"ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি" চালু রেখে আপনি Google-এ সার্চ করার সময়, Google আপনার সার্চ ইতিহাসের মতো অ্যাক্টিভিটি আপনার Google অ্যাকাউন্টে সেভ করে। আপনার অভিজ্ঞতা আরও পছন্দমতো করে তুলতে, আপনি বিভিন্ন Google পরিষেবা জুড়ে যেসব অ্যাক্টিভিটি করেন তা "ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি" সেভ করে, এতে লোকেশনের মতো সংশ্লিষ্ট তথ্যও অন্তর্ভুক্ত থাকে। আপনাকে আরও পছন্দমতো অভিজ্ঞতা দিতে আমরা আপনার সেভ করা অ্যাক্টিভিটি ব্যবহার করি, যেমন অ্যাপ ও কন্টেন্ট সংক্রান্ত সাজেশন।
আমার অ্যাক্টিভিটিতে আপনি যা করতে পারবেন:
- আপনার Google অ্যাকাউন্টে সেভ থাকা সার্চ ইতিহাস মুছুন।
- সার্চ সেটিংস ম্যানেজ করুন, যেমন Google কোন অ্যাক্টিভিটি সেভ করবে এবং Google কখন আপনার সার্চ ইতিহাস অটোমেটিক মুছে দেবে।
এছাড়াও আপনার ডিভাইসে আপনার Search ইতিহাস সেভ হয়ে যেতে পারে, যেমন আপনার Google অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করার পরেও যখন আপনি Google অ্যাপ ব্যবহার করেন। কীভাবে আপনার অন-ডিভাইস Search ইতিহাস ম্যানেজ করবেন তা জানুন।
সেভ করা সার্চ ইতিহাস ম্যানেজ করুন
Search ইতিহাস মোছা
গুরুত্বপূর্ণ: আপনার Google অ্যাকাউন্টে সেভ থাকা Search ইতিহাস মুছে দিলে, আপনি আর তা ফেরাতে পারবেন না।
আপনি নির্দিষ্ট কোনও অ্যাক্টিভিটি মুছতে পারবেন অথবা নির্দিষ্ট কোনও দিন, কাস্টম করা তারিখের ব্যাপ্তি বা পুরো সময়ের Search ইতিহাসও মুছতে পারবেন।
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, 'Google অ্যাপ ' খুলুন।
- একদম উপরে ডানদিকে থাকা, আপনার প্রোফাইল ছবি বা নামের আদ্যক্ষর সার্চ ইতিহাস বিকল্পে ট্যাপ করুন।
- আপনি যে সার্চ ইতিহাস মুছতে চান সেটি বেছে নিন। আপনি এগুলি বেছে নিতে পারবেন:
- আপনার সব সার্চ ইতিহাস: আপনার ইতিহাসের উপরে থাকা, 'মুছুন পুরো সময়ের জন্য মুছুন' বিকল্পে ট্যাপ করুন।
- কোনও নির্দিষ্ট সময়সীমা: আপনার সার্চ করার ইতিহাসের উপরে থাকা, 'মুছুন কাস্টম রেঞ্জ মুছুন' বিকল্পে ট্যাপ করুন।
- কোনও নির্দিষ্ট দিন: ওই দিনের পাশে, [day] থেকে সব অ্যাক্টিভিটি মুছুন বিকল্পে ট্যাপ করুন।
- কোনও নির্দিষ্ট অ্যাক্টিভিটি: ওই অ্যাক্টিভিটির পাশে, অ্যাক্টিভিটি আইটেম মুছুন বিকল্পে ট্যাপ করুন।
আপনার Search-এর ইতিহাস কন্ট্রোল করা
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, 'Google অ্যাপ ' খুলুন।
- একদম উপরে ডানদিকে থাকা, আপনার প্রোফাইল ছবি বা নামের আদ্যক্ষর সার্চ ইতিহাস কন্ট্রোল বিকল্পে ট্যাপ করুন।
- "ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি" কার্ডে থাকা, "অটোমেটিক মুছে দিন (বন্ধ)" অথবা "অটোমেটিক মুছে দিন (চালু)" এই দুটি বিকল্পের মধ্যে থেকে একটি বিকল্পে ট্যাপ করুন।
- এগিয়ে যেতে একটি বিকল্প বেছে নিন।
- আপনার সার্চ ইতিহাস কখন অটোমেটিক মুছে ফেলতে চান তার ভিত্তিতে, আপনি এর থেকে বেশি পুরনো অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে দিন বিকল্প বেছে নিতে পারবেন এবং ৩ মাস, ১৮ মাস অথবা ৩৬ মাস বিকল্প বেছে নিতে পারবেন।
- আপনার সার্চ ইতিহাস অটোমেটিক মুছতে না চাইলে, আপনি অ্যাক্টিভিটি অটোমেটিক মুছবেন না বিকল্প বেছে নিন।
- পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
আপনার সার্চ করার ইতিহাস সেভ করার সুবিধা পজ করতে:
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, 'Google অ্যাপ ' খুলুন।
- একদম উপরে ডানদিকে থাকা, আপনার প্রোফাইল ছবি বা নামের আদ্যক্ষর সার্চ ইতিহাস কন্ট্রোল বিকল্পে ট্যাপ করুন।
- "ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি" সেটিংসের মধ্যে থাকা, বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
- বন্ধ করুন অথবা বন্ধ করুন ও অ্যাক্টিভিটি মুছুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনি “অ্যাক্টিভিটি বন্ধ করুন ও মুছুন” বিকল্প বেছে নিলে, কোন অ্যাক্টিভিটি মুছতে চান সেটি বেছে নিতে ও তা কনফার্ম করতে, অতিরিক্ত ধাপগুলি ফলো করুন।
আপনার ডিভাইসে সেভ থাকা Search ইতিহাস ম্যানেজ করা
Google অ্যাপে থাকা সাম্প্রতিক সার্চ কোয়েরি মোছাসার্চ বার থেকে আপনার সাম্প্রতিক কোয়েরি মুছে দিলে, এটি আমার অ্যাক্টিভিটি থেকেও মুছে যায়।
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google সার্চ বারে ট্যাপ করুন।
- সার্চ বার খুঁজে না পেলে, 'Google অ্যাপ ' খুলুন।
- 'সাম্প্রতিক কোয়েরি ' টাচ করে ধরে রাখুন।
- মুছুন বিকল্পে ট্যাপ করুন।
এমনকি আপনার সার্চ ইতিহাস আপনার Google অ্যাকাউন্টে সেভ না করা থাকলেও অথবা আপনি তা 'আমার অ্যাক্টিভিটি' থেকে মুছে দিলেও, আপনার ব্রাউজারে এখনও সেটি স্টোর করা থাকতে পারে।
এগুলিতে আপনার ব্রাউজারের ইতিহাস মুছতে পারবেন:
- Chrome ব্রাউজারে: কীভাবে ব্রাউজ করা অন্যান্য ডেটা এবং ব্রাউজিং ইতিহাস মুছতে হয় তা জানুন।
- অন্যান্য ব্রাউজারে: আপনার ব্রাউজারের নির্দেশাবলী দেখুন।
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, 'Google অ্যাপ ' খুলুন।
- একদম উপরে ডানদিকে থাকা, আপনার প্রোফাইল ছবি অথবা নামের আদ্যক্ষর সেটিংস গোপনীয়তা ও সুরক্ষা সার্চ কাস্টমাইজেশন বিকল্পে ট্যাপ করুন।
- সার্চ কাস্টমাইজেশন বিকল্প বন্ধ করুন।
আপনার Search ইতিহাস সংক্রান্ত সমস্যার সমাধান করা
আমার অ্যাক্টিভিটিতে মুছে ফেলা ইতিহাস দেখায়- আপনার ডিভাইস ইন্টারনেটে কানেক্ট করলে: আপনি একটি ডিভাইসে থাকা আমার অ্যাক্টিভিটি থেকে আপনার সার্চ করার ইতিহাস মুছে দিলে, আপনি এখনও এটি অফলাইনে থাকা ডিভাইসে দেখতে পেতে পারেন। আপনার ডিভাইস ইন্টারনেটে কানেক্ট করলে, এটি আপনার মোছা Search ইতিহাস সরিয়ে দেয়।
- আপনার ক্যাশে ও কুকি মোছা: কীভাবে আপনার ক্যাশে ও কুকি মুছতে হয় তা জানুন।
Search কাস্টমাইজ করা বন্ধ করতে:
- আপনার Android ফোন বা ট্যাবলেটে, 'Google অ্যাপ ' খুলুন।
- একদম উপরে ডানদিকে থাকা, আপনার প্রোফাইল ছবি বা নামের আদ্যক্ষর সেটিংস সাধারণ সার্চ কাস্টমাইজেশন বিকল্পে ট্যাপ করুন।
- সার্চ কাস্টমাইজেশন বিকল্প বন্ধ করুন।
Google কীভাবে আপনার Google অ্যাকাউন্ট থেকে আপনার সার্চ করার ইতিহাস মুছে দেয়
আপনি ম্যানুয়ালি অ্যাক্টিভিটি মুছে দেওয়ার বিকল্প বেছে নিলে অথবা আপনার 'অটোমেটিক মুছে দিন' সেটিংয়ের ভিত্তিতে অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে গেলে, তখনই প্রোডাক্ট ও আমাদের সিস্টেম থেকে এটিকে সরানোর প্রসেস শুরু করে দিই।
প্রথমত, আমাদের লক্ষ্য থাকে ভিউ এবং যেসব ডেটা হয়ত আর আপনার Google সংক্রান্ত অভিজ্ঞতা পছন্দমতো করার কাজে লাগে না, সেইগুলি মুছে দেওয়া।
তারপর আমাদের স্টোরেজ সিস্টেম থেকে নিরাপদে ও সম্পূর্ণভাবে সেই ডেটা মুছে ফেলার জন্য ডিজাইন করা প্রসেস শুরু করে দিই।