অসৎ ঘোষণা

প্রকাশকরা যাতে Google বিজ্ঞাপন সিস্টেম ব্যবহার বা সেটির সাথে ইন্টার‌্যাক্ট করতে পারেন সেই জন্য তাদের প্রদান করা তথ্য:

  • অবশ্যই সঠিক ও সম্পূর্ণ হতে হবে এবং বিভ্রান্ত করার জন্য কিছু বাদ দিলে চলবে না এবং
  • বিভ্রান্তিকর বা প্রতারণামূলক পদ্ধতিতে উপস্থাপন করলে চলবে না।

    উদাহরণ: প্রকাশকের প্রদান করা এই ব্যক্তিগত তথ্য বা পেমেন্টের বিবরণ অসম্পূর্ণ, অস্পষ্ট বা ভুল আছে। প্রকাশকের ওয়েবসাইট (যেমন ads.txt ফাইলে) বা অ্যাপ (যেমন app-ads.txt ফাইলে) সম্পর্কিত তথ্য ভুল আছে। বিজ্ঞাপনের অনুরোধে ভুল অথবা আংশিক URL বা AppID উল্লেখ করা আছে।

এই নীতি বোঝার জন্য কয়েকটি পরামর্শ

Dishonest Declarations | Google Publisher Policies

অসৎ ঘোষণা সংক্রান্ত নীতি বোঝার ব্যাপারে সাহায্য করতে নিচে আরও কিছু উদাহরণ দেওয়া হল:

  • ভুল ব্যক্তিগত তথ্য দেওয়া। যেমন, ভুল ঠিকানা বা জন্মের তারিখ জমা দেওয়া।
  • আপনার URL আড়াল করে বিজ্ঞাপনের অনুরোধ পরিবর্তন করা। 

একটি ads.txt বা app-ads.txt ফাইল ব্যবহার করার ব্যাপারে বিশেষভাবে সাজেস্ট করা হচ্ছে। কারণ এটি ক্রেতাদের জাল ইনভেনটরি চিনতে এবং বিজ্ঞাপনদাতারা যে পরিমাণ খরচ করেন তার বেশি অংশ যাতে আপনি উপার্জন করেন সেই ব্যাপারে সাহায্য করবে। ads.txt বা app-ads.txt ফাইলে আপনি যদি ভুল তথ্য প্রদান করেন, সেক্ষেত্রে এটি অসৎ ঘোষণা নীতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

 

শব্দকোষ থেকে সাধারণত ব্যবহার করা হয় এমন নীতির শর্তাবলী এবং তাদের অর্থের বিষয়ে আরও জানুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12008727946747810276
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false