YouTube-এ আপনার স্টোর কানেক্ট, ম্যানেজ ও ডিসকানেক্ট করুন

আপনি যদি যোগ্য হন এবং মানানসই প্ল্যাটফর্ম বা রিটেলার ব্যবহার করেন তাহলে ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে আপনার চ্যানেলের জন্য 'শপিং' ফিচার চালু করতে পারবেন। আপনার চ্যানেলের জন্য 'শপিং' ফিচার চালু করতে, আপনাকে YouTube-এর সাথে এক বা একাধিক মানানসই প্ল্যাটফর্ম বা রিটেলার কানেক্ট করতে হবে।

YouTube Shopping: আপনার স্টোর থেকে প্রোডাক্ট ট্যাগ ও বিক্রি করুন

আপনি উপযুক্ত হলেও কোনও মানানসই প্ল্যাটফর্ম বা রিটেলারের মাধ্যমে নিজের প্রোডাক্ট বিক্রি না করলে, নিজের স্টোর সেট-আপ করতে তাদের সাইটে যান। তারপর YouTube-এর সাথে আপনার স্টোর কানেক্ট করুন। নিম্নলিখিত কোনও রিটেলার বা প্ল্যাটফর্মের সাথে কাজ করতে চাইলে, আপনার স্টোর সেট-আপ করতে তাদের সাইটে যান।

আপনি মানানসই রিটেলার বা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করলে, নিজের স্টোর কানেক্ট করতে পারেন। আপনার স্টোর কানেক্ট করা হয়ে গেলে, নিজের চ্যানেলের জন্য 'শপিং' ফিচার চালু করতে পারবেন।

এছাড়া, কীভাবে YouTube-এ আপনার স্টোর থেকে প্রোডাক্ট ম্যানেজ করবেন তাও শিখতে পারবেন।

মানানসই শপিং প্ল্যাটফর্ম

  • Cafe24 (শুধু দক্ষিণ কোরিয়ায় উপলভ্য)
  • Shopify
  • Spreadshop
  • Spring (আগের নাম Teespring)
  • Suzuri (শুধুমাত্র জাপানে উপলভ্য)
  • Marpple Shop (শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে উপলভ্য)
  • Fourth Wall

মানানসই শপিং রিটেলার

আমরা আরও রিটেলারদের সাথে কাজ করতে চাই। এই সম্পর্কে আরও জানতে, আগ্রহী পার্টি তাদের YouTube প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন।

YouTube-এর সাথে আপনার স্টোর কানেক্ট করুন

YouTube-এ নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি YouTube-এর সাথে আপনার অফিসিয়াল স্টোর কানেক্ট করতে পারেন। এছাড়াও একই ভিডিও, Short বা লাইভ স্ট্রিমে একাধিক স্টোর লিঙ্ক করতে এবং প্রতিটি স্টোরের প্রোডাক্ট দেখাতে পারবেন।

  1. কোনও কম্পিউটার ব্যবহার করে YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন বিকল্পটি বেছে নিন।
  3. শপিং ট্যাবে ক্লিক করুন। আপনার চ্যানেল যোগ্য হলে তবেই এই ট্যাব দেখতে পাবেন।
  4. আপনি যদি ইতিমধ্যেই YouTube-এর সাথে কোনও শপিং রিটেলার বা প্ল্যাটফর্ম কানেক্ট করে না থাকেন তাহলে শুরু করা যাক বিকল্পে ক্লিক করুন। অন্যথায়, প্রোডাক্ট কার্ডে নতুন স্টোর কানেক্ট করুন   বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার YouTube চ্যানেলে অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোর লিঙ্ক করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

আপনি 'শপিং' ট্যাবের "প্রোডাক্ট" বিভাগে আপনার স্টোরের সম্পূর্ণ তালিকা পাবেন। যতগুলি স্টোর প্রয়োজন, ততগুলি লিঙ্ক করুন।

আপনি যেকোনও সময় আরেকটি স্টোর কানেক্ট বা আপনার স্টোর ডিসকানেক্ট করতে পারবেন। এছাড়াও, কীভাবে YouTube-এ আপনার স্টোরের প্রোডাক্ট ম্যানেজ করবেন তা শিখতে পারবেন।

YouTube থেকে আপনার স্টোর ডিসকানেক্ট করুন

আপনার চ্যানেল থেকে কোনও স্টোর ডিসকানেক্ট করতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, উপার্জন করুন বিকল্পে ক্লিক করুন।
  3. শপিং ট্যাবে ক্লিক করুন।
  4. আপনি কানেক্ট করা স্টোরের পাশে আরও '' বিকল্পে ক্লিক করুন এবং স্টোর সরিয়ে দিন বিকল্প বেছে নিন।

আপনার স্টোর কানেক্ট করা হয়ে গেলে, আপনার প্রোডাক্ট আমাদের নীতি এবং Google Merchant Center নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা করা হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাধারণত কয়েকটি কর্মদিবস লাগে।

আপনার জমা দেওয়া কোনও আইটেম নীতি মেনে চলছে না বলে দেখা গেলে, আলাদা করে সেটির অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হবে। অননুমোদিত আইটেমের জন্য আপিল করতে মার্চেন্ডাইজ রিটেলার বা অনলাইন স্টোরের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন, তিনি Google Merchant Center ব্যবহার করে অননুমোদিত আইটেম পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন

Shopify

অ্যাডমিন সংক্রান্ত অনুমতি চেক করে দেখা

YouTube-এর সাথে আপনার Shopify স্টোর কানেক্ট করার আগে, YouTube এবং Shopify স্টোরের জন্য একই ইমেল আইডি ব্যবহার করছেন কিনা তা ভাল করে দেখে নিতে হবে। দু'টি অ্যাকাউন্টের জন্যই ইমেল আইডিতে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে।

YouTube-এ আপনার ইমেল আইডিতে মালিক/ম্যানেজারের অ্যাক্সেস আছে কিনা দেখুন

  1. কম্পিউটার ব্যবহার করে YouTube Studio-তে সাইন-ইন করুন অথবা YouTube Studio মোবাইল অ্যাপ খুলুন।
  2. সেটিংস বিকল্পে যান।
  3. অনুমতি বিকল্পে ক্লিক করে কোন ইমেল আইডিতে আপনার চ্যানেলের জন্য ম্যানেজার বা মালিকের অ্যাক্সেস রয়েছে তা চেক করতে বা আপনার অনুমতি এডিট করতে পারবেন।

Shopify স্টোরে আপনার ইমেল আইডির স্টাফ অ্যাক্সেস আছে কিনা চেক করে দেখুন

সঠিক লেভেলে অ্যাক্সেস না থাকলে, আপনার Shopify সংক্রান্ত অনুমতি আপডেট করুন

YouTube-এর সাথে আপনার Shopify স্টোর কানেক্ট করা

YouTube-এর সাথে আপনার Shopify স্টোর কানেক্ট করতে, YouTube Studio বা YouTube Studio মোবাইল অ্যাপে রিটেলারদের তালিকা থেকে Shopify বেছে নিয়ে এবং তারপর Shopify-এ যান:

  1. Shopify-এর মধ্যে থেকে আপনার স্টোরে Google ও YouTube অ্যাপ যোগ করুন এবং স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করে সেট-আপ সম্পূর্ণ করুন। আরও তথ্যের জন্য এই সেট-আপের নির্দেশিকা পড়ুন।
    1. Google ও YouTube অ্যাপ ইনস্টল করার পরে, Google ও YouTube অ্যাপে Google অ্যাকাউন্ট যোগ করুন:
      1. আপনার Shopify অ্যাডমিন পৃষ্ঠাতে যান।
      2. সেটিংস এবং তারপর অ্যাপ ও সেলস চ্যানেল খুলুন।
      3. চ্যানেলের তালিকা থেকে Google বেছে নিন।
      4. উপর থেকে সেটিংস এবং তারপর Google অ্যাকাউন্ট বেছে নিন। আপনার YouTube চ্যানেলে উল্লিখিত ইমেলের অ্যাডমিন অ্যাক্সেস আছে কিনা দেখুন।
  2. Google ও YouTube অ্যাপ থেকে এক নজরে এবং তারপর YouTube Shopping এবং তারপর শুরু করুন বিকল্প বেছে নিন।
  3. আপনি যে YouTube চ্যানেল Shopify স্টোরের সাথে কানেক্ট করতে চান, সেটি বেছে নিন।
    1. আপনার ইমেল আইডি একাধিক YouTube চ্যানেল ম্যানেজ করার জন্য ব্যবহার করা হলে, সেগুলি এই তালিকায় দেখতে পাবেন। Shopify-এর সাথে কানেক্ট করার জন্য সঠিক চ্যানেল বেছে নিয়েছেন কিনা তা ভাল করে দেখুন।
  4. প্রোগ্রামের নিয়মগুলি ভাল করে পড়ুন এবং শর্তাবলীতে সম্মতি জানান।
  5. সেট-আপ সম্পূর্ণ করুন বিকল্প বেছে নিন।

আপনি সেট-আপ প্রসেস সম্পূর্ণ করার পর, আপনার প্রোডাক্ট আমাদের নীতি এবং Google Merchant Center নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা করা হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাধারণত কয়েকটি কর্মদিবস লাগে। অনুমোদন করা হলে, YouTube Studio-তে আপনার প্রোডাক্ট দেখানো হবে।

আপনার জমা দেওয়া কোনও আইটেম নীতি মেনে চলছে না বলে দেখা গেলে, আলাদা করে সেটির অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হবে। অননুমোদিত আইটেমের জন্য আপিল করতে মার্চেন্ডাইজ রিটেলার বা অনলাইন স্টোরের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন, তিনি সমস্যা সমাধানের কাজে আপনাকে সাহায্য করতে পারবেন। এছাড়াও, Google Merchant Center-এ আপনি অননুমোদিত আইটেম পর্যালোচনা করার জন্য জমা দিতে পারবেন।

স্টোর সংক্রান্ত নীতি

আপনার স্টোরে যেসব প্রোডাক্ট রাখবেন সেগুলি যেন YouTube পরিষেবার শর্তাবলী এবং এই নীতিগুলি মেনে চলে:

আপনি যদি এইসব নীতি এবং শর্তাবলী লঙ্ঘন করেন তবে এইসব নীতি অনুসারে নিচে উল্লেখ করা যেকোনও একটি বা দুটি পদক্ষেপই নেওয়া হতে পারে:

  • 'শপিং' ফিচারগুলি সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া
  • অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া

আপনার অফার করা এমন কোনও কন্টেন্ট, মার্চেন্ডাইজ বা পরিষেবা (অথবা আপনার চ্যানেল বা ভিডিও পৃষ্ঠার কন্টেন্ট বা মার্চেন্ডাইজে ফিচার করা হয়েছে এমন কোনও এন্টিটি, ব্যক্তি বা শিল্পী) যেখানে 'শপিং' ফিচার দেখানো হয়, সেখানে অফার করা কন্টেন্ট, মার্চেন্ডাইজ বা পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমন কোনও চুক্তির শর্তাবলী Google-এর অগ্রিম লিখিত সম্মতি ছাড়া Google-এর উপর প্রয়োগ করা হবে না।

আপনি যদি উপরে উল্লিখিত কোনও একটির সাথে সম্মত না হন তাহলে আপনার চ্যানেলের জন্য 'শপিং' ফিচার চালু করবেন না। এছাড়া, আপনি যেকোনও সময় 'শপিং' ফিচার বন্ধ করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4194969889577189227
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false