ভিডিও বা মাল্টিমিডিয়া কন্টেন্টের গুরুত্ব সম্পর্কে Google News জানে। আপনার খবরের সাইটে ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হলে, আমাদের সিস্টেমের সাহায্যে সেই কন্টেন্ট আমরা পরিবেশন করতে চাইব।
আপনি যদি চান, আমরা আপনার YouTube চ্যানেল ক্রল করি, তাহলে Google News-এ আপনার YouTube ভিডিও জমা দিন। এছাড়া, <iframe>
ট্যাগ ব্যবহার করে আপনি ফিডে বা নিবন্ধে YouTube ভিডিও এম্বেড করতে পারবেন।
আপনি MP4 ভিডিও পছন্দ করলে, সেটি মিডিয়া <RSS>
ট্যাগ ব্যবহার করে নিবন্ধে এম্বেড বা নিবন্ধের ফিডে অন্তর্ভুক্ত করা আছে কিনা দেখুন।
গুরুত্বপূর্ণ: প্রকাশক কেন্দ্রে আপনি YouTube চ্যানেল শেয়ার করলে, সেটি Google News-এ ভিডিও কন্টেন্ট দেখানোর জন্য উপযুক্ত কিনা তা জানার আগে, আপনিই চ্যানেলের মালিক কিনা Google তা যাচাই করতে পারে।
ভিডিও কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকা
আপনার YouTube চ্যানেল আমাদের টিমের কাছে জমা দেওয়ার আগে আমাদের নির্দেশিকা পড়ুন।
- আসল ও অনন্য: ভিডিওর মিউজিক, ছবি বা টেক্সটের মতো সব কন্টেন্ট আপনার নিজস্ব বা অনুমতি নিয়ে ব্যবহার করা হতে হবে। Google কপিরাইট সম্মান করে এবং বিতর্কিত কপিরাইট করা কন্টেন্টের জন্য DMCA নির্দেশিকা অনুসরণ করে।
- দায়বদ্ধ ও প্রাসঙ্গিক: ভিডিওর প্রসঙ্গ ব্যবহারকারীর পক্ষে উপযোগী হতে পারে। আপনার চ্যানেলের ভিডিওগুলিতে প্রাসঙ্গিক বিবরণ, উপযোগী শীর্ষক এবং আপনার ওয়েবসাইট অথবা সংস্থা সম্পর্কে প্রাথমিক তথ্য আছে কিনা দেখুন।
- সামঞ্জস্যপূর্ণ ও খুব ভাল কোয়ালিটি: ভিডিও সহজে বোঝার মতো হতে হবে এবং সেটি স্পষ্ট অডিও ও ফোকাসে থাকা ছবি নিয়ে তৈরি হতে হবে। নিয়মিত আপডেট হয় এমন চ্যানেলের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়।
আপনার প্রকাশনার সাথে যুক্ত ভিডিও চ্যানেলগুলিকে YouTube-এর কমিউনিটির নির্দেশিকাতে উল্লিখিত স্ট্যান্ডার্ডও মেনে চলতে হবে। এছাড়া, আপনাকে YouTube-এর পরিষেবার শর্তাবলী পড়তে ও বুঝতে হবে।
নতুন বিভাগের জন্য YouTube ভিডিও কন্টেন্ট বেছে নিন
"কন্টেন্ট সেটিংস" ট্যাব বিভাগটি কোনও চ্যানেল বা প্লেলিস্টের YouTube ভিডিও দিয়ে ভর্তি করতে পারেন।
- চ্যানেল: চ্যানেলের নাম লিখুন। যেমন, যদি চ্যানেলের URL
http://www.youtube.com/user/googlechrome
হয়, তাহলেgooglechrome
লিখুন। চ্যানেলের "ভিডিও ব্রাউজ করুন"-এর "আপলোড" বিভাগ থেকে Google News ভিডিও দেখায়।- পরামর্শ: "ফিচার করা ট্যাব" বা "ফিড"-কে চ্যানেলের ডিফল্ট ট্যাব হিসেবে সেট করলেও, Google News "আপলোড" বিভাগের থেকেই ভিডিও দেখায়। অর্থাৎ, আপনার নতুন বিভাগের কন্টেন্ট ও YouTube চ্যানেলের ফ্রন্ট পেজের কন্টেন্ট এক নাও হতে পারে।
- প্লেলিস্ট: প্লেলিস্টের পুরো ইউআরএল লিখুন। যেমন,
http://www.youtube.com/playlist?list=PL12
চ্যানেল ও প্লেলিস্ট সম্পর্কে আরও জানতে YouTube-এর সহায়তা কেন্দ্র দেখুন।
আপনার YouTube ভিডিও কন্টেন্ট Google News-এ জমা দিন
- প্রকাশক কেন্দ্র খুলুন।
- আপনার প্রকাশনা বেছে নিন।
- Google News বিকল্পে ক্লিক করুন।
- কন্টেন্ট সেটিংসে নেভিগেট করুন।
- নতুন বিভাগ বিকল্পে ক্লিক করুন।
- ভিডিও বেছে নিন।
- পপ-আপ উইন্ডোতে আপনার YouTube ইউআরএল, নাম ও অন্য যেকোনও বিবরণ যোগ করুন।
গুরুত্বপূর্ণ: প্রকাশক কেন্দ্র-এর "কন্টেন্ট" ট্যাব থেকে আপনার YouTube কন্টেন্ট আপনি সরিয়ে দিতে পারেন। বিভাগ কীভাবে ম্যানেজ করবেন তা জানুন।
গুরুত্বপূর্ণ: YouTube পার্টনার প্রোগ্রামে যোগ দিন। YouTube চ্যানেল আছে এমন সব Google News প্রদানকারীকে আমরা YouTube পার্টনার প্রোগ্রাম-এ যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ দিই। YouTube পার্টনাররা অনেক সুবিধা পেয়ে থাকেন। সেগুলি আপনার সাইটের ক্ষেত্রে মূল্যবান হতে পারে।