বিজ্ঞপ্তি

আমরা সম্প্রতি প্রকাশনা পৃষ্ঠার আপডেটের ঘোষণা করেছি। আরও তথ্য জানতে এখানে পড়ুন

Reader Revenue Manager নীতি

আমাদের নীতি সম্পর্কে

Reader Revenue Manager ("পরিষেবা") ব্যবহার করে প্রকাশকদের জন্য একটি বিশ্বস্ত এবং নিরাপদ ইন্টারফেসের প্রচার করতে, Google নিম্নলিখিত নীতি তৈরি করেছে। Reader Revenue Manager ব্যবহার করলে যেকোনও প্রকাশককে এই নীতিগুলি অবশ্যই মেনে চলতে হবে।

আপনার যদি সন্দেহ হয় যে কেউ আপত্তিজনক বা বেআইনিভাবে Reader Revenue Manager ব্যবহার করছে, তাহলে অবিলম্বে আমাদের কাছে তার ব্যাপারে অভিযোগ জানান। ​​আপনি যদি Reader Revenue Manager ব্যবহার করে কোনও সাইটের মেধা সম্পত্তি সম্পর্কে অভিযোগ জানাতে চান, তাহলে এই অ্যাড্রেসে ইমেল করুন

এইসব নীতি যেকোনও সময় পরিবর্তন করার অধিকার Google-এর আছে। এই নীতি Reader Revenue Manager পরিষেবার শর্তাবলীর সাথে একসাথে পড়তে হবে। সেখানে পরিষেবাটি কীভাবে ব্যবহার করবেন তার অতিরিক্ত নিয়ম থাকতে পারে।

ব্যবহারকারীর নীতি

পরিষেবার অপব্যবহার করবেন না। আমরা চাই পরিষেবাটি যাতে ব্যবহারকারী ও ক্রিয়েটরদের জন্য সহায়ক, প্রাসঙ্গিক ও নিরাপদ হয়, তাই নিম্নলিখিত বিষয়গুলির কোনওটিই আমরা অনুমোদন করি না:

হয়রানি, ধমকানো ও হুমকি

অন্যদের হয়রান করবেন না, ধমকাবেন না অথবা হুমকি দেবেন না। এছাড়াও আমরা এইসব অ্যাক্টিভিটিতে অন্যদের জড়ানো বা প্ররোচিত করার জন্য পরিষেবাটি ব্যবহার করতে দিই না। মনে রাখবেন, অনেক জায়গায় অনলাইন হয়রানি বেআইনি এবং যিনি হয়রান করছেন ও যাকে হয়রান করছেন, দুজনকেই অফলাইনে গুরুতর ফল ভোগ করতে হতে পারে। হুমকি, ক্ষতি বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতির কথা জানতে পারলে আমরা উপযুক্ত অ্যাকশন নিতে পারি, যার মধ্যে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আপনার সম্পর্কে অভিযোগ জানানো।

ঘৃণাত্মক বক্তব্য

ঘৃণাত্মক বক্তব্যের সাথে জড়িত হবেন না। জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, বয়স, জাতীয়তা, ভেটেরান স্ট্যাটাস, যৌন পছন্দ, লিঙ্গ, লিঙ্গভিত্তিক পরিচয় বা পদ্ধতিগত বৈষম্য অথবা প্রান্তিকীকরণের সাথে সম্পর্কিত কোনও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা প্রচার করার প্রাথমিক উদ্দেশ্যে বা হিংসাত্মক ঘটনার প্রচার বা তার সমর্থন করে এমন কন্টেন্টকে ঘৃণাত্মক বক্তব্য বলা হয়।

ছদ্মবেশীতা ও মিথ্যা বর্ণনা

প্রতারণা, জালিয়াতি অথবা বিভ্রান্ত করার জন্য কোনও ব্যক্তি বা সংস্থার ছদ্মবেশ ধারণ, মিথ্যা বর্ণনা অথবা মালিকানা বা প্রাথমিক উদ্দেশ্য গোপন করা অথবা অসত্য বা তাতে সহযোগিতামূলক আচরণে আমরা অনুমতি দিই না।

এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উৎস দেশের ভুল নাম দেখানো বা সেই তথ্য গোপন করা অথবা মিথ্যা পূর্বানুমানের ভিত্তিতে অন্য দেশের ব্যবহারকারীদের উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করা এবং এমনভাবে একসাথে কাজ করা যা সম্পর্ক বা সম্পাদকীয় স্বাধীনতা সম্পর্কে তথ্য গোপন করা অথবা তা ভুলভাবে তুলে ধরা সহ আরও অনেক কিছু।

নির্দিষ্ট কিছু শৈল্পিক, শিক্ষামূলক, ঐতিহাসিক, ডকুমেন্টারি বা বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা অথবা জনসাধারণের জন্য অন্যান্য উল্লেখযোগ্য সুবিধা সংক্রান্ত কন্টেন্ট এই নীতির আওতায় পড়ে না।

ব্যক্তিগত ও গোপনীয় তথ্য

অনুমতি ছাড়া কারও ক্রেডিট কার্ড নম্বর, গোপনীয় জাতীয় আইডি নম্বর বা অ্যাকাউন্ট পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত এবং/ অথবা গোপনীয় তথ্য ব্যবহার, শেয়ার বা বিতরণ করবেন না। আপনার অ্যাকাউন্ট হাইজ্যাক করা হয়েছে বলে সন্দেহ হলে আমাদের সাথে যোগাযোগ করুন। কারও অনুমতি ছাড়া অন্যের অ্যাকাউন্ট অথবা তাদের ব্যক্তিগত এবং/ অথবা গোপনীয় তথ্য ব্যবহার করার চেষ্টা করবেন না।

স্প্যাম

স্প্যাম করবেন না। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে অবাঞ্ছিত প্রচারমূলক বা ব্যবসায়িক, অটোমেটেড প্রোগ্রামের মাধ্যমে তৈরি, পুনরাবৃত্তিমূলক বা অর্থহীন কন্টেন্ট অথবা সার্বিকভাবে পরামর্শ দেওয়ার স্বার্থে তৈরি করা হয়েছে এমন যেকোনও কন্টেন্ট।

সিস্টেমে বাধা দেওয়া

এই পরিষেবার অপব্যবহার করবেন না অথবা নেটওয়ার্ক, ডিভাইস বা অন্যান্য পরিকাঠামোর ক্ষতি, তা খারাপ করে অথবা অপারেশনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে এমন কিছু করবেন না। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরিষেবার যেকোনও দিকের কোয়ালিটি খারাপ করা, সেটির কাজ করা বন্ধ করে দেওয়া বা তাতে নেতিবাচক হস্তক্ষেপ করা।

প্রতারণা

আমাদের নীতি বাইপাস করার উদ্দেশ্যে বা আপনার অ্যাকাউন্টে থাকা বিধিনিষেধ উপেক্ষা করে কোনও কিছু করার চেষ্টা করবেন না। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একাধিক অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করা অথবা অন্যান্য পদ্ধতি যার উদ্দেশ্য হল এমন আচরণ করা যা আগেই নিষিদ্ধ করা হয়েছে।

কন্টেন্ট নীতি

Google, প্রকাশকদের কন্টেন্ট মনিটাইজেশনে সাহায্য করার মাধ্যমে একটি ওপেন ওয়েবের সুবিধা দিতে সাহায্য করে। ওয়েব ইকোসিস্টেমে আস্থা বজায় রাখার জন্য আমরা কী মনিটাইজ করব তার সীমা নির্ধারণ করা প্রয়োজন।

Reader Revenue Manager ব্যবহার করে প্রকাশকরা নিম্নলিখিত নীতি অনুযায়ী নিষিদ্ধ কন্টেন্ট প্রকাশ বা মনিটাইজ করতে পারবেন না। যেকোনও ডিজিটাল কন্টেন্ট যা আপনার ওয়েবসাইট বা অ্যাপ অথবা অন্য কোনও অনলাইন প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে, সেগুলিকে আমরা কন্টেন্ট বলে মনে করি - বিজ্ঞাপন ও অন্য সাইটে বা অ্যাপে যাওয়ার লিঙ্কও এতে অন্তর্ভুক্ত। এইসব নীতি মেনে না চললে Google আপনার সংস্থা বা প্রকাশনা থেকে Reader Revenue Manager ফিচারটি সরিয়ে দিতে, পেমেন্ট আটকে রাখতে বা আগের পেমেন্ট ফিরিয়ে নিতে পারে অথবা অন্যান্য সম্ভাব্য পদক্ষেপের মধ্যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দিতে পারে।

বিভিন্ন Google প্রোডাক্টের ব্যবহারকে নিয়ন্ত্রণ করা অন্যান্য নীতির সাথে এইসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

ঘৃণা

জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, বয়স, জাতীয়তা, ভেটেরান স্ট্যাটাস, যৌন পছন্দ, লিঙ্গ, লিঙ্গগত পরিচয় অথবা পদ্ধতিগত বৈষম্য বা প্রান্তিকীকরণের সাথে সম্পর্কিত কোনও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা, বৈষম্য বা অসম্মান উস্কে দেয় এমন কন্টেন্টে আমরা অনুমতি দিই না।

যেমন: ঘৃণায় উস্কানি দেয় এমন গ্রুপ অথবা ঘৃণায় উস্কানি দেওয়া গ্রুপের সাজ সরঞ্জাম প্রচার করে, কোনও ব্যক্তি বা গ্রুপকে অমানুষ, অধম অথবা ঘৃণ্য বলে বিশ্বাস করতে সকলকে উৎসাহ দেয়।

হয়রানি

কোনও ব্যক্তি বা গ্রুপের প্রতি হয়রানিমূলক, হুমকিমূলক অথবা অবমাননাকর কোনও কন্টেন্টে আমরা অনুমতি দিই না।

যেমন: কাউকে আলাদা করে হয়রান বা অপমান করা, কোনও দুঃখজনক ঘটনা হয়নি অথবা ঘটনার শিকার হওয়া ব্যক্তি বা তার পরিবার অভিনয় করছেন বা ঘটনা চাপা দেওয়ার কাজে লিপ্ত রয়েছেন বলে ইঙ্গিত দেওয়া।

বিপজ্জনক কন্টেন্ট

নিজের বা অন্যের ক্ষতি করার হুমকি অথবা উস্কানি দেয় এমন কন্টেন্টে আমরা অনুমতি দিই না।

যেমন: আত্মহত্যা, অ্যানোরেক্সিয়া বা নিজেকে শারীরিক কষ্ট দেওয়া সংক্রান্ত কন্টেন্ট; কাউকে বাস্তবে ক্ষতির হুমকি দেওয়া বা অন্য ব্যক্তিকে আক্রমণে প্ররোচনা; অন্যদের বিরুদ্ধে হিংসার প্রচার করা, তা গৌরবান্বিত বা তাতে অনুমোদন দেওয়া; পশুদের প্রতি নিষ্ঠুরতা বা অহেতুক হিংসা প্রচার করে এমন কন্টেন্ট।

জোর জুলুমের মাধ্যমে অন্যদের শোষণ করে এমন কন্টেন্টে আমরা অনুমতি দিই না।

যেমন: বলপূর্বক সরানো, প্রতিশোধমূলক পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেল।

প্রতারণামূলক কাজ

আমরা এমন কোনও কন্টেন্টের প্রিভিউ দেখানোর অনুমতি দিই না যেখানে কন্টেন্টের ভিতরে কোনও বিষয় না থাকা সত্ত্বেও সেটি রয়েছে বলে প্রতিশ্রুতি দিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয়।

এছাড়াও ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা অথবা ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য ব্যবহারকারীকে বিভ্রান্ত করা এই পরিষেবায় নিষিদ্ধ।

যেমন: ফিশিংয়ের মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং

মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর দাবি ব্যবহার করে কন্টেন্ট, প্রোডাক্ট বা পরিষেবার প্রচার করা এই পরিষেবায় নিষিদ্ধ।

যেমন: "দ্রুত ধনী হন" স্কিম।

বিভ্রান্তিকর কন্টেন্ট

মিথ্যা বর্ণনা

কোনও কন্টেন্টের জন্য অথবা কন্টেন্টটির মধ্যেই কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে মিথ্যা বর্ণনা, ভুল ব্যাখ্যা অথবা তথ্য গোপন করলে, আমরা তাতে অনুমতি দিই না।

আমরা এমন কোনও কন্টেন্টে অনুমতি দিই না যেখানে অন্য কোনও ব্যক্তির সাথে অ্যাফিলিয়েশন অথবা কোনও ব্যক্তি, সংস্থা, প্রোডাক্ট বা পরিষেবার স্বীকৃতি আছে বলে মিথ্যা দাবি করা হয়েছে।

যেমন: Google-এর প্রোডাক্ট নকল করা, কোম্পানির লোগো অপব্যবহার করা।

ভরসাযোগ্য নয় ও ক্ষতিকর দাবি

আমরা এমন কোনও কন্টেন্টে অনুমতি দিই না যা স্পষ্টতই মিথ্যা এবং নির্বাচনী বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ অথবা তার প্রতি বিশ্বাসযোগ্যতাকে উল্লেখযোগ্যভাবে লঘু করে দেখাতে পারে।

যেমন: জনগণের ভোটদান পদ্ধতি, বয়স বা জন্মস্থানের ভিত্তিতে রাজনৈতিক প্রার্থীর যোগ্যতা, নির্বাচনের ফলাফল, বা জনগণনায় অংশগ্রহণের তথ্য যা সরকারি রেকর্ডের বিরোধী।

আমরা এমন কন্টেন্টে দেখানোর অনুমতি দিই না যাতে স্বাস্থ্য সম্পর্কিত ক্ষতিকর দাবি, অলৌকিকভাবে রোগমুক্তির দাবি অথবা বর্তমানে চলা প্রধান স্বাস্থ্য সংকটের সাথে সম্পর্কিত যা প্রামাণ্য বিজ্ঞানভিত্তিক ঐকমত্যের বিরোধিতা করে।

উদাহরণস্বরূপ: ভ্যাকসিনের বিরুদ্ধে প্রচার, AIDS-এর মতো রোগের অস্তিত্বকে অস্বীকার করা, সমকামী রূপান্তর থেরাপি; প্রমাণিত নয় এমন নিরাময় পদ্ধতি অথবা অন্যান্য আইটেম যা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে পারে বলে প্রচার করা হয়েছে।

কারচুপি করা মিডিয়া

আমরা এমন কন্টেন্টে অনুমতি দিই না যেখানে কারচুপি করা মিডিয়ার মাধ্যমে রাজনীতি, সামাজিক সমস্যা বা জনসাধারণের উদ্বেগের সাথে সম্পর্কিত বিষয়ে ব্যবহাকারীকে প্রতারিত করে।

রাজনৈতিক, সামাজিক বা সর্বজনীন সমস্যা বিষয়ক কন্টেন্ট তৈরি করা এবং অন্যান্য সাইট বা অ্যাকাউন্টের সাথে যৌথভাবে নিজের পরিচয় বা অন্যান্য বিবরণ গোপন করা বা সেই ব্যাপারে ভুল তথ্য দেওয়া এই পরিষেবায় নিষিদ্ধ।

আপনার নিজের দেশ ছাড়া অন্য দেশের ব্যবহারকারীদের রাজনীতি, সামাজিক সমস্যা অথবা সর্বজনীন উদ্বেগের বিষয়ে নির্দেশিকা দেওয়া, আপনি নিজের যে দেশের বংশোদ্ভুত সেই দেশ অথবা নিজের সম্পর্কে কোনও বিবরণীতে ভুল তথ্য দেওয়া অথবা তথ্য গোপন করা আমাদের পরিষেবায় নিষিদ্ধ।

বিনোদনমূলক ড্রাগ ও ড্রাগ সম্পর্কিত কন্টেন্ট

অবৈধ ড্রাগ, আইনসম্মত নিয়ন্ত্রিত ড্রাগ বা পদার্থ অথবা অন্যান্য বিপজ্জনক প্রোডাক্ট বিক্রি, ব্যবহার বা অপব্যবহারমূলক কাজের প্রচার করে বা তা দেখায়, এমন কন্টেন্ট এই পরিষেবায় উপযুক্ত নয়।

অসৎ আচরণে সুবিধা করে দেওয়া

এমন কন্টেন্টে আমরা অনুমতি দিই না যেটি কোনও ধরনের হ্যাকিং বা ক্র্যাকিং প্রচার করে এবং/অথবা ডিভাইস, সফ্টওয়্যার, সার্ভার বা ওয়েবসাইটে অননুমোদিত অ্যাক্সেস পাওয়া অথবা তা বেআইনিভাবে পরিবর্তন করার জন্য ব্যবহারকারীদের প্রয়োজনীয় নির্দেশিকা দেয়, সরঞ্জাম বা সফ্টওয়্যার প্রদান করে।

উদাহরণ: পৃষ্ঠা বা প্রোডাক্ট যা মোবাইল ফোন ও অন্যান্য যোগাযোগ সংক্রান্ত বা কন্টেন্ট ডেলিভারি সিস্টেম বা ডিভাইস অবৈধভাবে অ্যাক্সেস করার কাজে সুবিধা করে দেয়; ডিজিটাল অধিকার ম্যানেজ করার টেকনোলজিকে পাশ কাটিয়ে যাওয়া সহ যেসব প্রোডাক্ট বা পরিষেবা কপিরাইট সুরক্ষাকে বাইপাস করে; যেসব প্রোডাক্ট বিনা খরচে পরিষেবা পাওয়ার জন্য তারের মাধ্যমে প্রাপ্ত বা স্যাটেলাইট সিগন্যালকে অবৈধভাবে ডিকোড করে; কন্টেন্ট প্রদানকারী অনুমতি না দিলেও যেসব পৃষ্ঠা ব্যবহারকারীদের স্ট্রিমিং ভিডিও ডাউনলোড করতে সাহায্য করে অথবা সেটি কররে সুবিধা করে দেয়।

এমন প্রোডাক্ট বা পরিষেবার প্রচার করে যা কোনও ব্যক্তির অনুমতি ছাড়াই ব্যবহারকারীকে সেই ব্যক্তি বা ব্যক্তির অ্যাক্টিভিটি ট্র্যাক বা মনিটর করতে দেয় এমন কন্টেন্টের ক্ষেত্রে আমরা অনুমতি দিই না।

যেমন: স্পাইওয়্যার এবং এমন প্রযুক্তি যা খুব কাছ থেকে পার্টনারের উপরে নজরদারি করার জন্য ব্যবহার হয়, এর মধ্যে ব্যবহারকারীকে অন্য ব্যক্তির টেক্সট, ফোন কল বা ব্রাউজিং ইতিহাস মনিটর করতে দেয় এমন স্পাইওয়্যার/ম্যালওয়্যার; কারও সম্মতি না নিয়ে তার উপর গুপ্তচরবৃত্তি বা তাকে ট্র্যাক করার জন্য জিপিএস ট্র্যাকার যা নির্দিষ্টভাবে গুপ্তচরবৃত্তি করার জন্য বিশেষভাবে বাজারজাত করা; নজরদারি করার এমন সরঞ্জাম (যেমন, ক্যামেরা, অডিও রেকর্ডার, ড্যাশ ক্যাম, ন্যানি ক্যাম) প্রচার করা অন্তর্ভুক্ত থাকলেও এই তালিকা তার মধ্যেই সীমিত নয়। (ক) ব্যক্তিগত তদন্তের জন্য পরিষেবা অথবা (খ) অভিভাবকরা যাতে অপ্রাপ্তবয়স্ক সন্তানের উপর নজর রাখতে বা মনিটর করতে পারেন সেই জন্য তৈরি প্রোডাক্ট বা পরিষেবা এর মধ্যে পড়ে না।

অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কন্টেন্ট

কন্টেন্ট পরিষেবায় অন্যদের ক্ষতি করার উদ্দেশ্যে আসল বা নকল আগ্নেয়াস্ত্র বা অস্ত্রশস্ত্র বিক্রি করা, একত্রিত করা, অপব্যবহার বা অপপ্রয়োগের উপর ফোকাস করা নিষিদ্ধ।

উদাহরণ: আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আইটেম যার মধ্যে আগ্নেয়াস্ত্র, ছদ্মবেশী, শনাক্ত করা যায় না এমন বা সুইচব্লেড ছুরি, মার্শাল আর্টের অস্ত্র, সাইলেন্সার, গোলাবারুদ, গোলাবারুদের ম্যাগাজিন, BB বন্দুক এবং কাঁদানে গ্যাস অন্তর্ভুক্ত থাকলেও তার মধ্যেই সীমিত নয়।

বেআইনি কন্টেন্ট

বেআইনি অ্যাক্টিভিটির প্রচার করে বা অন্যের আইনি অধিকার লঙ্ঘন করে এমন বেআইনি কন্টেন্টের ক্ষেত্রে আমরা অনুমতি দিই না।

মেধা সম্পত্তির অপব্যবহার

কপিরাইট লঙ্ঘন করে এমন কন্টেন্টের ক্ষেত্রে আমরা অনুমতি দিই না। আমাদের নীতি হল Digital Millennium Copyright Act (DMCA) অনুযায়ী নীতি লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বিজ্ঞপ্তির জবাব দেওয়া। আপনি এই ফর্মের মাধ্যমে জবাবী বিজ্ঞপ্তি জমা দিতে পারবেন।

উদাহরণ: বই, মিউজিক, সিনেমা এবং অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত বা সুরক্ষিত মেটিরিয়ালের অননুমোদিত কপি, যথাযথ অ্যাট্রিবিউশন ছাড়া কপি; সফ্টওয়্যার, ভিডিও গেম এবং OEM বা বান্ডেল করা সফ্টওয়্যার সহ অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত বা সুরক্ষিত মেটিরিয়ালের অননুমোদিত কপি।

আমরা এমন কন্টেন্টে অনুমতি দিই না যা নকল প্রোডাক্ট বিক্রির প্রচার করে বা তা বিক্রি করতে উৎসাহ দেয়। জাল প্রোডাক্টে একই রকম দেখতে ট্রেডমার্ক বা লোগো থাকে অথবা এমন ট্রেডমার্ক থাকে যা অন্য ট্রেডমার্ক থেকে আলাদা করা যায় না। আসল ব্র্যান্ডের প্রোডাক্ট হিসেবে চালানোর জন্য, জাল প্রোডাক্টগুলি ব্র্যান্ড মালিকের আসল প্রোডাক্টের ফিচার নকল করে।

যৌন কন্টেন্ট

শিশু যৌন নিগ্রহ ও যৌন শোষণ

আমরা এমন কন্টেন্টে অনুমতি দিই না যা শিশু যৌন নিগ্রহ বা তাদের যৌন শোষণ সংক্রান্ত অথবা শিশু যৌন নিগ্রহ বা তাদের যৌন শোষণ প্রচার করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত সমস্ত বিষয়।

আমরা এইসব ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনে এই ব্যাপারে অভিযোগ জানানো ও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে। কোনও শিশুকে যৌন নির্যাতন ও যৌন শোষণ অথবা পাচার করা হয়েছে বা হতে পারে বলে আপনি মনে করলে, তৎক্ষণাৎ পুলিশের সাথে যোগাযোগ করুন। আমাদের প্রোডাক্ট ব্যবহার করার জন্য কোনও শিশু বিপদে পড়ছে বা পড়েছে বলে আপনার মনে হলে, আপনি Google-কে সেই আচরণের ব্যাপারে জানাতে পারবেন।

অর্থের বিনিময়ে যৌন কার্যকলাপ

আমরা এমন কন্টেন্টে অনুমতি দিই না যেটিকে অর্থের বিনিময়ে যৌন কার্যকলাপের প্রচার বলে ব্যাখ্যা করা যায়।

যৌনতাপূর্ণ অনুপযুক্ত কন্টেন্ট

আমরা গ্রাফিক যৌন টেক্সট, ছবি, অডিও, ভিডিও বা গেম অন্তর্ভুক্ত থাকা কন্টেন্টে অনুমতি দেই না। এছাড়াও আমরা এমন কোনও কন্টেন্টে অনুমতি দিই না যেখানে অসম্মতিমূলক যৌন থিম রয়েছে, সেটি নকল বা বাস্তব যাই হোক না কেন।

যেমন: জেনিটাল, অ্যানাল এবং/অথবা ওরাল সেক্সের মতো যৌন কার্যকলাপ; হস্তমৈথুন; কার্টুন পর্নোগ্রাফি বা হেনতাই; গ্রাফিক নগ্নতা। ধর্ষণ, ব্যাভিচার, পাশবিকতা, মৃতদেহের সাথে যৌন কার্যকলাপ বা নেক্রোফিলিয়া, নাক দিয়ে টেনে নেশা করা, লাস্যময়ী বা ১৩-১৯ বছর বয়সীদের থিমে পর্নোগ্রাফি, কম বয়সীদের অভিসার।

আমরা এমন কন্টেন্টে অনুমতি দিই না যা পরিবারের সকলের দেখার উপযুক্ত বলে পরিবেশন করা হলেও আসলে তাতে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত থিমের কন্টেন্ট থাকে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যৌনতা, হিংস্রতা অথবা কোনও শিশুকে বা শিশুদের জনপ্রিয় চরিত্রকে এমনভাবে দেখানো যেটি সাধারণ দর্শকের পক্ষে অনুপযুক্ত।

সন্ত্রাসবাদ সম্পর্কিত কন্টেন্ট

উদ্দেশ্য যাই হোক না কেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে এই প্রোডাক্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না। আমরা এমন কন্টেন্টে অনুমতি দিই না যেটি সন্ত্রাসবাদী গোষ্ঠী বা আন্তর্দেশীয় মাদক পাচারকারী সংস্থার দ্বারা তৈরি বা সাহায্যপ্রাপ্ত, যা নিয়োগ সহ সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রচার করে বা আন্তর্জাতিক মাদক পাচারকারী অথবা সন্ত্রাসী সংগঠনগুলির দ্বারা আক্রমণের ঘটনা উদযাপন করে। এছাড়াও সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রচার করা, হিংসায় ইন্ধন দেওয়া বা সন্ত্রাসবাদী আক্রমণ উদযাপন করার মতো সন্ত্রাস সম্পর্কিত কন্টেন্টের জন্য মিটিংয়ের আয়োজক ও যোগদানকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

তামাক-সম্পর্কিত কন্টেন্ট

তামাক এবং তামাক-সম্পর্কিত প্রোডাক্টের প্রচার করে এমন কন্টেন্ট এই পরিষেবায় নিষিদ্ধ।

প্রয়োগ নীতি

নিম্নলিখিত প্রয়োগ নীতি ছাড়াও, এগুলি প্রয়োগ করতে যাওয়ার সময় Enterprise প্রকাশকের এইসব প্রয়োজনও উল্লেখ করা উচিত।

জার্মানি ভিত্তিক প্রকাশকদের ক্ষেত্রে প্রয়োজনীয়তা: জার্মানি ভিত্তিক প্রকাশকদের অবশ্যই নিম্নলিখিতগুলি প্রয়োগ করতে হবে:

  1. "এখানে চুক্তি বাতিল করুন" [“Verträge hier kündigen”] বা সমার্থক, দ্ব্যর্থহীন শব্দের সাথে স্পষ্ট ও উপযুক্ত লেবেলযুক্ত বাতিলকরণ বোতাম সারফেস করুন যা আপনার ওয়েবসাইটে জার্মান গ্রাহকদের জন্য সবসময় থাকে।
  2. যেসব জার্মান ব্যবহারকারী Reader Revenue Manager-এর মাধ্যমে আপনার প্রকাশনা সাবস্ক্রাইব করেছেন তাদের নির্দেশ দিন এবং তাদের সাবস্ক্রিপশন বাতিল করার অনুরোধ করতে আপনার বাতিল করার বোতামে ক্লিক করুন।
  3. সাবস্ক্রাইবার ভুলবশত Reader Revenue Manager-এর মাধ্যমে সরাসরি কেনা সাবস্ক্রিপশন বাতিল করার চেষ্টা করলে, সেই সাবস্ক্রাইবারকে স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন স্টেটমেন্ট দিয়ে জানান যে তাদের ওয়েবসাইটে ভিজিট করেই Reader Revenue Manager-এর মাধ্যমে কেনা চুক্তি বাতিল করার অনুরোধ করতে হবে।

ফ্রান্স-ভিত্তিক প্রকাশকদের ক্ষেত্রে প্রয়োজনীয়তা: ফ্রান্স-ভিত্তিক প্রকাশকদের অবশ্যই নিম্নলিখিত বিষয় প্রয়োগ করতে হবে:

  1. "এখানে চুক্তি বাতিল করুন" বা সমার্থক, দ্ব্যর্থহীন শব্দের সাথে স্পষ্ট ও উপযুক্ত লেবেলযুক্ত বাতিলকরণ বোতাম সারফেস করুন যা আপনার ওয়েবসাইটে ফরাসি গ্রাহকদের জন্য সবসময় থাকে।
  2. যেসব ফরাসি ব্যবহারকারী Reader Revenue Manager-এর মাধ্যমে আপনার প্রকাশনা সাবস্ক্রাইব করেছেন তাদের নির্দেশ দিন এবং তাদের সাবস্ক্রিপশন বাতিল করার অনুরোধ করতে আপনার বাতিল করার বোতামে ক্লিক করুন।
  3. সাবস্ক্রাইবার ভুলবশত Reader Revenue Manager-এর মাধ্যমে সরাসরি কেনা সাবস্ক্রিপশন বাতিল করার চেষ্টা করলে, সেই সাবস্ক্রাইবারকে স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন স্টেটমেন্ট দিয়ে জানান যে তাদের ওয়েবসাইটে ভিজিট করেই Reader Revenue Manager-এর মাধ্যমে কেনা চুক্তি বাতিল করার অনুরোধ করতে হবে।

আপনি আমাদের নীতি লঙ্ঘন করলে কী হবে

আমাদের প্রোগ্রাম নীতি এবং পরিষেবার শর্তাবলী মেনে চলা হয়েছে কিনা তা নিশ্চিত করার প্রয়োজন হলে, প্রোগ্রাম নীতির সম্ভাব্য লঙ্ঘন তদন্ত করে দেখতে, Google এবং এটির অ্যাফিলিয়েট সংস্থা, Reader Revenue Manager-এর মাধ্যমে প্রদান করা নিবন্ধ অ্যাক্সেস করতে পারে।

পেড সাবস্ক্রিপশনের জন্য Reader Revenue Manager ব্যবহার করা প্রকাশকদের জন্য, আমরা ম্যানেজারে অনবোর্ডিং করার সময় বা কন্টেন্টের পরবর্তী প্রকাশনার সময় এই ধরনের সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রদত্ত কন্টেন্ট পর্যালোচনা করতে পারি। এই নীতি লঙ্ঘিত হয়েছে বলে দেখা গেলে, আমরা আপনার প্রকাশনায় বিধিনিষেধ আরোপ করতে বা সেটি সাসপেন্ড করতে পারি। এছাড়াও সম্ভাব্য নীতি লঙ্ঘনের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ জানানো হলে, আমরা এই ধরনের অভিযোগ পর্যালোচনা করতে পারি এবং আপনার কন্টেন্ট মনিটাইজ করা না হলেও প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।

আপনার একাধিক লঙ্ঘন বা গুরুতর লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে, পরিষেবাটির ব্যবহার এবং কোনও সম্পর্কিত অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া হতে পারে। এটি ঘটলে, সাসপেন্ড করা যেকোনও অ্যাকাউন্টের সাথে জড়িত পরিষেবার সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ করে দেওয়া হতে পারে - এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আগে শুরু করা ট্রানজ্যাকশন। আমরা হয়ত আর আপনাকে পরিষেবাটি ব্যবহার এবং এতে ট্রানজ্যাকশন করার অনুমতি দেব না। যেকোনও সম্পর্কিত অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড হয়ে যেতে পারে এবং আপনাকে কোনও নতুন অ্যাকাউন্ট খোলার অনুমতি নাও দেওয়া হতে পারে।

আমরা প্রযোজ্য আইন অনুযায়ী কোনও বেআইনি অ্যাক্টিভিটির ব্যাপারে অভিযোগ জানাতে পারি।

true
New Publisher Center

Google launched a new Publisher Center interface to help publishers easily manage how their content appears across Google News surfaces. Read more on this FAQ page and our blog post.

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12022850285727305518
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100499
false
false