রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট

ক্রিয়েটরদের কাছে YouTube-এ আপলোড করা সব কন্টেন্টের প্রয়োজনীয় অধিকার অথবা কন্টেন্টের মালিকের থেকে আইনি অনুমতি থাকতে হবে। 'ক্রিয়েটর মিউজিক'-এর ক্ষেত্রে উপযুক্ত ক্রিয়েটররা তাদের বড় দৈর্ঘ্যের ভিডিওতে মিউজিক ব্যবহার করার জন্য এক ক্রমবর্ধমান ক্যাটালগে অ্যাক্সেস পান। এখান থেকে মিউজিকের লাইসেন্স কিনে বা কপিরাইটের মালিকের সাথে উপার্জন ভাগ করে মিউজিক ব্যবহার করা যায়। সরাসরি লাইসেন্স না কেনা হলেও, উপযুক্ত ক্রিয়েটররা কপিরাইটের মালিকের সাথে উপার্জন ভাগ করতে পারেন।

মিউজিক থেকে উপার্জনের ভাগ চালু করতে, YouTube পারফর্ম করার অধিকারের মতো অতিরিক্ত অধিকার কপিরাইট মালিকের কাছ থেকে নিতে পারে। মিউজিক ব্যবহার করার জন্য অতিরিক্ত অধিকার পাওয়ার খরচ পূরণ করতে ক্রিয়েটরের উপার্জনের ভাগ থেকে যে টাকা কেটে নেওয়া হয় সেটিকে রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট বলা হয়।

রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট কখন প্রযোজ্য হয়?

যে দেশ/অঞ্চলে মালিকানা আছে সেটির উপর রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট নির্ভর করে। বিশেষত, যেসব দেশ/অঞ্চলে বড় দৈর্ঘ্যের ভিডিও থেকে উপার্জন করা হয় শুধু সেগুলির ক্ষেত্রেই রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট প্রযোজ্য হয়।

কোন মিউজিক উপার্জন ভাগের জন্য উপযুক্ত সেটি দেখতে, 'ক্রিয়েটর মিউজিক' থেকে ক্রিয়েটররা ট্র্যাক ব্যবহারের বিবরণ ব্রাউজ করতে পারবেন। ভিডিও প্রকাশ করার পরে YouTube Studio ব্যবহার করে ক্রিয়েটররা কোন দেশ/অঞ্চলে উপার্জন ভাগ করা হচ্ছে সেটি দেখতে পাবেন।

মনে রাখবেন: শুধু বড় দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট প্রযোজ্য হয়, লাইভ স্ট্রিম বা Shorts-এর ক্ষেত্রে নয়। লাইভ স্ট্রিমShorts থেকে উপার্জন সম্পর্কে আরও জানুন।

রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট প্রয়োগ করা না থাকলে কী হয়?

এই পৃষ্ঠায় বর্ণনা করা রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট যখন প্রযোজ্য হয় না, তখন ক্রিয়েটরকে YouTube থেকে ভিডিওটি সরাতে বলা হতে পারে এবং ক্রিয়েটর সেই ভিডিও থেকে আয় করার উপযুক্ত হিসেবে বিবেচিত নাও হতে পারে। তবে, এটি শুধুমাত্র তখনই ঘটতে পারে যখন এক বা একাধিক থার্ড-পার্টি YouTube টিমের কাছে জানায় যে ক্রিয়েটরের কাছে সেই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত অধিকার নেই। 

বিশেষভাবে বলতে গেলে, যখন এক বা একাধিক পার্টি মনিটাইজেশনের জন্য Content ID সিস্টেম মেনে ভিডিওর একটি অংশ দাবি করে, তখন ক্রিয়েটরের উপার্জন সেইসব পার্টিকে প্রদান করা হবে। একটি ভিডিওতে একাধিক পার্টি দাবি জানালে, হওয়া উপার্জন ওই সব পার্টির মধ্যে শেয়ার করে দেওয়া হবে। YouTube তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে এই অনুপাত সেট করে। 

Content ID সংক্রান্ত দাবি সম্পর্কে আরও জানুন।

কীভাবে রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট গণনা করা হয়?

ক্রিয়েটর মিউজিক-এর ক্ষেত্রে, কোনও বড় দৈর্ঘ্যের ভিডিওতে যদি এমন ট্র্যাক ব্যবহার করা হয় যা উপার্জন ভাগ করার পক্ষে উপযুক্ত, তাহলে মিউজিকের অধিকার ক্লিয়ারেন্সের খরচ বহন করতে স্ট্যান্ডার্ড ৫৫% উপার্জন থেকে কেটে নেওয়া হয়। নিম্নলিখিত উদাহরণে এটি দেখানো হল। এগুলির উপর এটি নির্ভর করে:

  • কতগুলি ট্র্যাক ব্যবহার করা হয়েছে:: একজন ক্রিয়েটর উপার্জন ভাগ করার জন্য উপযুক্ত কতগুলি ট্র্যাক তার ভিডিওতে ব্যবহার করেন (নিচে উদাহরণ দেখুন)।
  • মিউজিক ব্যবহারের অতিরিক্ত অধিকারের জন্য খরচ: মিউজিক পারফর্ম করার অধিকারের মতো অতিরিক্ত অধিকারের জন্য খরচ পূরণ করতে যত টাকা কেটে নিতে হয়। সর্বাধিক ৫% কেটে নেওয়া হতে পারে এবং এটি উপার্জন ভাগ করার ব্যাপারে উপযুক্ত এমন সব ক্রিয়েটর মিউজিক ট্র্যাক জুড়ে অতিরিক্ত অধিকারের জন্য একত্রিত খরচ হিসেবে দেখাবে।
উপার্জন ভাগ করার জন্য গণনার উদাহরণ

উদাহরণ: উপার্জন ভাগের জন্য উপযুক্ত এমন ১টি ট্র্যাক ব্যবহার করা

উদাহরণ: ক্রিয়েটর তার বড় দৈর্ঘ্যের ভিডিওতে ১টি ট্র্যাকের জন্য উপার্জন ভাগ করেন এবং স্ট্যান্ডার্ড ৫৫% উপার্জন ভাগের অর্ধেক (২৭.৫%) পান। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক যে মিউজিক ব্যবহারের অতিরিক্ত অধিকারের জন্য খরচ পূরণ করতে ২.৫% কেটে নেওয়া হয়।

এই ভিডিও থেকে ক্রিয়েটর মোট উপার্জনের ২৫% (২৭.৫% - ২.৫%) পাবেন।

 
উদাহরণ: উপার্জন ভাগের জন্য উপযুক্ত এমন ১টি ট্র্যাক ব্যবহার করা
উদাহরণ উপার্জন ভাগ করা: ৫৫% ÷ ২ ২৭.৫%
উদাহরণ মিউজিক ব্যবহারের অতিরিক্ত অধিকারের জন্য খরচ - ২.৫%
উদাহরণ মোট উপার্জন ২৫%

উদাহরণ: উপার্জন ভাগের জন্য উপযুক্ত ২টি ট্র্যাক ও ১টি লাইসেন্স করা ট্র্যাক

উদাহরণ: ক্রিয়েটর তার বড় দৈর্ঘ্যের ভিডিওতে ২টি উপার্জন ভাগের জন্য উপযুক্ত ও ১টি লাইসেন্স করা ট্র্যাক ব্যবহার করেন এবং স্ট্যান্ডার্ড ৫৫% উপার্জন ভাগের ১/৩ (১৮.৩৩%) পান। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক যে মিউজিক ব্যবহারের অতিরিক্ত অধিকারের জন্য খরচ পূরণ করতে ২% কেটে নেওয়া হয়।

এই ভিডিও থেকে ক্রিয়েটর মোট উপার্জনের ১৬.৩৩% (১৮.৩৩% - ২%) পাবেন।

 
উদাহরণ: উপার্জন ভাগের জন্য উপযুক্ত ২টি ট্র্যাক ও ১টি লাইসেন্স করা ট্র্যাক
উদাহরণ উপার্জন ভাগ করা: ৫৫% ÷ ৩ ১৮.৩৩%
উদাহরণ মিউজিক ব্যবহারের অতিরিক্ত অধিকারের জন্য খরচ - ২.৫%
উদাহরণ মোট উপার্জন ১৫.৮৩%

রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের বিরুদ্ধে কি আপিল করা যায়?

যে কন্টেন্টকে নিয়ে সমস্যা সেটির সব প্রয়োজনীয় অধিকার আপনার মালিকানাধীন থাকার মতো রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট বিরোধ করার কোনও বৈধ কারণ থাকলে, ক্রিয়েটররা Content ID সংক্রান্ত দাবির বিরোধ করতে পারেন

Content ID সংক্রান্ত দাবির বিরোধ করার আগে Content ID সংক্রান্ত বিরোধ চলাকালীন মনিটাইজেশনের কী হয় সেটি ক্রিয়েটররা জেনে নিলে ভাল হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7626217877975835808
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false