Google Flights-এর মাধ্যমে কীভাবে সবচেয়ে কম ভাড়া খুঁজে পাওয়া যায়

Google Flights-এর বিভিন্ন ফিচার আপনার ভ্রমণের জন্য আপনাকে সবচেয়ে কম ভাড়া খুঁজে পেতে সাহায্য করে।

ফ্লাইট সার্চ করলে মূল্য, মেয়াদ, দিনের সময় ও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে Google Flights আপনাকে "সেরা ফ্লাইট" অনুযায়ী সার্চ ফলাফল অটোমেটিক সাজিয়ে দেখায়। সবচেয়ে ভাল মূল্যে টিকিট পেতে আপনি অন্যান্য টুলও ব্যবহার করতে পারেন।

"ছাড়তে চলেছে এমন সবথেকে ভাল ফ্লাইট" আমরা যেভাবে র‍্যাঙ্ক করি

গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, সম্পূর্ণ যাত্রায় কতগুলি স্টপ পড়বে এবং বিমানবন্দরে ফ্লাইট পরিবর্তন করার মধ্যবর্তী সময়ে কতক্ষণ অপেক্ষা করতে হবে, এই সব তথ্যের উপর ও তার পাশাপাশি ভাড়ার উপর নির্ভর করে এইসব ফ্লাইটের র‍্যাঙ্ক বানানো হয়েছে। এছাড়াও, যেসব এয়ারলাইনের ভাড়া সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই সেগুলির নন-স্টপ যাত্রাপথ আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তবে এইসব যাত্রাপথ সবসময় সবথেকে নিচে দেখা যাবে। 

আপনাকে এইসব ফলাফল দেখাতে Google Flights, ৩০০-এর থেকে বেশি ট্রাভেল পার্টনারের অফার তুলনা করে, এর মধ্যে অন্তর্ভুক্ত হল এয়ারলাইন, অনলাইন ট্রাভেল এজেন্সি এবং এগ্রিগেটর। উপলভ্য থাকা সবকটি অফার ফলাফলে নাও দেখানো হতে পারে। 

ফ্লাইটের তালিকায় নাম দেখানোর জন্য ট্রাভেল পার্টনাররা Google-কে কোনও পেমেন্ট করে না এবং এইসব পার্টনারের সাথে Google-এর সম্পর্ক কেমন তার ভিত্তিতে তালিকার ক্রম প্রভাবিত হয় না।

"ছাড়তে চলেছে এমন অন্যান্য ফ্লাইট" আমরা যেভাবে র‍্যাঙ্ক করি

ভাড়ার কম থেকে বেশি ক্রমানুযায়ী আমরা এইসব ফ্লাইট র‍্যাঙ্ক করি। ভাড়ার সব ফলাফলের নিচে দাম ছাড়া যাত্রাপথ দেখা যায়।

আমরা কীভাবে বুকিং লিঙ্ক র‍্যাংকিং করি

লিঙ্ক র‌্যাঙ্কিং করা Google Flights-এর অ্যালগরিদম, কিছু ফ্যাক্টরকে দেখার সময় আলাদা আলাদা গুরুত্ব দেয়, যেমন:

  • লিঙ্কের সঙ্গে কোনও ভাড়া যোগ করা আছে কিনা
  • Google Flights-এ পার্টনার কত ভাড়া অফার করেছে।
  • লিঙ্কটি কোনও এয়ারলাইনের, নাকি কোনও OTA লিঙ্ক।
    • Google-এর ডেটা দেখায় যে ব্যবহারকারী এয়ারলাইনের লিঙ্কই বেশি পছন্দ করে, কিন্তু Google, সার্চের সেরা ফলাফলে এয়ারলাইন ও OTA, দুয়েরই বিকল্প দিতে চায়।
  • লিঙ্কের ধরন ও কোয়ালিটি, এতে এটিও দেখা হয় যে লিঙ্কটি শ্যালো না ডিপ, কোন প্রকৃতির।
    • এটি দেখা হয় যাতে ব্যবহারকারীকে পার্টনারের ওয়েবসাইটে আবারও সফরসূচি বেছে নিতে না হয়।
  • Google Flights-এর সাথে যোগ করা লিঙ্কটি কোনও মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে কিনা, তাও দেখা হয়।

জানুন কেন কিছু দাম সবুজ কালারে দেখানো হয়েছে

ফ্লাইট এবং বুকিং লিঙ্কের র‌্যাঙ্কিং করার সময় আমরা বেশ কিছু বিষয় বিবেচনা করি, আমরা শনাক্ত করেছি যে দাম অনেক ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবচেয়ে সাশ্রয়ী ভাড়ার ফ্লাইট এবং বুকিং বিকল্পগুলি হাইলাইট করতে একটি সবুজ ফন্ট ব্যবহার করি যাতে আপনি এই বিকল্পগুলি আরও সহজে খুঁজে পেতে পারেন।

এই সবচেয়ে সাশ্রয়ী ভাড়ার ফ্লাইট এবং বুকিং বিকল্পগুলি, সর্বনিম্ন ভাড়ার বিকল্পের সাথে সম্পর্কিত মূল্য এবং উপলভ্য বিকল্পগুলির মোট সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

কখন ফ্লাইট বুক করতে হবে তা জানা

পরামর্শ বিভাগে আপনার জন্য নোট থাকতে পারে, এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার জন্য কোনও ভালো ডিল রয়েছে কিনা।
  • বুক করার আগে ভাড়া আর কমার সম্ভাবনা কম: ফ্লাইট খোঁজা ও সেটি ছাড়ার মাঝে ভাড়া আর কমবে না বলে Google Flights প্রায় নিশ্চিত হলে এই পরামর্শ দেখানো হয়। পুরনো ফ্লাইটের টিকিটের মূল্য বিশ্লেষণ করে এই ভবিষ্যদ্বাণী করা হয় এবং ভবিষ্যতে মূল্য আমাদের প্রত্যাশামত না চলার সবসময় সম্ভাবনা থাকে। (মোবাইলে "শীঘ্র বুক করুন" বিভাগের নিচে এই নোট দেখানো হতে পারে।)
  • ভাড়া স্বাভাবিকের চেয়ে কম: আপনার ট্রিপের মতো একই ধরনের ট্রিপের পুরনো ভাড়া বিশ্লেষণ করে প্রত্যাশার থেকে সেটি উল্লেখযোগ্যভাবে কম থাকলে এই পরামর্শ দেখানো হয়। পরামর্শের উপর ক্লিক করলে, দাম যে স্বাভাবিকের চেয়ে কম, Google Flights কী কী বিষয়ের উপর নির্ভর করে তা নির্ধারণ করেছে আপনাকে সেটি দেখানো হবে
  • দাম বাড়ার সম্ভাবনা আছে: এছাড়া, আগামী দিনে দাম নির্দিষ্ট পরিমাণ বাড়তে পারে বলে আপনি পরামর্শ দেখতে পেতে পারেন, যেমন, "দাম বাড়ার সম্ভাবনা রয়েছে"। দাম বাড়বে ও আনুমানিক কতটা, সেই বিষয়ে Google Flights মোটামুটি নিশ্চিত থাকলে তবেই এমন পরামর্শ দেখানো হয়। পুরনো ফ্লাইটের টিকিটের দাম বিশ্লেষণ করে এই পূর্বাভাষ দেখানো হয় এবং ভবিষ্যতে দাম আমাদের প্রত্যাশামত না হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। (মোবাইলে "এখনই বুক করুন" বিভাগের নিচে এটি দেখা যেতে পারে।)

ফ্লাইটে করে কখন কোথায় যেতে হবে তা জানা

  • তারিখ: আপনি হয়ত লক্ষ্য করে থাকবেন যে, সপ্তাহের অন্য কোনও দিন বেছে নিলে ফ্লাইটের ভাড়া কম বা বেশি হয়। তারিখ বিকল্পে ক্লিক করলে কোন তারিখে ভাড়া সবথেকে কম তা আপনি দেখতে পারবেন।
  • ভাড়ার গ্রাফ: আপনার যাতায়াতের তারিখ পরিবর্তন করা গেলে, ভাড়ার গ্রাফে ক্লিক করে আপনি সপ্তাহ বা মাস অনুযায়ী সেটির প্রবণতা দেখতে পাবেন। এছাড়া, এই বিভাগ থেকে আপনি ফ্লাইট ও ভাড়া ট্র্যাক করা বিকল্পটি বেছে নিতে পারবেন।
  • বিমানবন্দর: বিমানবন্দর বিভাগে অন্যান্য বিমানবন্দরে দাম আরও সস্তা কিনা তা লেখা থাকবে এবং সেটি কত তা আপনি দেখতে পারবেন।

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7220991310321045205
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
254
false
false