমন কোনও কন্টেন্ট দেখেন যা এইসব নীতি অনুসরণ করে না, তাহলে কী করা উচিত সেই ব্যাপারে জানুন।

আত্মহত্যা, নিজেকে শারীরিক কষ্ট দেওয়া সংক্রান্ত সহায়তার রিসোর্স

সিঙ্গাপুরে যাদের সহায়তার প্রয়োজন তাদের সাহায্য করার জন্য নিবেদিত একটি সংস্থার উল্লেখ নিচে দেওয়া হল। এই সংস্থাটি একটি স্বীকৃত সংকটকালে পরিষেবা প্রদানকারী পার্টনার। 

Samaritans of Singapore

১৮০০-২২১-৪৪৪৪

হিংসাত্মক বা বিপজ্জনক কন্টেন্ট

ঘৃণাত্মক বক্তব্য, আক্রমণাত্মক আচরণ, গ্রাফিক হিংস্রতা, ক্ষতিকর আক্রমণ এবং যে কন্টেন্ট ক্ষতিকর বা বিপজ্জনক আচরণ প্রচার করে, তা YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হয় না।

নিয়ন্ত্রিত প্রোডাক্ট

নীতি লঙ্ঘনকারী কন্টেন্টের ব্যাপারে অভিযোগ জানানো

আপনি যদি উপরে উল্লেখ করা নীতিগুলি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পান, তাহলে YouTube-এ অনুপযুক্ত ভিডিও, চ্যানেল এবং অন্যান্য কন্টেন্টের ব্যাপারে কীভাবে অভিযোগ জানাবেন তা জানুন।

আপনি যদি কোনও বেআইনি কন্টেন্ট খুঁজে পান, তাহলে কীভাবে আইনি অভিযোগ ফাইল করবেন বা এটির ব্যাপারে সরাসরি অভিযোগ জানাবেন তা জানুন।

অভিভাবকীয় নিয়ন্ত্রণ

আপনি যদি একজন অভিভাবক হন, তাহলে YouTube Kids প্রোফাইল এবং তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ এবং সেটিংস সম্পর্কে আরও তথ্য পান।

ক্রিয়েটর সুরক্ষা কেন্দ্র

আপনি একজন ক্রিয়েটর হিসেবে যাতে YouTube-এ নিরাপদ বোধ করতে পারেন তার জন্য যদি আরও পরামর্শ এবং ভিডিও খুঁজছেন, তাহলে ক্রিয়েটর সুরক্ষা কেন্দ্রে যান।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15362982319277813041
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false