গেমিং এবং মনিটাইজেশন

YouTube ভিডিওর ক্ষেত্রে গেমিং খুব জনপ্রিয় বিষয়। এই পৃষ্ঠার মাধ্যমে গেমিং ভিডিওর ক্রিয়েটররা মনিটাইজেশনের বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবে যা তাদের ভিডিওতে প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে নতুন কোনও নীতি যোগ করা হয়নি বরং এগুলি YouTube-এর বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকাতে থাকা আগের নীতি। মনে রাখবেন, এই পৃষ্ঠার তথ্যে গেমিং ভিডিওর চলতি থিমের উপর ফোকাস করা হলেও আপনার সমস্ত ভিডিওতে আগের মতোই বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকা প্রযোজ্য হবে।

নিচের বিষয়গুলি লঙ্ঘিত হলে আপনার মনিটাইজ করা ভিডিওতে বিজ্ঞাপনদাতারা সীমিত বিজ্ঞাপন দেখাতে পারে বা কোনও বিজ্ঞাপন নাও দেখাতে পারে। তবে সবচেয়ে ভাল উপায় হল প্রতিটি ভিডিওর ক্ষেত্রে চেক করে দেখে নেওয়া যে সেটি YouTube-এর কমিউনিটি নির্দেশিকা মেনে চলছে কিনা, যার ফলে মনিটাইজেশন স্ট্যাটাসে প্রভাব পড়তে পারে।

গেমিং ভিডিও মনিটাইজ করা নিয়ে পরামর্শ

নিচে গেমিংয়ের সাথে সম্পর্কিত কিছু বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকার উল্লেখ করা হল। বাস্তবিক বা কম্পিউটার থেকে তৈরি বিষয়ের উপর বানানো ভিডিওর ক্ষেত্রে নিচে উল্লেখ করা সবকটি মনিটাইজেশন আইকনের পরিবর্তন প্রযোজ্য হতে পারে, যদি সেটির অডিও বা ভিজুয়ালে (এর মধ্যে টেক্সটও অন্তর্ভুক্ত) কোনও নীতি লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে। ভিডিওর থাম্বনেল ও শীর্ষকও এর আওতায় পড়ে।

অনুপযুক্ত ভাষা

আপনার বেশিরভাগ গেমিং ভিডিওর শুরুতে বা পুরো ভিডিও জুড়ে অশ্লীল শব্দ ব্যবহার করা বা অশ্লীলতা দেখানোর ফলে মনিটাইজেশন স্ট্যাটাসে পরিবর্তন হতে পারে। আপনার কন্টেন্টের মধ্যে অশ্লীল শব্দের বিরল বা মাঝে মাঝে ব্যবহার (যেমন, মিউজিক ভিডিও, ব্যাকিং ট্র্যাক, ইন্ট্রো/আউট্রো মিউজিক বা ব্যাকগ্রাউন্ডে বাজানো মিউজিক) করলে, আপনার ভিডিও আবশ্যিকভাবে বিজ্ঞাপন দেখানোর জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে না।

এখানে কিছু উদাহরণ দেওয়া হল (এগুলি ছাড়াও অন্যান্য শব্দ বিবেচিত হতে পারে):

বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকা প্রশ্নাবলী সংক্রান্ত বিকল্প ও বিবরণ

এইসব কন্টেন্ট বিজ্ঞাপন থেকে আয় করতে পারে

সংক্ষিপ্তভাবে প্রয়োগ করা বা সেন্সর করা অশ্লীল শব্দ অথবা শীর্ষক, থাম্বনেল বা ভিডিওতে "তুই-তোকারি করে কথা বলা" অথবা "শালা"-র মতো শব্দ। ভিডিওতে ঘন ঘন ব্যবহৃত "দুশ্চরিত্রা", "গোঁয়ার-গোবিন্দ", "গা*ল" ও "বা*"-র মতো সামান্য অশ্লীল শব্দ। মিউজিক বা স্ট্যান্ড-আপ কমেডি ভিডিও কন্টেন্টের মধ্যে অত্যধিক অশ্লীল শব্দ ব্যবহার করা।

সংজ্ঞা:

  • "সেন্সর করা অমার্জিত ভাষা" বলতে প্রোডাকশনের পরে কোনও শব্দ ব্লিপ বা মিউট করে দেওয়ার পাশাপাশি কালো বার, সংকেত বা টেক্সট দিয়ে কোনও লেখা ঢেকে দেওয়ার মতো বিষয়গুলি বোঝায়।
  • “সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা অমার্জিত ভাষা” বলতে WTF (“what the f*ck”)-এর মতো সংক্ষিপ্ত রূপকে বোঝানো হয়, যা মূল শব্দবন্ধের জায়গায় ব্যবহার করা হয়।

এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করার সুবিধা নেই অথবা সীমিত উপার্জন করা যাবে

ভিডিওর প্রথম ৭ সেকেন্ডের মধ্যে ব্যবহৃত অত্যধিক অমার্জিত ভাষা (যেমন, “চো-শব্দ”) অথবা শীর্ষক বা থাম্বনেলে ব্যবহৃত সামান্য অশ্লীল শব্দ (যেমন "বা*")।

এই বিভাগের মধ্যে পড়ে এমন আরও কয়েকটি কন্টেন্টের উদাহরণ:

  • কোনও ভিডিও জুড়ে বিশেষভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা (যেমন, বেশিরভাগ বাক্যে অশ্লীল শব্দের ব্যবহার)।
  • মিউজিক বা স্ট্যান্ডআপ কমেডি কন্টেন্টের শীর্ষক বা থাম্বনেলে অশ্লীল শব্দ ব্যবহার করা।

এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করা যাবে না

থাম্বনেল বা শীর্ষকে খুবই অমার্জিত ভাষা (যেমন "চো-শব্দ") ব্যবহার করা হয়েছে। ভিডিও, থাম্বনেল অথবা শীর্ষকে কা**ষ বা ছ**-এর মতো ঘৃণাত্মক ভাষা বা গালির ব্যবহার সহ চরম অমার্জিত ভাষার ব্যবহার করা।

এছাড়াও, ঘৃণাত্মক ভাষা বা গালিগালাজ সম্পর্কে আরও অতিরিক্ত তথ্যের জন্য, আপনি আমাদের সহায়তা কেন্দ্র থেকে ঘৃণাত্মক এবং অবমাননাকর কন্টেন্ট সম্পর্কিত নির্দেশিকা দেখতে পারেন।

প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট

বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকা যৌন ইঙ্গিতপূর্ণ নগ্নতা প্রশ্নাবলী সংক্রান্ত বিকল্প ও বিবরণ

এইসব কন্টেন্ট বিজ্ঞাপন থেকে আয় করতে পারে

এমন ভিডিও যেখানে যৌনতার বিষয়টিকে বড় করে দেখানো হয়নি (যেমন, ভিডিওতে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করার উল্লেখ আছে)।

সাধারণ রোমান্টিক দৃশ্য (দুটো চরিত্রের মধ্যে স্নেহময় চুম্বন)।

যৌনতামূলক কৌতুক এবং অশ্লীল শব্দের ব্যবহার (যেমন হাত ব্যবহার করে হাস্যকর উপায়ে যৌন ক্রিয়াকলাপ নকল করা) যাতে অশ্লীল বা অশালীন শব্দ ব্যবহার করা হয়নি।

নগ্ন শরীরের দৃশ্য যা পুরোপুরি সেন্সর করা এবং যেখানে শরীরের বৈশিষ্ট্যগুলি স্পষ্টভাবে দেখানো হয়নি।

এমন ভিডিও যাতে উপযুক্ত পরিবেশে স্বল্প পোশাকে কাউকে দেখানো হলেও যৌনতায় ফোকাস করা হয়নি বা যৌন সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হয়নি, যেমন, সুইমিং পুলের দৃশ্য (গেমের চরিত্র যাকে গল্পের কোনও অংশে বিকিনি পরে সাঁতার কাটার দৃশ্যে দেখানো হয়েছে)।

নগ্নতাতে ফোকাস না করা, পুরোপুরি সেন্সর করা নগ্নতা দেখানো কন্টেন্ট (যেমন, শরীরের নগ্ন অংশে পুরোপুরি সেন্সর করা)।

প্রেম বা চুম্বন; যৌন মিলনের কথা উল্লেখ না করে অন্তরঙ্গতা বা যৌনতা বিষয়ক আলোচনা; সম্পূর্ণ সেন্সর করা নগ্নতা যা অস্পষ্ট করে দেওয়া হয়েছে এবং দর্শকদের কামোত্তেজিত করার উদ্দেশ্যে দেখানো হয়নি; বাচ্চাকে স্তন্যপান করানোর সময় নগ্নতার প্রদর্শন, যেখানে বাচ্চাটিকেও দেখানো হয়েছে; নন-গ্রাফিক যৌন শিক্ষা; নাচের ছন্দের তালে শরীরের সেইসব অঙ্গ-প্রত্যঙ্গের উত্থান-পতন দেখানো যেগুলিকে সাধারণত যৌনতার সাথে সংযুক্ত করে দেখানো হয় এবং তার পাশাপাশি সেইসব দৃশ্যকে আরও আকর্ষণীয় করে দেখানোর প্রচেষ্টা করা হয়, কিন্তু যৌনতার গ্রাফিক প্রদর্শন সেখানে করা হয় না; কোরিওগ্রাফ করা নাচ বা মিউজিক ভিডিওর মতো পেশাদার সেটিংয়ে যৌনতা প্রদর্শন করা নাচ।

এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করার সুবিধা নেই অথবা সীমিত উপার্জন করা যাবে

পেশাদার সেটিংয়ে ন্যূনতম পোশাক পরে স্টুডিও অথবা লাইভ ইভেন্টে কামুক নাচ (যেমন টোয়ার্কিং) করা।

কোনওটিই নয়।

স্পষ্টভাবে যৌন মিলনের দৃশ্য দেখানো ধ্রুপদী নাচ (যেমন কোনও যৌন ক্রিয়াকলাপের ছবি) অথবা কোনও থাম্বনেলের মাধ্যমে যৌনাঙ্গের উপরে ফোকাস করা হয়েছে; অ্যানিমেটেড যৌন কার্যকলাপ সম্বলিত যৌন শিক্ষা যা কামোত্তেজিত করার উদ্দেশ্যে দেখানো হয়নি; যৌন থিমের উপর ভিত্তি করে করা কোনও প্র্যাঙ্ক; স্বল্প পোশাকের উপর ফোকাস করে দেখানো নাচ; ইচ্ছা করে কোথাও স্পর্শ করা অথবা নাচের সময় যৌনাঙ্গের উপর দীর্ঘক্ষণ ফোকাস করে দেখানো।

এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করা যাবে না

চোখে পড়ার মতো যৌন কার্যকলাপ বা যৌনাঙ্গ থেকে ক্ষরিত তরল দেখানো।

এমন কোনও গেম স্টোরি যাতে প্লটের অংশ হিসেবে (তা অল্প সময়ের জন্য/পেশা হিসেবে হলেও) যৌনতা-সম্পর্কিত বিনোদন (যেমন, স্ট্রিপ ক্লাব) দেখানো হলে।

বস্তুকামিতার দৃশ্য বা আলোচনা।

ভিডিওতে স্পষ্ট এবং অশ্লীল নাম বা থাম্বনেল, যেমন, "রগরগে যৌNতা" (ইচ্ছাকৃত ভুল বানান সহ) বা "পুরুষদের হস্তমৈথুনের সংকলন" থাকা।

বিভ্রান্তিকর মেটাডেটা (যেমন, কোনও ভিডিওর নামে যৌন কার্যকলাপের উল্লেখ) এমনকি সেই ভিডিওতে কোনও প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট না থাকলেও তা এর অন্তর্ভুক্ত হবে।

অত্যধিক যৌনতাপূর্ণ নাম অথবা থাম্বনেল (যেমন, “১৮+,” অথবা “কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য”)।

প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা যৌনতাপূর্ণ ভিডিও গেম বা দর্শকদের যৌন সুড়সুড়ি দেওয়ার উদ্দেশ্যে বা যৌনতৃপ্তি প্রদান করার উদ্দেশ্যে ভিডিও গেমের চরিত্রকে যৌন উস্কানিমূলকভাবে দেখানো।

অশ্লীল শব্দ সহ অশালীন ভাষা ব্যবহার (যেমন, গেম খেলার সময় চো-শব্দ পরিষ্কারভাবে বানান করা অথবা বলা)।

সেক্স টয় বা এই ধরনের যৌন অনুভূতি উস্কানি দেওয়ার মতো প্রোডাক্ট দেখানো হয়েছে যার সরাসরি ব্যবহার দেখানো হয়নি (যেমন, গেমের আইটেম হিসেবে দেখানো বা ব্যাকগ্রাউন্ডে দেখানো)।

ইঙ্গিতপূর্ণ উপায়ে যৌন কার্যকলাপ (যেমন, কম্বলের তলায় নড়াচড়া) বা যৌন কার্যকলাপের শব্দ (যেমন, শীৎকার) দেখানো।

গেমপ্লেতে রেফারেন্স হিসেবে যৌনতা সম্পর্কিত বিষয়ের বর্ণনা দেওয়া (যেমন, হস্তমৈথুন বা গেমের কোনও চরিত্র বা দৃশ্যের বর্ণনা করার সময় কোনও যৌন বিষয়ের বিশদ বিবরণ)।

সম্পূর্ণ উন্মুক্ত যৌনাঙ্গ দেখানো (যেমন, যৌন অঙ্গের প্রদর্শন)।

নগ্নতা পিক্সেলেটেড বা সেন্সর করা থাকলেও যদি যৌনাঙ্গ বোঝা যায় (যেমন, নগ্ন দেহে তারকাচিহ্নিত বা অস্পষ্ট থাকলেও অবয়ব থেকে অঙ্গগুলি শনাক্ত করা গেলে)।

দর্শকদের যৌন উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে বারবার দেখানো স্তনের খাঁজ বা স্ফীত অংশের ফোকাল শটের মতো যৌনাঙ্গের দৃশ্য (গেমের কোনও চরিত্রের বুকের ক্লোজ-আপ শট বা যৌনাঙ্গের স্ফীত আউট-লাইন)।

সম্পূর্ণভাবে প্রকাশ করা, ন্যূনতম পোশাকে ঢাকা যৌনাঙ্গ অথবা সম্পূর্ণ নগ্নতা; বাচ্চাকে দৃশ্যে না দেখিয়ে স্তন্যপানের জন্য নগ্নতার প্রদর্শন; যৌন ক্রিয়াকলাপ (এমনকি তা অস্পষ্ট বা পরোক্ষভাবে দেখালেও), যৌন বিষয় সম্পর্কিত আলোচনা, যেমন, ফেটিশ, পরামর্শ, অভিজ্ঞতা; যৌন কন্টেন্ট সহ ভিডিও থাম্বনেল (এর মধ্যে টেক্সট বা লিঙ্ক থাকতে পারে); যৌন উত্তেজক দৃশ্য ও অঙ্গভঙ্গি; সেক্স টয় বা ডিভাইসের প্রদর্শন; যৌন কর্মী ও তাদের কার্যকলাপ সম্পর্কিত কন্টেন্ট; যৌনাঙ্গ বা যৌন মিলনের দৃশ্য দেখানো জীবজন্তুদের যৌনতা প্রদর্শন; নাচের মধ্যে যৌন অঙ্গভঙ্গিকে নকল বা তার অনুকরণে কিছু করে দেখানো; দর্শকদের উত্তেজিত করে তোলার স্পষ্ট উদ্দেশ্যে কামোত্তেজক নাচ।

হিংস্রতা

বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকা গেমিং সম্পর্কিত হিংস্রতা প্রশ্নাবলী সংক্রান্ত বিকল্প ও বিবরণ

এইসব কন্টেন্ট বিজ্ঞাপন থেকে আয় করতে পারে

নন-গ্রাফিক গেমপ্লেতে দেখানো হিংস্রতা। নন-গ্রাফিক গেমপ্লের মধ্যে এইসব পড়বে:

  • ভিডিওতে প্রথম ১৫ সেকেন্ড ছাড়া অন্যান্য সময়ে দেখানো গ্রাফিক দৃশ্য (যেমন, কোনও ব্যক্তির উপর আক্রমণ যার ফলে ব্যক্তিটি রক্তাক্ত হয়ে যাবে)।

গ্রাফিক হিংস্রতার সেন্সর করা ক্লিপ (যেমন, কাউকে হত্যা করার মুহূর্ত অথবা কারো শিরশ্ছেদ করার অস্পষ্ট দৃশ্য দেখানো)।

সাধারণ গেমপ্লে যা গ্রাফিক হিংস্রতা দেখায় না (গ্রাফিক হিংস্রতার সংজ্ঞা জানতে নিচে "বিজ্ঞাপন থেকে এইসব কন্টেন্ট কোনও উপার্জন করতে পারবে না অথবা সীমিত উপার্জন করতে পারবে" বিভাগ দেখুন)।

এমন কন্টেন্ট যাতে অবাস্তবভাবে, মজার ছলে হিংস্রতা দেখানো হয়েছে ও যা সাধারণভাবে সব বয়সের দর্শকদের জন্য উপযোগী (যেমন, পরিবার-ফ্রেন্ডলি ভিডিও গেম যেখানে কেউ দৈত্যের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে)।
আইন প্রয়োগকারী, কর্মে নিয়মিত দায়িত্ব সহ (যেমন জোরপূর্বক গ্রেপ্তার, ভিড় নিয়ন্ত্রণ, অফিসারের সাথে বিরোধ, জোরপূর্বক প্রবেশ); হিংস্রতা যা এডিট না করা ভিডিও গেমপ্লের অংশ হিসেবে দেখানো হয়; স্বল্প রক্তপাত ও খানিকটা হিংস্রতা; শিক্ষামূলক ভিডিওর অংশ হিসেবে সম্পূর্ণভাবে সেন্সর করা, ঝাপসা, কবর দেওয়ার জন্য প্রস্তুত বা যুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনাতে দেখানো মৃতদেহ।
এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করার সুবিধা নেই অথবা সীমিত উপার্জন করা যাবে

থাম্বনেলে বা ভিডিওর প্রথম ৮ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে গ্রাফিক গেমে দেখানো হিংস্রতা।

  • "গ্রাফিক গেমে হিংস্রতা" বলতে এমন ভিডিও বোঝানো হয় যেখানে নৃশংস হত্যাকাণ্ড বা গুরুতর জখম যা রক্তপাত, শিরশ্ছেদ এবং হাড়গোড় ভেঙে ফেলার মতো ঘটনাতে ফোকাস করে।
গ্রাফিক আইন এনফোর্সমেন্ট যেমন, দৃশ্যমান আঘাত; শিক্ষাগত বা ডকুমেন্টারি তৈরির উদ্দেশ্যে স্পষ্ট আঘাত বা ক্ষত সহ মৃতদেহ (যেমন, ইতিহাস শেখানোর চ্যানেল); ভিডিওর থাম্বনেলে বা কন্টেন্টের শুরুর দিকে গ্রাফিক গেমে হিংস্রতা দেখানো; ক্ষত না দেখালেও সশস্ত্র সংঘর্ষের এডিট না করা ফুটেজ; দুঃখজনক ঘটনার গ্রাফিক বিবরণের বর্ণনা; গুরুতর এবং মর্মান্তিক আঘাত নাটকীয়ভাবে দেখানো।
এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করা যাবে না

দর্শকদের বীভৎস অভিজ্ঞতা প্রদান করতে তৈরি করা গেমপ্লে। উদাহরণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

  • গেমের অংশ নয় এমন সব চরিত্রকে গণহত্যার জন্য একত্রিত করা।

থাম্বনেলে বা ভিডিওর প্রথম সাত সেকেন্ডের মধ্যে গ্রাফিক গেমে দেখানো হিংস্রতা।

  • "গ্রাফিক গেমে হিংস্রতা" বলতে গুরুতর আঘাত (যেমন শিরশ্ছেদ করা, দেহ টুকরো টুকরো করা), রক্তপাত অথবা দীর্ঘস্থায়ী বা গুরুতর যন্ত্রণা দেখানো অংশে ফোকাস করাকে বোঝানো হয়।

ভিডিও গেমপ্লেতে যৌন হিংস্রতা দেখানো (যেমন, কোনও চরিত্রকে যন্ত্রণাদায়ক যৌন নির্যাতন করা)।

সংখ্যালঘু সংরক্ষিত গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে ঘৃণা বা সহিংসতা দ্বারা অনুপ্রাণিত হয়ে হিংস্রতা দেখানো ভিডিও গেমপ্লে (যেমন কোনও নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে ঘৃণার অনুভূতি সহ হত্যা দেখানো)।

গ্রাফিক অত্যাচার দেখানো ভিডিও গেমপ্লে।

ভিডিও গেমপ্লেতে নাবালকদের উপর গ্রাফিক হিংস্রতা দেখানো (যেমন কোনও নাবালক চরিত্রকে আঘাত করা দেখানো)।

বাস্তবে ওই নামধারী কোনও ব্যক্তির চরিত্রের প্রতি ভিডিও গেমপ্লেতে গ্রাফিক হিংস্রতা দেখানো (যেমন একজন সর্বজনীনভাবে বিখ্যাত নামে কোনও চরিত্রের নামকরণ করা ও তাকে হত্যা করা)।

শিক্ষামূলক নয় এমন ভিডিওতে গ্রাফিক মৃতদেহ; নিষিদ্ধ থিম থাকা ভিডিও গেমপ্লে (যেমন যৌন নিপীড়নের ঘটনা দেখানো)।

আল্ট্রা গ্রাফিক হিংসাত্মক ক্রিয়াকলাপ (যেগুলিতে আইন এনফোর্সমেন্ট যুক্ত রয়েছে সেগুলিও এর মধ্যে ধরা হবে) এবং আঘাত দেখানো।

হিংস্রতার জন্য উস্কানি দেওয়া বা হিংস্রতার প্রশংসা করা।

বিতর্কিত বিষয়

বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকা বিতর্কিত বিষয় প্রশ্নাবলী সংক্রান্ত বিকল্প ও বিবরণ

এইসব কন্টেন্ট বিজ্ঞাপন থেকে আয় করতে পারে

বিজ্ঞাপন না দেখানো বিষয়ক কলামের তালিকায় যেকোনও একটি বিষয়ের এমন রেফারেন্স দেখানো যা ক্ষণস্থায়ী, তবে গ্রাফিক এবং বিবরণের কোনটাই নয়।

  • কোনও ভিডিও গেমের প্রসঙ্গে “আত্মহত্যা” শব্দটির ব্যবহার (যেমন, কোনও গেম রিস্টার্ট করার জন্য গেমের চরিত্রকে মেরে ফেলা)।
  • কোনও চরিত্র বা গেমার বলছে “আমি নিজেকে মেরে ফেলতে চলেছি।”

বিতর্কিত বিষয় প্রতিহত করা সম্পর্কিত কন্টেন্ট। এমন ভিডিও কন্টেন্ট যেখানে বিতর্কিত বিষয়ের ব্যাপারে অল্প-স্বল্প আলোচনা করা হয়েছে কিন্তু তাতে গ্রাফিকের ব্যবহার এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। পারিবারিক হিংসা, নিজেকে শারীরিক কষ্ট দেওয়া, প্রাপ্তবয়স্কদের যৌন নিগ্রহ করা, গর্ভপাত এবং যৌন হয়রানি সম্পর্কিত এমন কন্টেন্ট যাতে গ্রাফিকের ব্যবহার এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি।

এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করার সুবিধা নেই অথবা সীমিত উপার্জন করা যাবে

কন্টেন্টের মধ্যে বা থাম্বনেলে শিশু নির্যাতন ব্যতীত বিতর্কিত বিষয়ের গ্রাফিক দৃশ্য বা বিবরণ।

  • থাম্বনেলে কাউকে লাথি মারার ছবি।
বিতর্কিত বিষয় সম্পর্কিত কন্টেন্ট যাতে বর্ণনামূলক ভাষা থাকলেও তা দেখতে বিরক্ত বোধ হয় না। বিতর্কিত বিষয়ের নাটকীয়, শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি বা বৈজ্ঞানিক উপস্থাপনা। শিশু নির্যাতন সম্পর্কিত এমন কন্টেন্ট যাতে গ্রাফিকের ব্যবহার এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। প্রাপ্তবয়স্কদের যৌন নিগ্রহ করা, যৌন হয়রানি বা পারিবারিক হিংসা সম্পর্কিত এমন কন্টেন্ট যাতে গ্রাফিকের ব্যবহার করা হয়নি কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
এইসব কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করা যাবে না

বিতর্কিত বিষয়ের গ্রাফিক দৃশ্য (যেমন, রক্তাক্ত ক্ষত) বা বিশদ বিবরণে ফোকাস করে এমন কন্টেন্ট।

  • শিশু নির্যাতন
  • শিশুদের প্রতি যৌন আকর্ষণ
  • বাল্য বিবাহ
  • নিজেকে শারীরিক কষ্ট দেওয়া
  • আত্মহত্যা
  • পারিবারিক হিংসা
  • যন্ত্রণামুক্তির মৃত্যু

কোনও গেমে এমন চরিত্র দেখানো হচ্ছে যে কব্জি কেটে নিজের ক্ষতি করছে বা রক্তপাতের কারণে মৃত্যু হচ্ছে।

ভিডিওর কন্টেন্ট, শীর্ষক বা থাম্বনেলে বিতর্কিত বিষয় প্রচার বা গৌরবান্বিত করা।

  • "আমার বউকে আমি মারধর করতে চলেছি, তার সাথে এমন ব্যবহারই করা উচিত।”

অ্যানিমেশনের মাধ্যমে কোনও বিতর্কিত বিষয় চাঞ্চল্যকরভাবে দেখানো।

  • অন্যদের হয়রান করছে এমন কোনও চরিত্র দেখানো।

মূল বিষয়বস্তু হিসেবে বিতর্কিত বিষয়ের গ্রাফিক দৃশ্য বা বিস্তারিত বর্ণনা; নিম্নলিখিত রেফারেন্স বা প্রসঙ্গের সাথে সাথে আহার ব্য়াধির স্পষ্ট রেফারেন্স:

  • সবথেকে কম BMI বা ওজন।
  • অত্যধিক রোগা বা ক্ষীণ শরীর দেখানো।
  • ওজন বা শরীর সংক্রান্ত কথা বলে অপমান বা হয়রান করা।
  • একটানা কিছু খাওয়া, খাবার লুকানো বা জমিয়ে রাখার মতো অভ্যাস প্রকাশ করা।
  • ক্যালোরি হ্রাস করার জন্য ব্যায়াম করা।
  • বমি বা ল্যাক্সেটিভের অপব্যবহার করা।
  • ওজন কমানোর অগ্রগতি পরীক্ষা করা।
  • উপরে উল্লেখ করা আচরণগুলির মধ্যে কোনও একটি লুকানোর রেফারেন্স।

কাজে লাগার মতো সংজ্ঞা:

  • “ফোকাস” বা “ফোকাল” বলতে কোনও নির্দিষ্ট বিষয়ের বিভাগ বা সম্পূর্ণ ভিডিও বোঝায় এবং বিষয়টির উপর বারবার রেফারেন্স দেখানো ও প্রদত্ত বিষয়ে ফোকাস করা হয়। কোনও কন্টেন্টে বিতর্কিত বা সংবেদনশীল হিসেবে তালিকাভুক্ত বিষয়ের ক্ষণস্থায়ী দৃশ্য থাকলে সেই কারণে বিজ্ঞাপন দেখানো যাবে না এমনটা নয়। উদাহরণস্বরূপ, সংক্ষেপে একটি বিতর্কিত বা সংবেদনশীল বিষয় স্বীকার করার মতো বিষয় (যেমন, "পরের সপ্তাহের ভিডিওতে আমরা আত্মহত্যার হার হ্রাসের বিষয়ে আলোচনা করব।”) ফোকাল হিসেবে বিবেচিত হবে না বরং ভিডিওর কোনও অংশে এই জাতীয় বিষয়ে নির্দিষ্ট করে কথা বলা হলে তা ফোকাল হিসেবে বিবেচনা করা হবে। ফোকাস মৌখিক না হলেও তা বিবেচিত হবে। সংবেদনশীল বিষয়ে ফোকাস করে এমন কোনও ছবি বা টেক্সট থাকলে সেটিও ফোকাস হিসেবে বিবেচিত হবে। কিছু উদাহরণ হল:

    • কীভাবে নিজের ক্ষতি করতে হয় তা ভিডিওতে ফোকাস করা হয়েছে।
    • এমন কন্টেন্ট যেখানে কোনও প্রসঙ্গ বা কারণ ছাড়াই খুব অমার্জিত ভাষার ব্যবহার ও তাতে ফোকাস করা হয়েছে।
  • ক্ষণস্থায়ী দৃশ্য বলতে এমন বিষয় বোঝায় যা কন্টেন্টের ফোকাসে দেখানো হয়নি (ফোকাস করা হয়নি) এবং যাতে ক্ষণস্থায়ীভাবে বিতর্কিত বা সংবেদনশীল কার্যকলাপ দেখানো হয়েছে। যেমন, সংক্ষেপে কোনও বিতর্কিত বা সংবেদনশীল বিষয়ের (যেমন, "পরের সপ্তাহের ভিডিওতে আমরা আত্মহত্যার হার হ্রাস পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব") অস্তিত্ব স্বীকার করা হলে সেটি ভিডিওর মুখ্য বিষয়বস্তু হিসেবে বিবেচনা করা হবে না।

বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকায় ব্যবহার করা মূল শব্দগুলি সম্পর্কে আরও জানতে সংজ্ঞার তালিকা পড়ে দেখুন।

কোন ধরনের ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য

কোন ধরনের ভিডিও আমাদের গেমিং মনিটাইজেশন নীতির আওতায় পড়ে সে সম্পর্কে বিশদে জানুন।

যে ধরনের ভিডিওতে প্রযোজ্য হবে

গেম-মধ্যস্থ টুকরো দৃশ্য বা সিনেম্যাটিক্স

আসল গেমপ্লেতে অ্যানিমেট করা দৃশ্য যোগ করা থাকলে, সেটিও আমাদের নীতি নির্দেশিকার আওতায় পড়বে। দর্শকদের বিচলিত করার মতো কোনও ক্লিপ এডিট করার পর বিশেষভাবে ফোকাস করে শেয়ার করলে বা সেগুলি সংকলন করে দেখালে আপনার ভিডিওটি হলুদ আইকন সহ দেখানো হবে।

প্রতিক্রিয়া জানানোর ভিডিও

আপনার প্রতিক্রিয়া জানানোর ভিডিওতে আসল ক্লিপ এম্বেড করা থাকলে এবং তাতে যদি এমন দৃশ্য থাকে যা আমাদের নীতি লঙ্ঘন করে তবে এক্ষেত্রে আপনার ভিডিওতে আমাদের নির্দেশিকা ও তা প্রয়োগ করার বিষয়টি প্রযোজ্য হবে; এর ফলে আপনি আমাদের নীতি লঙ্ঘনকারী আসল ক্লিপ তৈরি না করলেও আপনার ভিডিও হলুদ আইকন সহ দেখানো হবে।

কথোপকথন / ভয়েসওভার গেমপ্লে

গেমের অডিওর বদলে আপনার যোগ করা আলাদা অডিও গেমপ্লেতে (ভয়েসওভার) থাকলে সেটিও আমাদের বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকার সাথে মানানসই হতে হবে।

ভিডিওতে দেখানো টেক্সট বা গ্রাফিক্স

আপনার ভিডিওতে যোগ করা এমন কোনও টেক্সট (যেমন, আপনার তৈরি করা ক্লোজড ক্যাপশন বা ভিডিওতে এম্বেড করা সাবটাইটেল), অডিও (শুরুর মূল গান ইত্যাদি) বা গ্রাফিক ছবি (যেমন, আপনার ব্র্যান্ডের আইকন, স্লোগান ইত্যাদি) থাকলে যা ব্র্যান্ডের পক্ষে নিরাপদ নয়, সেক্ষেত্রে আপনার ভিডিওতে হলুদ আইকন দেখানো হবে।

আপনার ভিডিওতে স্পষ্টভাবে দেখানো কমেন্ট

আপনার ভিডিও চলাকালীন দর্শকদের করা যেসব কমেন্ট (যেমন, দ্রুত স্ক্রল করার সময় দেখতে পাওয়া কমেন্ট, ব্যবহারকারীদের দেওয়া পপ-আপ ইত্যাদি পড়ে) দেখতে পাওয়া যায় সেগুলি আমরা সাধারণত পর্যালোচনা করি না। তবে এগুলি অনুপযুক্ত হলে ও কোনওভাবে আলাদা করে দেখালে (যেমন, ভিডিওতে এই ধরনের কমেন্ট পড়ে শোনানো বা জুম করে হাইলাইট করে দেখানো) তা আমরা পর্যালোচনা করতে পারি। একইভাবে, ভিডিওর সাথে যুক্ত 'কমেন্ট' বিভাগে থাকা কন্টেন্ট বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকার আওতায় পড়ে না এবং কোনও আপত্তিকর কমেন্ট দেখতে পেলে তা মডারেট করার দায়িত্ব আপনাকেই নিতে হবে (বিস্তারিত বিবরণ জানতে এখানে দেখুন)।

গেমপ্লে সম্পর্কিত জুয়া বিষয়ক কন্টেন্ট

কীভাবে কিছু করতে হয় সেই সম্পর্কিত ভিডিও, টিউটোরিয়াল ও জুয়া খেলার সাইটের (যেমন, ভার্চুয়াল প্রোডাক্ট কারেন্সি হিসেবে ব্যবহার করে ম্যাচে বেটিং করা) লিঙ্ক সরাসরি দেওয়া অথবা ইন-গেম কারেন্সির মাধ্যমে বেটিং করার মতো ঘটনা আমাদের “বেআইনি কন্টেন্ট” সংক্রান্ত নীতি লঙ্ঘনের আওতায় পড়ে। গেমপ্লের সাধারণ নিয়মে ভার্চুয়াল আইটেম পাওয়ার বদলে অন্য কোনও উপায়ে তা পেলে সেটিও নীতি লঙ্ঘন হিসেবেই গণ্য করা হয় (এটি ক্রিয়েটরের কোডের মতো অ্যাফিলিয়েট প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য নয়)। YouTube ব্যবহারকারীদের আমাদের নীতির নিয়ম মেনে চলতে হয় ও সেগুলি লঙ্ঘন করলে এইসব সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে। এই পৃষ্ঠাতে অতিরিক্ত তথ্য চেক করে দেখুন।

বড়-ফর্মের কন্টেন্ট

কোনও ভিডিও কতটা বড় তা গুরুত্বপূর্ণ তবে তার থেকেও জরুরি হল ভিডিওর উদ্দেশ্য ও প্রসঙ্গ। ভিডিওতে কোনও আপত্তিকর জিনিস থাকলে তা বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত হিসেবে গণ্য করা হবে না। যেমন, কোনও গেমিং ভিডিও প্রায় এক ঘণ্টার হলেও তাতে যদি ঘৃণাত্মক জাতিগত অপমানের উল্লেখ থাকে তবে সেই ভিডিও হলুদ আইকন সহ দেখানো হবে।

ভিডিওতে ফোকাল বিষয় হিসেবে হিংসা দেখানো হয়েছে

আমরা নীতি লঙ্ঘনকারী কোনও উপাদানকে ভিডিওর মধ্যে ফোকাল হিসেবে তখনই বিবেচনা করি যদি তা নিচে উল্লেখ করা কোনও একটি বিভাগের অন্তর্গত হয়:

  • এমন কিছুর উল্লেখ করা বা দেখানো যার ফলে দর্শক হতচকিত হয়ে যেতে পারেন (যেমন, গেম-মধ্যস্থ কোনও নৃশংস আক্রমণে হওয়া গুরুতর আঘাত অকারণে জুম করে দেখানো)।
  • ভিডিওর কেন্দ্রীয় বিষয় হিসেবে হিংস্রতার দৃশ্য থাকা (যেমন, কোনও গেমে মুণ্ডচ্ছেদ করার ভিডিওর সংকলন থাকা)।

আপনাকে যদি নিজের ভিডিওতে এইসব দৃশ্য বাধ্যতামূলকভাবে রাখতেই হয়, সেক্ষেত্রে আপনি নিজেই নিজের ভিডিওতে হলুদ আইকন চিহ্নিত করাই কাম্য।

থাম্বনেল ও শীর্ষক

সাধারণত দর্শকদের আগ্রহ জাগিয়ে তোলার উদ্দেশ্যে হতচকিত করার মতো ও উত্তেজনাপূর্ণ শব্দ থাম্বনেল বা শীর্ষকে যোগ করার প্রবণতা দেখা যায়। যদিও ভিডিও কন্টেন্টের মতোই থাম্বনেল বা শীর্ষকে নীতি লঙ্ঘনকারী উপাদান থাকলে সেক্ষেত্রেও সীমিত বিজ্ঞাপন দেখানো হবে বা কোনও বিজ্ঞাপন দেখানো হবে না।

থাম্বনেলের কিছু উদাহরণ (এই তালিকাটি সম্পূর্ণ নয়):

  • আগ্রহ তৈরির জন্য কোনও দৃশ্য ঘুরিয়ে ফিরিয়ে দেখানো বা বারবার দেখানো (যেমন, অস্পষ্ট করা যৌনাঙ্গের ছবি হাইলাইট করা)
  • যৌন কার্যকলাপের সাথে যুক্ত আপত্তিকর টেক্সট (যেমন, “এই চরিত্রটিকে চরম সুখ পেতে দেখুন”)
  • এমন ছবি যা দর্শকদের হতচকিত করতে পারে যেমন, অনুপযুক্ত যৌন কার্যকলাপ বা গ্রাফিক হিংস্রতা

শীর্ষকের কিছু উদাহরণ (এই তালিকাটি সম্পূর্ণ নয়):

  • পুরোপুরি বলা, সেন্সর করা বা ইচ্ছে করে ভুল বানানে দেখানো অশ্লীল শব্দ (যেমন, “কে বে বোকা*দা”)
  • যৌন কন্টেন্টের ইঙ্গিত করে দেখানো শীর্ষক যাতে অন্য কিছুর ভিডিও থাকতে পারে
  • শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য হিসেবে শীর্ষকে উল্লেখ করা থাকলে (যেমন, ১৯+ বা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য)
  • শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বড় হাতের অক্ষরে শীর্ষক দেওয়া থাকলে (যেমন, “EXTREME FATALITY WINS”)

আরও জানুন

নীতি সম্পর্কিত আপডেট জানতে সাবস্ক্রিপশন নিতে চান? আমরা নীতিতে কোনও আপডেট করা মাত্রই তার ব্যাপারে ইমেল সতর্কতা পেতে, এখানে আমাদের YouTube কমিউনিটি ফোরামে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনি Twitter-এ @teamyoutube বা @youtubecreators-এ গিয়ে আমাদের ফলো করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15162939805607469504
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false