আপনার প্রিমিয়ার কাস্টমাইজ করা

প্রিমিয়ার কাস্টমাইজ করে আপনি তা থেকে সর্বাধিক সুবিধা নিতে পারবেন। একটি আলাদা কাউন্টডাউন থিম বেছে নিন, প্রিমিয়ার মনিটাইজ করুন বা ট্রেলার দেখান।

কাউন্ট ডাউন থিম বেছে নিন

প্রিমিয়ার আরম্ভ হওয়ার দুই মিনিট আগে, আপনি এবং আপনার দর্শকরা লাইভ ভিডিওতে কাউন্টডাউন দেখতে পাবেন। এর থেকে ভিডিও প্রিমিয়ার শুরু হওয়ার সময় জানতে পারবেন। আপনি কাউন্টডাউন থিমের তালিকা থেকে থিম বেছে নিতে পারবেন। 

  1. YouTube Studio থেকে, ভিডিও আপলোড করুন।
  2. "দৃশ্যমানতা" ধাপ থেকে, আপনার আপলোড, প্রিমিয়ার হিসেবে শিডিউল করুন।
  3. প্রিমিয়ার সেট আপ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. “কাউন্টডাউন থিম বেছে নিন” বিকল্প থেকে কাউন্টডাউন টাইমার বেছে নিন।

ট্রেলার দেখান

প্রিমিয়ার পৃষ্ঠায় ট্রেলার দেখানোর মাধ্যমে আসন্ন ভিডিও সম্পর্কে আপনার দর্শকদের উৎসাহিত করে তুলুন। প্রিমিয়ার শুরু হওয়ার আগে দেখার পৃষ্ঠায় দর্শকদের ট্রেলার দেখানো হবে।

  1. সাধারণ আপলোডের মতো আপনার YouTube চ্যানেলে ট্রেলার আপলোড করুন
  2. যে ভিডিওটি প্রিমিয়ার করতে চান YouTube Studio থেকে সেটি আপলোড করুন।
  3. “দৃশ্যমানতা” ধাপ থেকে, প্রিমিয়ার হিসেবে শিডিউল করুন।
  4. প্রিমিয়ার সেট আপ করুন বিকল্পে ক্লিক করুন।
  5. “ট্রেলার যোগ করুন” বিকল্পের মধ্যে, যোগ করুন বিকল্পে ক্লিক করে আপনার ট্রেলার বেছে নিন।
যোগ্যতা

১০০০-এর বেশি সাবস্ক্রাইবার আছে এবং কোনও কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক নেই এমন ক্রিয়েটররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। 

প্রয়োজনীয়তা
  • ভিডিওর ধরন: YouTube-এ চলে এমন যেকোনও ধরনের ভিডিও ব্যবহার করুন।
  • ভিডিওর দৈর্ঘ্য: ১৫ সেকেন্ড – ৩ মিনিট।
  • অ্যাস্পেক্ট রেশিও ও রেজোলিউশন: প্রিমিয়ার করা ভিডিওর মতো একই অ্যাস্পেক্ট রেশিও ও রেজোলিউশন ব্যবহার করার জন্য সাজেস্ট করা হচ্ছে।
  • অডিও ও ভিডিওর অধিকার: আপনার ট্রেলার যাতে অন্যান্য কন্টেন্টের অধিকার লঙ্ঘন না করে তা নিশ্চিত করুন।
  • আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করতে পারে এমন কোনও কন্টেন্ট যেন না থাকে তা দেখে নিন।

আপনার প্রিমিয়ার মনিটাইজ করুন

আপনার প্রিমিয়ার মনিটাইজ করে উপার্জন করার বেশ কয়েকটি উপায় আছে:

বিজ্ঞাপন

আপনার চ্যানেল বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জনের উপযুক্ত হলে, প্রিমিয়ার চলাকালীন প্রি-রোল দেখানোর জন্য আপনি বিজ্ঞাপন দেখানোর বিকল্প চালু করতে পারবেন। প্রিমিয়ার চলাকালীন মিড-রোল এবং পোস্ট-রোল বিজ্ঞাপন দেখানো যাবে না।

প্রিমিয়ার শেষ হয়ে গেলে, আমরা বিজ্ঞাপনের জন্য আপনার চ্যানেলের আপলোডের ডিফল্ট সেটিংস অনুসরণ করি।

কীভাবে আপনার ভিডিওর জন্য বিজ্ঞাপন চালু করবেন বা কীভাবে আপলোডের ডিফল্ট সেটিংস পরিবর্তন করবেন তা জানুন।

Super Chat ও Super Sticker

Super Chat ও Super Sticker হল লাইভ চ্যাট চলাকালীন অনুরাগীদের ক্রিয়েটরের সাথে যুক্ত করার উপায়। লাইভ চ্যাট চলাকালীন দর্শক তার মেসেজ হাইলাইট করার জন্য Super Chat কিনতে পারবেন। প্রিমিয়ারের আগে বা চলার সময় আপনি দর্শকদের জন্য Super Chat ও Super Sticker চালু করতে পারবেন।

আপনি Super Chat ও Super Sticker-এর জন্য উপযুক্ত কিনা তা দেখুন।

চ্যানেল মেম্বারশিপ

উপযুক্ত হলে, আপনি চ্যানেল মেম্বারশিপের বিশেষ উপহার যেমন শুধু মেম্বারদের জন্য চ্যাটের সুবিধা নিতে পারবেন। এছাড়াও, আপনি কাস্টম ইমোজি এবং লয়ালটি ব্যাজের মতো বিশেষ উপহার পাবেন।

চ্যানেল মেম্বারশিপ সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2100243751449918486
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false