Google-এর অটোমেটিক সম্পূর্ণ করার পূর্বানুমান ম্যানেজ করা

অটোমেটিক সম্পূর্ণ হওয়া ফিচারের মাধ্যমে আপনার Google Search সহজেই লিখতে পারবেন। আপনি চাইলে অটোমেটিক সম্পূর্ণ করার নির্দিষ্ট কয়েকটি পূর্বাভাষ বন্ধ করে দিতে বা সরিয়ে দিতে পারেন অথবা আপনাকে দেখানো পূর্বাভাষ সম্পর্কে অভিযোগ জানাতে পারেন।

অটোমেটিক সম্পূর্ণ হওয়ার সুবিধা সম্পর্কে আরও জানুন

'পছন্দমতো সার্চ করা' সেটিংস বন্ধ করুন

গুরুত্বপূর্ণ: "পছন্দমতো সার্চ করা" সেটিংস বন্ধ করা থাকলে, আগে করা সার্চের ভিত্তিতে আপনার পছন্দমতো পূর্বাভাষ বা সাজেশন দেখানো হয় না। "ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি" চালু থাকলে, Google পরিষেবা জুড়ে আরও বেশি পছন্দমতো অভিজ্ঞতার অনুমতি দেওয়ার জন্য, আপনার Google অ্যাকাউন্টে সার্চ ইতিহাস সেভ করা হয়। আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি কীভাবে খুঁজে ম্যানেজ করতে হয় তা জানুন

আপনি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে এবং "পছন্দমতো সার্চ করা" সেটিংস চালু করা থাকলে, আপনি Google Search-এ পছন্দসই পূর্বাভাষ ও সাজেশন পাবেন। আপনি পূর্বাভাষ ও সাজেশন পেতে না চাইলে, পছন্দমতো সার্চ করা বন্ধ করতে পারবেন।

জনপ্রিয় সার্চ বিকল্প বন্ধ করা

গুরুত্বপূর্ণ: আপনি জনপ্রিয় সার্চ বিকল্প বন্ধ করে দিলে, সেই ডিভাইসের Google অ্যাপে এই বিকল্পটি বন্ধ হয়ে যাবে। google.com-এ জনপ্রিয় সার্চ বন্ধ করতে, কোনও মোবাইল ব্রাউজারে আপনার সেটিংস আপডেট করুন।

Google অ্যাপে জনপ্রিয় সার্চ দেখতে না চাইলে আপনি সেটিংসে গিয়ে সেটি পরিবর্তন করে নিতে পারেন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google অ্যাপ Google Search খুলুন।
  2. একদম উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর এবং তারপর সেটিংস এবং তারপর অন্যান্য সেটিংস এবং তারপর অটোমেটিক সম্পূর্ণ হওয়ার সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. জনপ্রিয় সার্চ ব্যবহার করে সাজেশন অটোমেটিক সম্পূর্ণ করুন বিকল্প বন্ধ করুন।
মোবাইল ব্রাউজার খুলে জনপ্রিয় সার্চ বিকল্প বন্ধ করা
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে Chrome Chrome বা Firefox, এমন কোনও একটি ব্রাউজার খুলুন।
  2. google.com সাইটে যান।
  3. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর বিকল্পে ট্যাপ করুন।
  4. আরও সেটিংস Settings এবং তারপর অন্যান্য সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  5. জনপ্রিয় সার্চ ব্যবহার করে সাজেশন অটোমেটিক সম্পূর্ণ করুন বিকল্প বন্ধ করুন।

সম্পর্কিত সার্চ বিকল্প বন্ধ করা

Google-এ সার্চ করার সময় আপনি Google অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করে গেলে, আপনার সম্প্রতি করা সার্চ সম্পর্কিত সাজেশন নাও দেখতে পেতে পারেন। আপনি এগুলি পেতে না চাইলে, Search কাস্টমাইজ করার সুবিধা বন্ধ করুন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google অ্যাপ Google Search খুলুন।
  2. একবারে উপরে ডানদিকে, আপনার মানুষের আইকন  এবং তারপর সেটিংস এবং তারপর সাধারণ এবং তারপর সার্চ কাস্টমাইজ করা বিকল্পে ট্যাপ করুন।
  3. Search কাস্টমাইজ করা সম্পর্কিত বিকল্প বন্ধ করুন।

পূর্বানুমানের ব্যাপারে অভিযোগ জানানো

আপনার যদি মনে হয় যে এই পূর্বাভাষ অটোমেটিক সম্পূর্ণ হওয়া সংক্রান্ত নীতি লঙ্ঘন করেছে, তাহলে আপনি অভিযোগ জানাতে পারেন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google অ্যাপ খুলুন Google Search বা google.com লিঙ্কে যান।
  2. সার্চ বারে, আপনার সার্চ কোয়েরি লিখুন।
    • সার্চ বারের নিচে পূর্বাভাষ দেখা যায়।
  3. কোনও পূর্বাভাষের উপরে টাচ করে ধরে রাখুন।
  4. এই সম্পর্কে অভিযোগ জানান বিকল্পে ট্যাপ করুন।

আমরা আপনার মতামতের বিশ্লেষণ করব। তবে যেসব পূর্বাভাষের বিষয়ে অভিযোগ জানানো হয়েছে, সেগুলি অটোমেটিক সরানো হবে না।

পূর্বাভাষ সম্পর্কে আইনি সমস্যার রিপোর্ট করা

বেআইনি বলে মনে হওয়া কোনও কন্টেন্ট সরানোর অনুরোধ করতে, এই ফর্ম সম্পূর্ণ করুন

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2744204095011187441
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100334
false
false