বিজ্ঞপ্তি

আমরা সম্প্রতি প্রকাশনা পৃষ্ঠার আপডেটের ঘোষণা করেছি। আরও তথ্য জানতে এখানে পড়ুন

Google News-এ দেখান

Google News নতুন পাঠকের সন্ধান পেতে এবং উৎসুক সংবাদ পাঠকদের আপনার সাইটে নিয়ে আসতে আপনাকে সাহায্য করবে। Google News-এর সাহায্যে ব্যবহারকারী যা যা করতে পারবেন সেগুলি হল:

  • বিভিন্ন প্রকাশকের প্রকাশ করা সারা বিশ্বের খবর, বর্তমান ইভেন্ট ও বিবিধ কন্টেন্ট খুঁজে পাবেন।
  • নির্দিষ্ট খবর প্রদানকারী ও বিষয় সাবস্ক্রাইব করতে পারেন।
  • নিবন্ধ বুকমার্ক ও শেয়ার করতে পারবেন।
  • "আপনার জন্য" বিভাগে নিজের পছন্দমতো কন্টেন্ট দেখতে পারেন।

এটি কীভাবে কাজ করে

বিভিন্ন ফিচারের মাধ্যমে Google News ব্যবহারকারীকে আপনার সম্পর্কে জানতে ও কন্টেন্টের সাথে ইন্টার‌্যাক্ট করতে দেয়। Google News অভিজ্ঞতার মধ্যে, বিজ্ঞাপন দেখানো এবং Subscribe with Google-এর সাহায্যে সাবস্ক্রিপশন বিক্রি করার সুবিধাজনক পদ্ধতির মতো উল্লেখযোগ্য ব্র্যান্ডিং ও মনিটাইজেশনের সুযোগ রয়েছে।

RSS ফিড, ওয়েবসাইট URL বা ভিডিও জমা দেওয়ার মাধ্যমে Google News-এর সাথে আপনার কন্টেন্ট শেয়ার করতে, প্রকাশক কেন্দ্র টুল ব্যবহার করতে পারবেন।

'প্রকাশক কেন্দ্র'-এ প্রকাশনা সেট-আপ না করলেও, আমাদের স্বাভাবিক ওয়েব ক্রলের মাধ্যমে Google আপনার সাইট খুঁজে পেতে পারে। Google News-এ আপনার কন্টেন্ট দেখাতে না চাইলে, Google Search-এ সাইটের ক্রমাগত ইন্ডেক্সিং ও র‍্যাঙ্কিংয়ে বাধা না দিয়েও আপনি কন্টেন্টে অ্যাক্সেস ব্লক করতে পারবেন।

Google News র‍্যাঙ্কিংয়ের জন্য বিবেচিত হতে গেলে প্রকাশক কেন্দ্রের মাধ্যমে সাইন-আপ করা আবশ্যক না হলেও, এটি করলে নির্দিষ্ট কিছু সুবিধা পেতে পারেন:

  • কন্টেন্ট ও ব্র্যান্ডিংয়ের উপর নিয়ন্ত্রণ: Google News-এ আপনার প্রকাশনা, ডিজাইন, ব্র্যান্ড ও কাস্টমাইজ করা।
  • মনিটাইজেশনের সুবিধা: প্রকাশকরা Subscribe with Google-এর মাধ্যমে Google News-এর পেওয়াল ব্যবহার করতে পারেন।
  • প্লেসমেন্টের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হওয়া: যেসব প্রকাশক 'প্রকাশক কেন্দ্র'-এ Google News প্রকাশনা সেট আপ ও জমা করেছেন, তাদের কন্টেন্ট প্রযোজ্য দেশে বা অঞ্চলে অ্যাপের নিউজস্ট্যান্ড বিভাগে দেখানোর জন্য উপযুক্ত বলে বিবেচিত হতে পারে।
    • গুরুত্বপূর্ণ: তবে সেগুলি যে দেখানো হবেই, এমন কোনও গ্যারান্টি আমরা দিই না। নিউজস্ট্যান্ডে যে প্রকাশনা দেখানো হয়, ব্যবহারকারীর অগ্রাধিকারের ভিত্তিতে অ্যালগরিদম তা পছন্দমতো করে দেয়।

যা যা দেখে নেওয়া প্রয়োজন

  • প্রকাশক কেন্দ্রে আপনি যে ফিড বা URL জমা দেন, তা Google News-এ দেখানো হবেই বা র‌্যাঙ্ক করবেই, এমন গ্যারেন্টি আমরা দিই না।
  • Google News-এ আপনার কোনও কন্টেন্ট দেখাতে হলে, Search ও News সংক্রান্ত নীতি অবশ্যই মেনে চলতে হবে। জমা দেওয়ার পরে অটোমেটিক চেক হওয়ার সময় নীতি লঙ্ঘিত হয়েছে এমন কন্টেন্ট Google ব্লক করে দিতে পারে।
  • একাধিক ভাষায় কোনও সাইট আপনি অপারেট করলে, অন্য ভাষার ভার্সনে দর্শকদের অটোমেটিক রিডাইরেক্ট করবেন না। একাধিক অঞ্চল ও একাধিক ভাষার সাইট কীভাবে ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে আরও জানুন
  • ডেস্কটপের মতো মোবাইলেও এক ডোমেন থেকে অন্য ডোমেনে রিডাইরেক্টের বিষয়টি অটোমেটিক রাখুন। যেমন যদি example.com মোবাইলে example1.com-এ রিডাইরেক্ট করে, তাহলে এটি ডেস্কটপেও example1.com-এ রিডাইরেক্ট করা উচিত। সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ম্যাচ করে না এমন রিডাইরেক্টগুলি ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের কন্টেন্ট দেখতে বাধা দিতে পারে।

জেনে নিন কীভাবে আপনি অন্যান্য খবরের সারফেসে কন্টেন্ট দেখাতে পারেন

true
New Publisher Center

Google launched a new Publisher Center interface to help publishers easily manage how their content appears across Google News surfaces. Read more on this FAQ page and our blog post.

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2500585877434406615
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100499
false
false