বাচ্চা ও পারিবারিক কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য পেশাদার পদ্ধতি

আমরা বিশ্বাস করি, বাচ্চারা YouTube জুড়ে অনলাইনে বিভিন্ন ভিডিওর জগৎ ঘুরে দেখার সময় নতুন আগ্রহ খুঁজে নিতে ও শিখতে পারে এবং তাদের মধ্যে সম্পূর্ণ মানব জগতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বাঁচার চেতনা আরও বিকশিত হতে পারে। বাচ্চা ও পরিবারের সবার জন্য কীভাবে তথ্যপূর্ণ, আকর্ষণীয় ও প্রেরণাদায়ক ভিডিও তৈরি করা যায় তা ক্রিয়েটরদের বুঝতে সাহায্য করতে আমরা কাজ করে চলেছি।

বাচ্চা ও পরিবারের সকলের জন্য উপযুক্ত কন্টেন্টের ক্ষেত্রে পেশাদার পদ্ধতি (উচ্চ ও নিম্ন কোয়ালিটি সংক্রান্ত নীতি)

আমাদের এই ক্রমাগত প্রচেষ্টার অঙ্গ হিসেবে, YouTube-এ বাচ্চা ও পরিবারের সবার জন্য কন্টেন্টের ক্রিয়েটরদের গাইড করতে, আমরা কোয়ালিটির ক্ষেত্রে নিম্নলিখিত নীতি নির্ধারণ করেছি। এইসব নীতি শিশুদের সার্বিক বিকাশের বিষয়ে কাজ করা বিশেষজ্ঞদের সাথে এবং সুগভীর গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কোন ধরনের কন্টেন্ট খুব ভাল বা খারাপ কোয়ালিটির বলে বিবেচিত হতে পারে সেই সম্পর্কে ধারণা গড়ে তুলতে আপনাকে সাহায্য করার জন্য নিচের তালিকা তৈরি করা হয়েছে, এর মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত নেই। এইসব নীতি আমাদের কমিউনিটি নির্দেশিকার পরিপূরক, যা প্রত্যেকের জন্য নিরাপদ দেখার অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে এবং বড় দৈর্ঘ্যের কন্টেন্ট ও YouTube Shorts, দুটির ক্ষেত্রেই প্রযোজ্য হয়।

বাচ্চাদের জন্য YouTube Shorts তৈরি করার জন্য পেশাদার পদ্ধতি সম্পর্কে আরও জানতে, এই গাইড দেখুন

আপনার তৈরি সব কন্টেন্টের জন্য আপনাকে আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। এই পৃষ্ঠায় দেখানো নীতিগুলি বারংবার পর্যালোচনা ও আপডেট করার কাজ চলতে থাকবে।

মনে রাখবেন: আমাদের YouTube Kids ভিডিওর কন্টেন্ট নীতির ব্যাপারে আরও পড়ুন।

খুব ভাল কোয়ালিটির কন্টেন্ট সম্পর্কিত নীতি

খুব ভাল কোয়ালিটির কন্টেন্ট নির্দিষ্ট বয়সের দর্শকের জন্য উপযুক্ত, আকর্ষণীয়, মনোজ্ঞ ও প্রেরণাদায়ক হতে হবে। এই কন্টেন্ট বিভিন্ন ফর্ম্যাটের এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা করতে পারে কিন্তু সব ক্ষেত্রেই কন্টেন্ট যেন নিম্নলিখিত বিষয়গুলিকে উৎসাহ প্রদান করে:

  • ভাল মানুষ হওয়া: এই কন্টেন্ট মানব চরিত্রের শ্রদ্ধা, উন্নত আচরণ ও সুস্থ অভ্যাসের উদাহরণ প্রদর্শন করে বা এর ব্যাপারে উৎসাহ দেয়। এর কিছু উদাহরণ হল শেয়ার করা বা ভাল বন্ধু হওয়ার ব্যাপারে তৈরি করা কন্টেন্ট। প্রতিদিন দাঁত মাজা বা বাচ্চাদের শাক-সবজি খেতে উৎসাহ দেওয়ার মতো কন্টেন্টও এতে থাকতে পারে।
  • শেখা ও কৌতূহল জাগিয়ে তোলা: এই কন্টেন্ট যুক্তিপূর্ণ চিন্তাভাবনা, পারস্পরিক সম্পর্কযুক্ত বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করা এবং সারা বিশ্বকে ঘুরে দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করে। কন্টেন্ট নির্দিষ্ট বয়সের দর্শকের জন্য উপযুক্ত এবং কম বয়সী দর্শকদের জন্য তৈরি হতে হবে। পরম্পরাগত থেকে নতুন ধরনের শিক্ষা (যেমন, শিক্ষাগত, আনুষ্ঠানিক নয় এমন শিক্ষা, আগ্রহ-ভিত্তিক অন্বেষণ এবং টিউটোরিয়াল) পর্যন্ত বিভিন্ন বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • সৃজনশীলতা, খেলাধূলা ও কল্পনাশক্তির অনুভূতি: এই কন্টেন্ট বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করতে বা কল্পনাপ্রবণ হতে উৎসাহিত করে। এটি বাচ্চাদের নতুন কিছু সৃষ্টি ও তৈরি করতে এবং কোনও কিছুর সাথে অভিনব ও অর্থপূর্ণভাবে ইন্টার‍্যাক্ট করতেও উৎসাহ দিতে পারে। এর কিছু উদাহরণের মধ্যে পড়ে কাল্পনিক জগৎ তৈরি করা, গল্প বলা, ফুটবলের কলাকৌশল শেখা, সবার সাথে গলা মিলিয়ে গান গাওয়া, আর্ট ও ক্রাফ্টের মতো বিভিন্ন সৃজনশীল কাজ করা।
  • বাস্তব-জগতের সমস্যার সাথে ইন্ট্যার‌্যাক্ট করা: জীবন সম্পর্কে শিক্ষা বা দৃঢ় চারিত্রিক গুণ দেখায় অথবা সামাজিক তথা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা, সমস্যা সমাধান ও স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে উৎসাহ দেয় এমন কন্টেন্ট এর মধ্যে পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই এতে পুরো কাহিনি (যেমন, কাহিনির চরিত্রের বিকাশ, এর প্লট, চূড়ান্ত বিশ্লেষণ) এবং স্পষ্টভাবে গ্রহণীয় শিক্ষা বা নীতিগত শিক্ষা অন্তর্ভুক্ত থাকে।
  • বৈচিত্র্য, সাম্য ও সবাইকে সাথে নিয়ে চলার ধারণা: এই কন্টেন্ট বিভিন্ন মানবগোষ্ঠী ও মানুষের আলাদা আলাদা দৃষ্টিকোণের উপস্থাপন ও অংশগ্রহণকে উদযাপন করে ও উৎসাহ দেয়। এর মধ্যে বয়স, লিঙ্গগত পরিচয়, জাতি, ধর্ম ও যৌন অভিরুচিকে উপস্থাপন করে এমন বিভিন্ন বিষয় দেখানো হয়। এইসব বৈচিত্র্যের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখার উৎসাহও এতে দেওয়া হয়। এর উদাহরণের মধ্যে পড়ে বৈচিত্র্য ও সবাইকে সাথে নিয়ে চলার বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা অথবা এই ধরনের থিম প্রদর্শন করে এমন কাহিনি/চরিত্রের উপস্থাপনা করা।

খারাপ কোয়ালিটির কন্টেন্ট সম্পর্কিত নীতি

খারাপ কোয়ালিটির কন্টেন্ট তৈরি করবেন না। খারাপ কোয়ালিটির কন্টেন্ট হল:

  • অত্যন্ত বাণিজ্যিক বা প্রচারমূলক: এই ধরনের কন্টেন্ট মুখ্যত প্রোডাক্ট কেনাকাটা বা কোনও ব্র্যান্ড ও লোগোর (যেমন, খেলনা বা খাবার) প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়। গ্রাহকের ভোগ্যপণ্যের প্রতি অত্যধিক আকর্ষণের উপর ফোকাস করা কন্টেন্টও এর মধ্যে পড়ে।
  • নেতিবাচক ব্যবহার বা মানসিকতাকে উৎসাহ দেওয়া: বিপজ্জনক কার্যকলাপ, অপচয় করার প্রবণতা, হয়রানি, অসততা বা অন্যদের প্রতি অশ্রদ্ধা পোষণ করতে উৎসাহ দেয় এমন কন্টেন্ট। উদাহরণস্বরূপ, এই কন্টেন্টে বিপজ্জনক/ঝুঁকিপূর্ণ প্র্যাঙ্ক, খাওয়াদাওয়ার ব্যাপারে অস্বাস্থ্যকর অভ্যাসের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • শিক্ষামূলক হিসেবে দাবি করে বিভ্রান্তির সৃষ্টি করা: কন্টেন্টের শীর্ষক বা থাম্বনেলে শিক্ষামূলক বলে দাবি করা হলেও আসলে সেটি কোনও নির্দেশ বা ব্যাখ্যা প্রদান করে না অথবা বাচ্চাদের জন্য প্রাসঙ্গিক বলে বিবেচিত হয় না। উদাহরণস্বরূপ, শীর্ষক বা থাম্বনেলে "রঙ সম্পর্কে শেখো" বা "সংখ্যা সম্পর্কে শেখো" লেখা থাকলেও, কন্টেন্ট আসলে ভুল তথ্য দেখায়।
  • সহজবোধ্য বা প্রাঞ্জল না হওয়া কোনও চিন্তাভাবনা না করে তৈরি করা কন্টেন্ট, অসংলগ্ন প্রেক্ষাপট বা দুর্বোধ্য, যেমন, শোনা যাচ্ছে না এমন অডিও। একসাথে অনেক কন্টেন্ট তৈরি করা হলে বা অটো-জেনারেট করা কন্টেন্টের ক্ষেত্রে এরকম প্রায়ই দেখা যায়।
  • চাঞ্চল্য বা বিভ্রান্তি সৃষ্টি করা: যে কন্টেন্ট মিথ্যা, অতিরঞ্জিত, অদ্ভুত বা মতামতের উপর নির্ভরশীল এবং কমবয়সী দর্শকদের বিভ্রান্ত করতে পারে। এর মধ্যে "খুব বেশি কীওয়ার্ড ব্যবহার করা" অথবা বাচ্চাদের মধ্যে জনপ্রিয় বা আগ্রহ সঞ্চার করা কীওয়ার্ড বারংবার, একটু-আধটু পরিবর্তন করে বা অতিরঞ্জিতভাবে ব্যবহার করা কন্টেন্টও থাকতে পারে। কীওয়ার্ড এমনভাবেও ব্যবহার করা হতে পারে যার কোনও অর্থ দাঁড়ায় না।
  • বাচ্চাদের মধ্যে জনপ্রিয় চরিত্রের অদ্ভুত ব্যবহার: বাচ্চাদের মধ্যে জনপ্রিয় চরিত্রগুলিকে (অ্যানিমেশন বা লাইভ অ্যাকশন) আপত্তিজনক পরিস্থিতিতে দেখানো হয় এমন কন্টেন্ট।

চ্যানেল পারফর্ম্যান্সের উপর প্রভাব

বাচ্চা ও পরিবারের সকলের জন্য কন্টেন্টের ক্ষেত্রে নির্ধারিত কোয়ালিটি সংক্রান্ত নীতি আপনার চ্যানেল পারফর্ম্যান্সের উপর প্রভাব ফেলতে পারে। "বাচ্চাদের জন্য তৈরি" খুব ভাল কোয়ালিটির কন্টেন্ট, সাজেস্ট করা কন্টেন্টের তালিকায় সবচেয়ে উপরের দিকে দেখানো হয়। YouTube Kids এবং চ্যানেল ও ভিডিও মনিটাইজেশন, দু'টি ক্ষেত্রেই কন্টেন্টকে অন্তর্ভুক্ত করা হবে কিনা তার ব্যাপারে সিদ্ধান্ত নিতেও এটি গাইড করে। যদি দেখা যায় যে চ্যানেলে খারাপ কোয়ালিটির "বাচ্চাদের জন্য তৈরি" কন্টেন্টের উপর সবচেয়ে বেশি ফোকাস করা হয়, তাহলে সেটিকে YouTube পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হতে পারে। কোনও স্বতন্ত্র ভিডিও এইসব কোয়ালিটি সংক্রান্ত নীতি লঙ্ঘন করেছে বলে দেখা গেলে, সেটি হয়ত সীমিত করা হবে বা কোনও বিজ্ঞাপনই দেখানো হবে না

শিশু ও পরিবারের সকলের জন্য YouTube-এ তথ্যসমৃদ্ধ ও প্রেরণাদায়ক কন্টেন্ট তৈরি করার ব্যাপারে আপনাদের প্রত্যেকের থেকে আমরা সহায়তা আশা করি।

ভিডিও ও YouTube Shorts-এর জন্য কোয়ালিটি সংক্রান্ত নীতি

 শিশু ও পারিবারিক কন্টেন্টের জন্য কোয়ালিটি সংক্রান্ত এইসব নীতি বড় দৈর্ঘ্যের ভিডিও ও YouTube Shorts, দুটির ক্ষেত্রেই প্রযোজ্য হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17163149232788979194
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false