Google জুড়ে খবরের অভিজ্ঞতা ব্যবহারকারীদের সহজে বিভিন্ন সোর্স থেকে খবর খুঁজে পেতে সহায়তা করার জন্য News তৈরি করা হয়েছে যাতে তথ্য আপ-টু-ডেট থাকে এবং ব্যবহারকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জানতে পারেন। আমাদের বিভিন্ন প্রোডাক্ট ও সারফেসে Google কীভাবে খবর দেখায় তা জানুন।
Google News
আমাদের সাধারণ ওয়েব ক্রলের মাধ্যমে Google আপনার সাইট খুঁজে পেতে পারে। Google News-এ আপনার কন্টেন্ট দেখাতে না চাইলে, Google Search-এ সাইটের ক্রমাগত ইন্ডেক্সিং ও র্যাঙ্কিং একই রকম রেখেও আপনি কন্টেন্টে অ্যাক্সেস ব্লক করতে পারবেন। Google News-এ Reader Revenue Manager-এর মাধ্যমে স্ট্রিমলাইন করা সাবস্ক্রিপশনের বিক্রি অন্তর্ভুক্ত।
Google News-এ সার্চ ফলাফল
সার্চ করলে Google News-এ প্রাসঙ্গিক ফলাফল দেখানো হয়। এইসব ফলাফল আমরা ওয়েবে উপযুক্ত কন্টেন্ট থেকে খুঁজে পাই এবং সেগুলি অটোমেটিক খবর হিসেবে চিহ্নিত করা হয়। আপনার কন্টেন্ট কীভাবে খুঁজে পাওয়া যেতে পারে এবং তা সার্চ ফলাফলের উপযুক্ত হিসেবে কোন কোন উপায়ে বিবেচনা করা হয় সে বিষয়ে আরও জানুন।
উপযুক্ত কন্টেন্ট থাকলেই তা Google News-এ ভালো র্যাঙ্কে দেখানোর ব্যাপারে গ্যারেন্টি দেওয়া যায় না। Google News-এ র্যাঙ্কিং পৃষ্ঠা দেখুন ও প্রাসঙ্গিক ফলাফল দেখাতে আমাদের অটোমেটিক সিস্টেম কীভাবে কাজ করে তা জেনে নিন।
আপনার কাছে উপযুক্ত কন্টেন্ট রয়েছে কিনা তা Search Console-এ গিয়ে Google News পারফর্ম্যান্স রিপোর্ট থেকে সবচেয়ে ভালোভাবে বুঝে নিতে পারবেন।
সেরা খবর
আপনার করা কোনও সার্চ কোয়েরিতে খবর-কেন্দ্রিক কোনও সার্চ Google Search শনাক্ত করলে সেটি "সেরা খবর" বিভাগে দেখানো হয়। সার্চের ফলাফল দেখানোর জন্য আমরা প্রাসঙ্গিক, ভালো কোয়ালিটির খবরের কন্টেন্টের সাথে মিল খুঁজে তা দেখাই। "সেরা খবর"-এ সার্চ কোয়েরি সংক্রান্ত নিবন্ধ সহ News ট্যাবে আরও সম্পর্কিত নিবন্ধের লিঙ্ক দেখানো হয়। এই ফিচারের জন্য কন্টেন্ট অটোমেটিক বেছে নেওয়া হয়।
Search-এর News ট্যাব
খবর জানতে চাইলে, Search-এর News ট্যাবে ব্যবহারকারীদের সেটি ফিল্টার করে দেখানো হয়। খবরের মধ্যে ব্যবহারকারীরা ইভেন্ট সংক্রান্ত কন্টেন্টও দেখতে পান। বিস্তৃত প্রসঙ্গের ক্ষেত্রে, সাধারণ সার্চ কোয়েরির তুলনায় 'খবর' ট্যাবে অনেক বেশি সংখ্যক নিবন্ধ দেখানো হয়।
"সেরা খবর" বা Search-এর News ট্যাবের জন্য প্রকাশকদের অটোমেটিক বেছে নেওয়া হয়। প্রকাশকদের শুধু খুব ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে ও Google News-এর কন্টেন্টের নীতি মেনে চলতে হবে।
Google News Showcase-এ দেখানো হয়
Google News Showcase হল খবর পড়ার এক অনলাইন অভিজ্ঞতা যা ২০২০ সালে লঞ্চ করা হয়েছিল। এই প্ল্যাটফর্মের সহায়তায় অংশগ্রহণকারী প্রকাশকরা একটি উন্নত স্টোরিটেলিং অভিজ্ঞতার মাধ্যমে তাদের দক্ষতা এবং সম্পাদকীয় মতামত শেয়ার করতে পারেন। Google News Showcase সম্পর্কে আরও জানুন।