YouTube-এ স্কুল অ্যাকাউন্টে করা পরিবর্তন বোঝে

Google Workspace for Education অ্যাকাউন্ট হল একটি ইমেল আইডি যা আপনার স্কুল থেকে দেওয়া হয়। এই ধরনের অ্যাকাউন্টে, আপনার স্কুল অ্যাডমিনিস্ট্রেটর YouTube-এর মতো বিভিন্ন Google প্রোডাক্টে আপনার অ্যাক্সেস ম্যানেজ করেন।

১ সেপ্টেম্বর, ২০২১-এ আপনার স্কুল অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে ১৮ বছরের কম বয়সী হিসেবে চিহ্নিত করেন, সেক্ষেত্রে আপনার স্কুলের সাথে যুক্ত YouTube অ্যাকাউন্টটি YouTube-এর সীমিত ভার্সনে সরানো হবে। আপনার YouTube চ্যানেলটি আর স্কুল অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে না এবং আপনি চ্যানেলে আর নতুন কোনও ভিডিও আপলোড করতে পারবেন না। এই পরিবর্তনের ফলে, Google Workspace for Education-এর মাধ্যমে পরিচালিত আপনার স্কুল অ্যাকাউন্ট দিয়ে YouTube ব্যবহারের অভিজ্ঞতায় প্রভাব পড়লেও আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট এর ফলে প্রভাবিত হবে না।

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রযোজ্য বিধিনিষেধ

আপনি যদি কোনও প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে পড়েন এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেটর আপনার বয়স ১৮ বছরের কম হিসেবে চিহ্নিত করেন, সেক্ষেত্রে Google Workspace for Education অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন-ইন করলে আপনার YouTube কন্টেন্ট ও ফিচার ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ প্রয়োগ করা হবে।

স্কুল অ্যাডমিনিস্ট্রেটর আপনার বয়স ১৮ বছরের কম হিসেবে চিহ্নিত করেলে, আপনি এইসব ফিচার ব্যবহার করতে পারবেন না:

দেখা

  • লাইভ স্ট্রিম ভিডিও

আকর্ষিত করা

  • বিজ্ঞপ্তি (অ্যাক্টিভিটি হাইলাইট করে নিজের পছন্দমতো বিজ্ঞপ্তি পান)
  • মন্তব্য
  • লাইভ চ্যাট
  • তৈরি করুন
  • চ্যানেল
  • লাইভ স্ট্রিম
  • পোস্ট
  • সর্বজনীন এবং তালিকাভুক্ত নয় এমন প্লেলিস্ট
  • গল্পগুচ্ছ
  • Shorts
  • ভিডিও আপলোড করা

কিনুন

  • চ্যানেল মেম্বারশিপ
  • ক্রিয়েটরের মার্চেন্ডাইজ
  • YouTube Giving অনুদান
  • সিনেমা ও টিভি শো
  • Super Chat ও Super Sticker

YouTube অ্যাপ

  • YouTube Music
  • YouTube Studio
  • YouTube TV
  • YouTube VR

বিবিধ

  • টিভিতে কাস্ট করুন
  • কানেক্ট করা গেমিং অ্যাকাউন্ট
  • ছদ্মবেশী
  • পছন্দমতো বেছে নেওয়া বিজ্ঞাপন
  • সীমাবদ্ধ মোড

আপনার কন্টেন্ট ডাউনলোড ও সেভ করা

আপনার বয়স ১৮ বছরের বেশি হলে:

আপনার স্কুলের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন:

  • স্কুল অ্যাডমিনিস্ট্রেটরকে আপনার বয়স ১৮ বছরের বেশি হিসেবে চিহ্নিত করতে অনুরোধ করুন।

অ্যাডমিনিস্ট্রেটর আপনার অ্যাকাউন্টের সেটিংস আপডেট করে দিলে:

  • YouTube-এ সাইন-ইন করুন।
  • একটি চ্যানেল তৈরি করুন লিঙ্কে যান এবং ওয়ার্কফ্লো সম্পুর্ণ করুন। আপনার অ্যাকাউন্ট সবাই দেখতে পাবে এবং আপনার স্কুল অ্যাকাউন্টের YouTube চ্যানেলে আপনি ভিডিও তৈরি করার কাজ চালিয়ে যেতে পারবেন।

আপনার বয়স ১৮ বছরের কম হলে:

  • Google Takeout থেকে আপনার ভিডিও ডাউনলোড এবং সেভ করুন এবং YouTube-এ তৈরি করা অন্যান্য ডেটা (যেমন, কমেন্ট এবং সার্চ ইতিহাস) ডাউনলোড করুন। আপনার অ্যাকাউন্ট যদি সেপ্টেম্বর ২০২১-এর পরে তৈরি করা হয়, সেক্ষেত্রে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর যেদিন আপনার বয়স ১৮ বছরের কম হিসেবে চিহ্নিত করেছেন সেই দিন থেকে ৬০ দিন পর্যন্ত নিজের ডেটা ডাউনলোড করতে পারবেন।
মনে রাখবেন: আপনার স্কুল অ্যাডমিনিস্ট্রেটর Google Takeout অ্যাক্টিভেট করলে তবেই আপনি এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2101146598781590995
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false