Google-এর মাধ্যমে পরিবেশিত বিজ্ঞাপন কন্টেন্ট আড়াল করলে

আমরা Google-এর মাধ্যমে পরিবেশিত বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিই না, যদি সেই বিজ্ঞাপন:

  • যেকোনও সময়কাল ধরে কন্টেন্ট পুরোপুরি বা আংশিক আড়াল করে রাখে

এই বিধিনিষেধ বোঝার জন্য কিছু পরামর্শ

Ads Interfering: Google-served ads obscuring content | Google Publisher Restrictions

আমরা পৃষ্ঠার বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখানো এবং বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ফর্ম্যাট নিয়ে পরীক্ষা করার জন্য বিজ্ঞাপনদাতাদের উৎসাহিত করে থাকি। তবে, Google বিজ্ঞাপন কোড এমন জায়গায় প্লেস না করাই ভাল যেখানে Google বিজ্ঞাপন কোনও কন্টেন্টকে আড়াল করছে।

কন্টেন্ট আড়াল করে এমন বিজ্ঞাপন সংক্রান্ত নীতি কীভাবে মেনে চলবেন সেই ব্যাপারে নিচে আরও কিছু সাজেশন দেওয়া হল:

  • প্রকাশকের কন্টেন্টের খুব কাছাকাছি বিজ্ঞাপন বসানোর সময় সতর্ক থাকবেন, কারণ এর ফলে অনিচ্ছাকৃত ক্লিক হতে পারে বা বিজ্ঞাপন কন্টেন্ট আড়াল করতে পারে।
  • মনে রাখবেন, কন্টেন্টের মধ্যে প্রকাশকের কন্টেন্ট ও বিজ্ঞাপন অন্তর্ভুক্ত রয়েছে, তাই কোনও বিজ্ঞাপন অন্য কোনও বিজ্ঞাপনকে আড়াল করলে সেটিও এই নীতির আওতায় পড়বে।

মোবাইলের জন্য উপযুক্ত উদাহরণ

ডেস্কটপ স্ক্রিনের জন্য উদাহরণ

 

 

শব্দকোষ থেকে সাধারণত ব্যবহার করা হয় এমন নীতির শর্তাবলী এবং তাদের অর্থের বিষয়ে আরও জানুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6845364983336228352
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false