YouTube ক্রিয়েটর ডেমোগ্রাফি সম্পর্কে

ক্রিয়েটর ও আর্টিস্ট সমীক্ষাটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, ভারতের ক্রিয়েটর এবং আর্টিস্টদের YouTube চ্যানেলের ক্ষেত্রে ঐচ্ছিক।

সমীক্ষাটি YouTube Studio সেটিংসবিভাগে ক্রিয়েটর ডেমোগ্রাফি বিকল্পের মধ্যে পাওয়া যাবে। বর্তমানে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও ভারতের চ্যানেল মালিকরা এই সেটিং ব্যবহার করতে পারবেন।

আপনিও YouTube Studio মোবাইল অ্যাপের 'সেটিংস' বিভাগ থেকে 'ক্রিয়েটর ডেমোগ্রাফি' দেখতে পাবেন।

'ক্রিয়েটর ডেমোগ্রাফি'তে YouTube আর্টিস্ট ও ক্রিয়েটরদের শেয়ার করা ডেটার মাধ্যমে আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানতে ও বুঝতে পারি। আমরা যে তথ্য সংগ্রহ করি তা অঞ্চল অনুযায়ী পরিবর্তিত হয়। যাইহোক, ক্রিয়েটররা এখন YouTube-এ ডেমোগ্রাফি (বয়স, লিঙ্গ, আয়, শিক্ষা, ইত্যাদি) এবং পরিচয়ের তথ্য শেয়ার করতে পারেন, যদি তারা মনে করেন।

YouTube চ্যানেল সংক্রান্ত এই তথ্যের সাহায্যে আমরা দেখে নিতে পারি যে, সিস্টেমে যেন কোনও প্রকার অনিচ্ছাকৃত পক্ষপাতিত্বের প্রতিফলন না হয়।

আমরা নিশ্চিত করতে চাই, YouTube প্ল্যাটফর্ম যেন সকলের উপযোগী হয় এবং সবাই যেন এটি ব্যবহার করতে পারেন। বর্তমানে, আমাদের সিস্টেমের মূল্যায়ন প্রক্রিয়া সীমিত করা রয়েছে কারণ YouTube-এ থাকা চ্যানেলের পরিচয় সম্পর্কিত তথ্য আমাদের কাছে নেই। একটি নির্দিষ্ট ডেমোগ্রাফির (বয়স, লিঙ্গ, আয়, শিক্ষা, ইত্যাদি) বা নির্দিষ্ট পরিচয়ের ক্রিয়েটর ও আর্টিস্ট কমিউনিটির চ্যানেলের ক্ষেত্রে প্রোডাক্ট ও নীতি কীভাবে কাজ করছে, সামগ্রিকভাবে তা মূল্যায়ন করার কোনও উপায় আমাদের কাছে নেই।

মনে রাখবেন: আমরা জানি যে পরিচয় ব্যক্তিগত ব্যাপার; তাই পরিচয় সংক্রান্ত তথ্য শেয়ার করা ঐচ্ছিক বিষয়। এই সেটিং থেকে পরিচয় সম্পর্কিত সেইসব ডেটা আমাদের দেয় যা আমরা YouTube-এ ক্রিয়েটর ও আর্টিস্টদের চ্যানেলের ব্যাপারে সচরাচর জানতে পারি না। এই সমীক্ষায় আপনি যেসব উত্তর দেবেন তা আপনার YouTube চ্যানেলে স্টোর করা থাকবে এবং অন্য কোনও Google প্রোডাক্টে এই তথ্য ব্যবহার করা হবে না। YouTube-এর সিস্টেমে থাকা কোনও স্বতন্ত্র ভিডিও বা চ্যানেলের পারফর্ম্যান্সে প্রভাব ফেলার জন্য আপনার দেওয়া তথ্য ব্যবহার করা হবে না।

যুক্তরাজ্যের সব নির্মাতাদের আমন্ত্রণ জানান: ক্রিয়েটর ডেমোগ্রাফি Studio স্টুডিও সেটিংস

কীভাবে আমরা 'ক্রিয়েটর ডেমোগ্রাফি' ডেটা ব্যবহার করি

বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিত্ব করেন এমন ক্রিয়েটর ও আর্টিস্টদের চ্যানেলের ক্ষেত্রে YouTube কীভাবে কাজ করে, তা মূল্যায়ন করতে আমরা সংগ্রহ করা ডেটা ব্যবহার করি। আপনার শেয়ার করা ডেটা আমরা যে জন্য ব্যবহার করি:

  • আমাদের অ্যালগরিদম ও সিস্টেম বিভিন্ন কমিউনিটি থেকে পাওয়া কন্টেন্ট কীভাবে ব্যবহার করে, তা পরীক্ষা করে দেখতে
  • YouTube-এ বিভিন্ন আলাদা আলাদা কমিউনিটি কীভাবে উন্নতি করছে তা বুঝতে
  • হয়রানি ও ঘৃণা ছড়ানো সহ সম্ভাব্য অপব্যবহারের প্যাটার্ন শনাক্ত করতে
  • আমাদের বর্তমান প্রোগ্রাম, ক্যাম্পেন ও অফার আরও উন্নত করতে

সিস্টেমে যদি এমন সমস্যা খুঁজে পাওয়া যায় যা বিশেষ কোনও কমিউনিটিকে প্রভাবিত করে, সেক্ষেত্রে আমরা তা দ্রুত সমাধান করার ব্যাপারে বদ্ধপরিকর। আমাদের এই ক্রমাগত প্রচেষ্টার ফলে কতটা উন্নতি করা গেছে তা আপনার সাথে নিয়মিত শেয়ার করা হবে।

'ক্রিয়েটর ডেমোগ্রাফি'তে আপনার তথ্য শেয়ার করার বিকল্প বেছে নিলে, Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী Google LLC আপনার তথ্য রেখে দেবে। আপনার শেয়ার করা তথ্য আপনার YouTube চ্যানেলে স্টোর করা হবে এবং অন্যান্য Google প্রোডাক্টে তা ব্যবহার করা হবে না। আপনার অনুমতি ছাড়া এই তথ্য সর্বজনীনভাবে বা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না।

আমরা কীভাবে আপনার শেয়ার করা ডেটা ব্যবহার করি, এখানে সেই ব্যাপারে আরও বিবরণ দেওয়া হল:

আমাদের অ্যালগরিদম ও সিস্টেম বিভিন্ন কমিউনিটি থেকে পাওয়া কন্টেন্ট কীভাবে ব্যবহার করে, তা পরীক্ষা করে দেখতে

বিভিন্ন কমিউনিটির ক্রিয়েটর ও শিল্পীদের তৈরি করা কন্টেন্ট আমাদের সিস্টেম কীভাবে ব্যবহার করে, এই ডেটার সাহায্যে আমরা তা বুঝতে পারব।
আমাদের উদ্দেশ্য হল অটোমেটিক সিস্টেমে সম্ভাব্য সমস্যা আরও ভালভাবে শনাক্ত করা। তাছাড়া, কোনও সমস্যা খুঁজে পাওয়া গেলে আমরা তার সমাধানও করতে চাই, যাতে সিস্টেম সকলের ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলা যায়।

YouTube-এ বিভিন্ন আলাদা আলাদা কমিউনিটি কীভাবে উন্নতি করছে তা বুঝতে

বিভিন্ন ক্রিয়েটর কমিউনিটি কীভাবে YouTube-এ উন্নতি করছে তা বোঝার ব্যাপারে আমাদের সাহায্য করতেও এই ডেটা ব্যবহার করা হবে।

আমরা কীভাবে উন্নতির মূল্যায়ন করি তার একটি উদাহরণ হল, বিভিন্ন কমিউনিটি YouTube-এ কীভাবে মনিটাইজ করে তা বিশ্লেষণ করা। আমরা ক্রিয়েটর ও আর্টিস্টদের থেকে এমন ঘটনার ব্যাপারে মতামত পেয়েছি, যেখানে আমাদের মনিটাইজেশন সিস্টেম আশানুরূপ কাজ করেনি। আমাদের সিস্টেম ও নীতি যাতে প্রত্যেক ক্রিয়েটর ও সব ধরনের কন্টেন্টের ক্ষেত্রে ভালভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।

হয়রানি ও ঘৃণা ছড়ানো সহ সম্ভাব্য ক্ষতিকারক আচরণের প্যাটার্ন শনাক্ত করা

কন্টেন্ট, ঘৃণাত্মক আচরণ ও হয়রানি সংক্রান্ত নীতি লঙ্ঘন করলে আমরা সেটি সরিয়ে দিই। কিন্তু আমরা এমন ফিডব্যাক পেয়েছি যা আপত্তিকর ও যাতে আঘাত পাওয়ার মতো কন্টেন্ট আছে এবং কমেন্টে এই ধরনের আচরণ বহু ক্রিয়েটরকে ক্রমাগত প্রভাবিত করতে পারে। এই ধরনের আচরণ কীভাবে বিভিন্ন ক্রিয়েটর কমিউনিটিকে প্রভাবিত করতে পারে তা বোঝার ব্যাপারে এই ডেটা সক্রিয়ভাবে আমাদের সাহায্য করবে। এর ফলে আমাদের অটোমেটিক সিস্টেমও সময়ের সাথে আরও উন্নত হয়ে উঠবে।

আমাদের বর্তমান প্রোগ্রাম, ক্যাম্পেন ও অফার আরও উন্নত করতে

'ক্রিয়েটর ডেমোগ্রাফি'র মধ্যে, প্রোগ্রাম ও ইভেন্টে আমন্ত্রণ করার ক্ষেত্রে আপনার তথ্য ব্যবহার করা যাবে কিনা সেই ব্যাপারে সম্মতি জানাতে পারবেন। এই তথ্য আমাদের বর্তমান প্রোগ্রাম, ক্যাম্পেন ও অফার আরও ভালভাবে বুঝতে সাহায্য করতে পারে। এইসব অফারের মধ্যে রয়েছে ক্রিয়েটর ইভেন্টের মতো প্রোগ্রাম এবং সেইসব প্রোগ্রাম যা উদীয়মান ক্রিয়েটরদের উন্নতিতে সাহায্য করে। এছাড়া আমরা ক্রিয়েটরদের সঙ্গে নিয়ে রিসার্চের আয়োজন করি, যেমন ফোকাস গ্রুপ, মুখোমুখি মতামতের সেশন, সমীক্ষা এবং অন্যান্য ধরনের রিসার্চ। এই কাজের মাধ্যমে, আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিমের কাছে ক্রিয়েটরদের দৃষ্টিকোণ তুলে ধরতে পারি। YouTube-এ অসংখ্য বৈচিত্র্যপূর্ণ কমিউনিটির ক্রিয়েটররা রয়েছেন আর 'ক্রিয়েটর ডেমোগ্রাফি' থেকে পাওয়া তথ্য আমাদের আরও বেশি করে সেইসব ক্রিয়েটরের কাছে রিসার্চের আমন্ত্রণ জানানোর অনুমতি দেবে।

আপনার উত্তরের তথ্য এডিট করা বা মুছে ফেলার বিকল্প

উত্তরের তথ্য কীভাবে মুছবেন তা জানতে নিচের নির্দেশাবলী পড়ুন। আপনার শেয়ার করা তথ্য ৪৫ দিনে একবার এডিট করতে পারবেন। Studio-তে দেখানোর জন্য যেদিন আপনি আবার তথ্য পাঠানোর চেষ্টা করতে পারবেন তার পরবর্তী সম্ভাব্য তারিখ। আপনার উত্তর যেকোনও সময় পুরোপুরি মুছে দিতে পারবেন।

মনে রাখবেন: এই তথ্য এডিট করলে বা মুছে দিলে, YouTube-এ আপনার কন্টেন্টের পারফর্ম্যান্সে কোনও প্রভাব পড়বে না।

YouTube Studio-তে ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর এডিট করুন:

  1. YouTube Studioতে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের বাঁ দিকে, সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. ক্রিয়েটর ডেমোগ্রাফি বিকল্প বেছে নিন।
  4. সমীক্ষা এডিট করুন বিকল্প বেছে নিন।
  5. উত্তর এডিট করুন।
  6. জমা দিন বিকল্প বেছে নিন।

YouTube Studio অ্যাপে ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর এডিট করুন:

  1. YouTube Studio অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. মেনুতে গিয়ে সেটিংস  বিকল্পে ট্যাপ করুন।
  4. চ্যানেল বিকল্পের অধীনে, ক্রিয়েটর ডেমোগ্রাফি বিকল্পে ট্যাপ করুন।
  5. সমীক্ষা এডিট করুন বিকল্প বেছে নিন।
  6. উত্তর এডিট করুন।
  7. জমা দিন বিকল্প বেছে নিন।

YouTube Studio-তে ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর মুছে দিন:

  1. YouTube Studioতে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের বাঁ দিকে, সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. ক্রিয়েটর ডেমোগ্রাফি বিকল্প বেছে নিন।
  4. ডেটা মুছুন বিকল্প বেছে নিন।
  5. কনফার্মেশন উইন্ডো পপ-আপ করলে, মুছুন বিকল্প বেছে নিন।

YouTube Studio অ্যাপে ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর মুছে দিন:

  1. YouTube Studio অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. মেনুতে গিয়ে 'সেটিংস ' বিকল্পে ট্যাপ করুন।
  4. চ্যানেল বিকল্পের অধীনে, ক্রিয়েটর ডেমোগ্রাফি বিকল্পে ট্যাপ করুন।
  5. ডেটা মুছুন বিকল্প বেছে নিন।
  6. কনফার্মেশন উইন্ডো পপ-আপ করলে, মুছুন বিকল্প বেছে নিন।

ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর ডাউনলোড করা:

আপনার ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত ডেটা ডাউনলোড করতে, এইসব নির্দেশ অনুসরণ করুন। এক বা একাধিক YouTube চ্যানেলের ডেটা ডাউনলোড করতে, আপনাকে ব্যক্তিগত Google অ্যাকাউন্ট দিয়েই সাইন-ইন করতে হবে, ব্র্যান্ড অ্যাকাউন্ট দিয়ে নয়।

'ক্রিয়েটর ডেমোগ্রাফি' সম্পর্কে আরও জানা

আমি কখন এই সেটিং ব্যবহার করতে পারি?

ক্রিয়েটর ও আর্টিস্টদের জন্য আমরা ক্রিয়েটর ও আর্টিস্ট ডেমোগ্রাফিক সমীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২১ সালে, যুক্তরাজ্যে জুলাই, ২০২৩-এ, ব্রাজিলে সেপ্টেম্বর, ২০২৩-এ প্রকাশ করেছি এবং এখন ভারতে প্রকাশ করতে চলেছি। এখন এইসব প্রশ্ন, কম্পিউটারে আপনার YouTube Studio সেটিংস বিভাগে ক্রিয়েটর ডেমোগ্রাফির মধ্যে দেখতে পেতে পারেন।

আপনি এই সেটিংস পেতে চাইলে, আপনাকে অবশ্যই চ্যানেলের মালিক হতে হবে। ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে আপনাকে আসল মালিক হতে হবে। YouTube চ্যানেলের অনুমতি ব্যবহার করলে, আপনাকে মালিক হতে হবে।

এই সেটিং অন্যান্য দেশ অথবা অঞ্চল এবং আরও অন্যান্য পরিচয়ধারী লোকজনের জন্য কবে উপলভ্য হবে?

২০২৩ সালে আমরা এই সুবিধা ভারতে চালু করেছি এবং শীঘ্রই অন্যান্য দেশ ও অঞ্চলে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। আমরা জানি যে এই সমীক্ষার বিভাগ ও পছন্দগুলিতে বিশ্বজুড়ে সব ব্যক্তির পরিচয় প্রতিফলিত করার মতো উপায় নেই। আমরা ভবিষ্যতে এই বিভাগ ও পছন্দগুলি আরও সম্প্রসারিত করতে চাই।

সব ক্রিয়েটর ও দর্শকের অভিজ্ঞতা উন্নত করার জন্য প্লে-তে আমাদের অন্যান্য প্রচেষ্টার পাশাপাশি এই সেটিং চালু করা হয়েছে। প্রত্যেকে যাতে YouTube প্ল্যাটফর্ম সহজে অ্যাক্সেস করতে পারেন এবং সামগ্রিক অভিজ্ঞতা লাভ করেন তা নিশ্চিত করার ব্যাপারে সাহায্য করতে, অক্ষমতা রয়েছে এমন দর্শক ও ক্রিয়েটরদের সাথে YouTube কাজ করা চালিয়ে যাচ্ছে।

আমাকে কি 'ক্রিয়েটর ডেমোগ্রাফি'র সব প্রশ্নের উত্তর দিতে হবে?

না, ক্রিয়েটর ডেমোগ্রাফির সমীক্ষা পূরণ করার সময় প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি চাইলে কোনও প্রশ্নের উত্তর ফাঁকা রাখতে অথবা "উত্তর দিতে চাই না" বিকল্প বেছে নিতে পারেন।

এই সেটিং কি আমার চ্যানেলের পারফর্ম্যান্সে প্রভাব ফেলবে?

YouTube-এর সিস্টেমে ব্যক্তির কন্টেন্টের পারফর্ম্যান্সকে প্রভাবিত করার জন্য আপনার শেয়ার করা তথ্য ব্যবহার করা হবে না।

আমাদের সিস্টেমে যাতে অনিচ্ছাকৃত পক্ষপাতিত্ব দেখা না যায় তা আমরা নিশ্চিত করতে চাই। সার্চ করা, খুঁজে দেখা ও মনিটাইজেশন সিস্টেমের মতো YouTube-এর বিভিন্ন অংশের মূল্যায়ন করার কাজে ক্রিয়েটর ডেমোগ্রাফি থেকে পাওয়া ডেটা ব্যবহার করা হবে। নির্দিষ্ট কোনও কমিউনিটিকে প্রভাবিত করছে এমন কোনও সমস্যা খুঁজে পাওয়া গেলে, সিস্টেমের ট্রেনিং আরও উন্নত করার ব্যাপারে ফোকাস করা হবে, যাতে সিস্টেম আরও সঠিক ও সবার ব্যবহারের উপযোগী করে তোলা যায়।

ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত প্রশ্নাবলী কীভাবে তৈরি করা হয়েছে?

নাগরিক অধিকার ও মানবাধিকার বিশেষজ্ঞ এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিত্বকারী ক্রিয়েটরদের সাথে আমরা একসঙ্গে কাজ করেছি।

আমার দেওয়া উত্তর কি YouTube-এর বাইরে অন্য কোনও প্ল্যাটফর্মে শেয়ার করা হবে?

ক্রিয়েটর ও আর্টিস্ট সমীক্ষা অথবা 'ক্রিয়েটর ডেমোগ্রাফি' সেটিংয়ে আপনার শেয়ার করা তথ্য YouTube চ্যানেলে স্টোর করা হবে এবং অন্য কোনও Google প্রোডাক্ট তা ব্যবহার করবে না। আপনার অতিরিক্ত সম্মতি না নিয়ে এই তথ্য সর্বজনীনভাবে অথবা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না। এই তথ্য আমরা বিজ্ঞাপনদাতাদের শেয়ার করব না অথবা বিজ্ঞাপন টার্গেটিংয়ের জন্য ব্যবহার করব না।

প্রোগ্রাম ও ইভেন্টে আমন্ত্রণ জানানোর জন্য আপনার দেওয়া তথ্য ব্যবহার করতে সম্মতি দেবেন কিনা তা আপনি বেছে নিতে পারবেন। এর মধ্যে থাকতে পারে চ্যানেল বা কন্টেন্ট হাইলাইট করা অথবা ওয়ার্কশপ, ব্যবহারকারী সম্পর্কে রিসার্চ বা অন্যান্য ক্যাম্পেন।

আমার তথ্য জমা দেওয়ার পরেও কি সেগুলি আমি আপডেট/এডিট করতে পারব?

আপনার 'ক্রিয়েটর ডেমোগ্রাফি'তে দেওয়া উত্তর ৪৫ দিনের মধ্যে একবার এডিট করতে পারবেন। Studio-তে দেখানোর জন্য যেদিন আপনি আবার তথ্য পাঠানোর চেষ্টা করতে পারবেন তার পরবর্তী সম্ভাব্য তারিখ। আপনার উত্তর যেকোনও সময় পুরোপুরি মুছে দিতে পারবেন।

ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর এডিট করুন:

  1. 'চ্যানেল মালিক' অ্যাকাউন্ট দিয়ে কম্পিউটার থেকে YouTube-এ সাইন-ইন করুন অথবা YouTube Studio অ্যাপ ব্যবহার করুন।
  2. YouTube Studio সেটিংস বিকল্পে যান এবং ক্রিয়েটর ডেমোগ্রাফি বিকল্প বেছে নিন।
    • YouTube Studio অ্যাপে, আপনার 'প্রোফাইল ছবি' Profileসেটিংস বিকল্পে ট্যাপ করে ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত তথ্য খুঁজে নিন।
  3. সমীক্ষা এডিট করুন বিকল্প বেছে নিন।
  4. উত্তর এডিট করুন।
  5. জমা দিন বিকল্প বেছে নিন।

ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর মুছে দেওয়া:

  1. 'চ্যানেল মালিক' অ্যাকাউন্ট দিয়ে কম্পিউটার থেকে YouTube-এ সাইন-ইন করুন অথবা YouTube Studio অ্যাপ ব্যবহার করুন।
  2. YouTube Studio সেটিংস বিকল্পে যান এবং ক্রিয়েটর ডেমোগ্রাফি বিকল্প বেছে নিন।
    • YouTube Studio অ্যাপে, আপনার 'প্রোফাইল ছবি' Profile ও সেটিংস বিকল্পে ট্যাপ করে ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত তথ্য খুঁজে নিন
  3. ডেটা মুছুন বিকল্প বেছে নিন।
  4. কনফার্মেশন উইন্ডো পপ-আপ হলে, মুছুন বিকল্প বেছে নিন।

ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত উত্তর ডাউনলোড করা:

আপনার ক্রিয়েটর ডেমোগ্রাফি সংক্রান্ত ডেটা ডাউনলোড করতে, এইসব নির্দেশ অনুসরণ করুন। এক বা একাধিক YouTube চ্যানেলের ডেটা ডাউনলোড করতে, আপনাকে ব্যক্তিগত Google অ্যাকাউন্ট দিয়েই সাইন-ইন করতে হবে, ব্র্যান্ড অ্যাকাউন্ট দিয়ে নয়।

এর ফলে কি আমার Google অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্যের পরিবর্তন হবে?

ক্রিয়েটর ও আর্টিস্ট সমীক্ষা অথবা 'ক্রিয়েটর ডেমোগ্রাফি' সেটিংয়ে শেয়ার করা তথ্য YouTube চ্যানেলে স্টোর করা হবে। অন্য কোনও Google প্রোডাক্টে এই তথ্য ব্যবহার করা হবে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1700510872697450094
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false