YouTube কীভাবে কন্টেন্ট পর্যালোচনা করে

কমিউনিটি নির্দেশিকা-র মতো আমাদের কোনও নীতি বা আইন লঙ্ঘন করে এমন কন্টেন্ট YouTube থেকে সরিয়ে দেওয়া হয় অথবা সেটির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। কন্টেন্ট কোনও নীতি লঙ্ঘন করেছে কিনা তা নির্ধারণ করার জন্য আমরা একসাথে অটোমেটেড সিস্টেম ও পর্যালোচককে দিয়ে পর্যালোচনা করাই।

অটোমেটেড সিস্টেম

আমাদের অটোমেটেড সিস্টেম মেশিন লার্নিং ব্যবহার করে এবং এর সাহায্যে পর্যালোচকের পর্যালোচনা করা পুরনো ডেটা ব্যবহার করে সম্ভাব্য লঙ্ঘনকারী কন্টেন্ট শনাক্ত করতে পারে।

আমাদের অধিকাংশ ডেটা সিস্টেম পর্যালোচকের পর্যালোচনা থেকে অসংখ্য ডেটা পয়েন্ট সংগ্রহ করে। অর্থাৎ, আমাদের অটোমেটেড সিস্টেম লঙ্ঘন শনাক্ত করার ব্যাপারে প্রায় নির্ভুল হয়। YouTube-এ যে বিপুল পরিমাণ কন্টেন্ট আপলোড করা হয় সেটি অটোমেটেড সিস্টেমের মাধ্যমে পর্যালোচনা করা হলে ব্যবহারকারীরাও দ্রুত ফলাফল জানতে পারেন।

কোনও কন্টেন্ট লঙ্ঘন করে বলে আমাদের সিস্টেমের যথেষ্ট বিশ্বাস থাকলে, অটোমেটেড সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের অটোমেটেড সিস্টেম কোনও অ্যাকশন নেওয়ার আগে প্রশিক্ষিত পর্যালোচককে দিয়ে কন্টেন্ট পর্যালোচনার জন্য শুধু ফ্ল্যাগ করে।

পর্যালোচকের পর্যালোচনা

সম্ভাব্য লঙ্ঘনকারী কন্টেন্ট মানুষকে দিয়ে পর্যালোচনা করার অর্থ হল সেটি একজন প্রশিক্ষিত পর্যালোচক মূল্যায়ন করে দেখেন এবং প্রাসঙ্গিক নীতি বা আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেন।

কন্টেন্ট লঙ্ঘন করে বলে দেখা গেলে আমাদের পর্যালোচক সেটি সরিয়ে দিতে পারেন অথবা সব বয়সের দর্শকদের পক্ষে সেটি উপযুক্ত না হলে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করতে পারেন। ভিডিওর উদ্দেশ্য যদি শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক হয়, তাহলে সেটি YouTube-এ দেখানোর অনুমতি দেওয়া হতে পারে।

কন্টেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলে এবং সেটির বিরুদ্ধে আপিল করা হলে, একজন পর্যালোচক আপিল পর্যালোচনা করে আলাদাভাবে মূল্যায়ন করবেন।

আমাদের পর্যালোচক বা অটোমেটেড সিস্টেম কোনও ভুল করেছে বলে আপনার মনে হলে অথবা কন্টেন্টের ব্যাপারে সিদ্ধান্তের সাথে আপনি একমত না হলে, সমাধানের বিকল্প সম্পর্কে আরও জানুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

কন্টেন্ট পর্যালোচনা করার জন্য YouTube কেন অটোমেটেড সিস্টেম ব্যবহার করে?
প্রত্যেক মিনিটে YouTube-এ অসংখ্য নতুন ভিডিও আপলোড হয়। সেই কারণে, এই বিপুল পরিমাণ কন্টেন্ট ভালভাবে ম্যানেজ করা এবং সময়ের মধ্যে ব্যবহারকারীদের সিদ্ধান্ত জানানোর জন্য অটোমেশন প্রয়োজন।
মনে রাখবেন, কন্টেন্ট যে নীতি লঙ্ঘন করছে সেই বিষয়ে আমাদের সিস্টেমের যথেষ্ট বিশ্বাস থাকলে তবেই শুধু অটোমেশন ব্যবহার করা হয়। অন্যথায় সম্ভাব্য লঙ্ঘনকারী কন্টেন্ট শুধু মাপর্যালোচককে দিয়ে পর্যালোচনার জন্য ফ্ল্যাগ করা হয়।
মেশিন লার্নিং বলতে কী বোঝায়?
মেশিন লার্নিং এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), এর সাহায্যে কম্পিউটার কোনও জটিল কাজ প্রায় মানুষের মতো সম্পূর্ণ করতে পারে। এটি করার জন্য মেশিন লার্নিং প্রচুর ডেটা সেট ব্যবহার করে কম্পিউটারগুলিকে প্যাটার্ন শনাক্ত করতে শেখায় এবং বিভিন্ন পরিস্থিতিতে কী অ্যাকশন নিতে হবে সেটি বোঝায়।
কন্টেন্ট পর্যালোচনার পরে কী হয়?
কন্টেন্ট পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হলে আপনাকে সেটি জানিয়ে YouTube একটি ইমেল পাঠাবে এবং কোন নীতি বা আইন কন্টেন্ট লঙ্ঘন করেছে সেটি উল্লেখ করবে।
আমাদের পর্যালোচক বা অটোমেটেড সিস্টেম কোনও ভুল করেছে বলে আপনার মনে হলে অথবা কন্টেন্টের ব্যাপারে সিদ্ধান্তের সাথে আপনি একমত না হলে, সমাধানের বিকল্প সম্পর্কে আরও জেনে সবচেয়ে উপযুক্ত বিকল্প বেছে নিতে পারবেন।

আরও তথ্য

কমিউনিটি নির্দেশিকা

YouTube কীভাবে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন শনাক্ত করে

YouTube কীভাবে শিক্ষামূলক, তথ্যচিত্র, বিজ্ঞানভিত্তিক ও শৈল্পিক (EDSA) কন্টেন্ট মূল্যায়ন করে

কপিরাইট

YouTube কীভাবে কপিরাইট লঙ্ঘনের ফলে সরিয়ে দেওয়ার অনুরোধ পর্যালোচনা করে

YouTube পার্টনার প্রোগ্রাম (YPP) 

YouTube কীভাবে YouTube-এর মনিটাইজেশন নীতি এনফোর্স করে

YouTube কীভাবে YPP আবেদন পর্যালোচনা করে

গোপনীয়তা

গোপনীয়তা লঙ্ঘনের কারণে কোনও কন্টেন্ট সরিয়ে দেওয়া হবে কিনা সেটি YouTube কীভাবে নির্ধারণ করে

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17321659555365761866
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false