বিজ্ঞপ্তি

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google-এর ফিচার করা স্নিপেট কীভাবে কাজ করে

Google-এর সার্চ ফলাফল কখনও কখনও এমন তালিকা দেখায়, যেখানো কোনও পৃষ্ঠার লিঙ্কের আগে, সেই সম্পর্কে তথ্য জানা যায় এমন স্নিপেট এসে যায়। আমাদের সাধারণ ফর্ম্যাট অনুযায়ী এটি পরে আসার কথা। এইভাবে দেখানো ফলাফলকে "ফিচার করা স্নিপেট" বলে। আপনি স্নিপেট নিজে থেকে সামগ্রিক সার্চ ফলাফল, "লোকজন এগুলিও জিজ্ঞাসা করেন" বিভাগ বা নলেজ গ্রাফ তথ্যের সাথে খুঁজে পেতে পারেন।

আমরা তখনই ফিচার করা স্নিপেট দেখাই, যখন আমাদের সিস্টেম নির্ধারণ করে যে এই ফর্ম্যাট, লোকজন পৃষ্ঠার বিবরণ থেকে বা সেটি পড়ার জন্য ক্লিক করার সময়ে, দুটি ক্ষেত্রেই যা খুঁজছেন তা আরও সহজে ডিসকভার করতে সাহায্য করবে। এটি বিশেষ করে তাদের জন্য সহায়ক, যারা মোবাইলে বা ভয়েসের মাধ্যমে সার্চ করেন।

ফিচার করা স্নিপেটে সাধারণত একটি তালিকা থাকে, তবে একাধিক দেখা যেতে পারে।

কীভাবে ফিচার করা স্নিপেট বেছে নেওয়া হয়

ফিচার করা স্নিপেট ওয়েব সার্চ তালিকা থেকে পাওয়া যায়। Google-এর অটোমেটিক সিস্টেম নির্ধারণ করে যে কোনও পৃষ্ঠা নির্দিষ্ট সার্চ সম্পর্কিত অনুরোধের জন্য হাইলাইট করতে, ফিচার করা ভালো স্নিপেট তৈরি করতে পারবে কিনা। আপনার মতামত আমাদের সার্চ অ্যালগরিদম ও সার্চ ফলাফলের কোয়ালিটি উন্নত করতে আমাদের সাহায্য করে।

পরামর্শ: আপনি যদি কোনও ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন, কীভাবে Google Search-এ ফিচার করা স্নিপেট ম্যানেজ করতে হয় তা জানুন।

কেন ফিচার করা স্নিপেট মুছে দেওয়া হতে পারে

ফিচার করা স্নিপেট আমাদের নীতি মেনে না চললে তা সরিয়ে নেওয়া হয়।

যেসব ফিচার করা স্নিপেট আমাদের নীতি মেনে চলে না, তা যাতে না দেখানো হয়, তার জন্য আমাদের অটোমেটিক সিস্টেম ডিজাইন করা হয়েছে। তবে, আমাদের সার্চের পরিধি এতটাই বড় যে আমরা, আমাদের ব্যবহারকারীদের থেকে পাওয়া রিপোর্টের উপরেও ভরসা করি। পরবর্তী কালে যেকোনও সমস্যা এড়াতে, আপনার রিপোর্ট আমাদের সার্চ অ্যালগরিদম উন্নত করতে সাহায্য করে।

আমরা যদি দেখি যে, কোনও ফিচার করা স্নিপেট আমাদের নীতি মেনে চলে না, সেক্ষেত্রে তা সরিয়ে দিই। আমাদের পর্যালোচনায় যদি এটি দেখা যায় যে, কোনও ওয়েবসাইটে এমন কোনও ফিচার করা স্নিপেট আছে, যা আমাদের নীতি মনে চলে না অথবা সেটি আমাদের Google Search-এর প্রয়োজনীয় বিষয় লঙ্ঘন করে, সেক্ষেত্রে সাইটটি ফিচার করা স্নিপেট হিসেবে আর উপযুক্ত নাও থাকতে পারে।

ফিচার করা স্নিপেট সম্পর্কে কীভাবে রিপোর্ট করতে হয়

ফিচার করা স্নিপেটের ক্ষেত্রে আপনার কোনও সমস্যা হলে, ফিচার করা স্নিপেটের নিচে, মতামত দিন বিকল্পে ক্লিক করুন। ফিচার করা স্নিপেট সম্পর্কে রিপোর্ট করতে পারবেন, যদি মনে করেন এটি:

  • আমাদের নীতি মেনে চলে না
  • এর মধ্যে ভুল বা বিভ্রান্তিকর তথ্য আছে
  • আপনি পছন্দ করেন না এমন কোনও উত্তর দেয়
পরামর্শ: এছাড়াও, ফিচার করা স্নিপেট আপনার জন্য সহায়ক হলে আপনি ইতিবাচক মতামত দিতে পারবেন। এছাড়াও এটি, আমাদের অটোমেটিক সিস্টেম উন্নত করতে সাহায্য করে।
ফিচার করা স্নিপেট সম্পর্কে আমাদের নীতি

ফিচার করা স্নিপেট সকলের জন্য যে সহায়ক তা নিশ্চিত করতে, আমাদের কাছে এমন সিস্টেম আছে যা Google Search সামগ্রিক নীতি বা সার্চ ফিচারের এইসব নীতি লঙ্ঘন করে, এমন ধরনের স্নিপেট দেখানো আটকায়:

  • বিপজ্জনক কন্টেন্ট
  • প্রতারণামূলক কাজকর্ম
  • হয়রানিমূলক কন্টেন্ট
  • ঘৃণাপূর্ণ কন্টেন্ট
  • কারচুপি করা মিডিয়া
  • মেডিকেল কন্টেন্ট
  • যৌনতাপূর্ণ অনুপযুক্ত কন্টেন্ট
  • সন্ত্রাসবাদ সম্পর্কিত কন্টেন্ট
  • হিংসা ও রক্তপাত
  • আমার্জিত ভাষা ও অশ্লীল শব্দ

Google Search-এর জন্য এইসব কন্টেন্ট নীতি সম্পর্কে আরও জানুন। 

এছাড়াও, ফিচার করা স্নিপেটের এই, নির্দিষ্ট ফিচার সম্পর্কিত অতিরিক্ত নীতি আছে যা প্রযোজ্য:

  • জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে সর্বসম্মতির ক্ষেত্রে বিরোধিতা: জনস্বার্থ সম্পর্কিত কন্টেন্ট সংক্রান্ত ফিচার করা স্নিপেটের ক্ষেত্রে -- সুপ্রতিষ্ঠিত বা বিশেষজ্ঞের সহমতের বিরোধিতা থাকা উচিত নয় -- এর মধ্যে রয়েছে অনেক নাগরিক বিষয়ক, চিকিৎসা সংক্রান্ত ও ঐতিহাসিক সমস্যা। আমরা এমন তথ্য সরিয়ে দিতে পারি, যেখানে কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের ক্ষতিসাধনের জন্য করা জঘন্য কাজের আরোপ দেওয়া হয়েছে, তবে তা সমর্থন করতে পারে এমন কোনও প্রমাণ নেই।

পরামর্শ: এইসব নীতি শুধুমাত্র ফিচার করা স্নিপেট হিসেবে দেখানো হয়েছে, এমন কন্টেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এগুলি ওয়েব সার্চ তালিকার ক্ষেত্রে প্রযোজ্য হয় না অথবা এই নীতির জন্য তা সরিয়ে নেওয়াও হয় না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
false
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7111050749451904790
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100334
false
false