'সেভ করা ট্যাব' ব্যবহার করুন

আপনি এগুলির মতো নিজের মতো সাজিয়ে নেওয়া কন্টেন্ট দেখতে 'সেভ করা ট্যাব' ব্যবহার করতে পারেন:
  • সম্প্রতি আপনার সেভ করা জায়গা
  • আপনার আশেপাশে সেভ করা জায়গা
  • আপনার নিজের তালিকা এবং আপনি ফলো করা তালিকা
  • লেবেল করা জায়গা
  • আপনার ঘুরে দেখা জায়গার টাইমলাইন
  • My Maps
  • Gmail এবং Calendar থেকে রিজার্ভেশন

সেভ করা জায়গা খুঁজুন

গুরুত্বপূর্ণ: 'সেভ করা ট্যাবের' কন্টেন্ট Google Maps-এ আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে দেখানো হয়।

সম্প্রতি সেভ করা হয়েছে

গত কয়েক মাসে আপনি যেসব জায়গা সেভ করেছেন সেগুলি খুঁজুন। গত ১৮০ দিনে আপনি কোনও জায়গা সেভ না করে থাকলে, “সম্প্রতি সেভ করা হয়েছে” বিকল্পটি দেখতে পাবেন না।
  1. Google Maps Maps খুলুন।
  2. আপনার স্ক্রিনের নিচে, সেভ করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনি সম্প্রতি নিজের তালিকায় যেসব জায়গা যোগ করেছেন সেগুলি খুঁজতে "সম্প্রতি সেভ করা হয়েছে" বিকল্পটি স্ক্রল করে দেখতে পারেন।
  4. আরও বিবরণ এবং ম্যাপে এর লোকেশনের বিষয়ে জানতে জায়গা বিকল্পে ট্যাপ করুন।
  5. সোজাসুজি তালিকাতে যাওয়ার জন্য তালিকা নামের বিকল্পে ট্যাপ করুন।

আশেপাশের সেভ করা জায়গা

আপনার আশেপাশের সেভ করা জায়গা খুঁজুন। সেভ করা জায়গার দূরত্ব যদি ২৫ কিমি-এর মধ্যে না হয় (প্রায় ১৬ মাইল) তাহলে “আশেপাশের সেভ করা” বিকল্পটি দেখতে পাবেন না।
  1. Google Maps Maps খুলুন।
  2. আপনার স্ক্রিনের নিচে, সেভ করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার তালিকাতে যোগ করেছেন এমন আশেপাশের জায়গাগুলি খুঁজতে আপনি "আশেপাশে সেভ করা" কার্ডগুলির মাধ্যমে স্ক্রল করতে পারেন।
  4. আরও বিবরণ এবং ম্যাপে এর লোকেশনের বিষয়ে জানতে জায়গা বিকল্পে ট্যাপ করুন।
  5. সোজাসুজি তালিকাতে যাওয়ার জন্য তালিকা নামের বিকল্পে ট্যাপ করুন।

ঘুরে দেখেছেন

আপনার লোকেশন ইতিহাস চালু করা থাকলে, ঘুরে দেখা জায়গা এবং অ্যাক্টিভিটির টাইমলাইনে আপনি দ্রুত অ্যাক্সেস পাবেন।
  1. Google Maps Maps খুলুন।
  2. আপনার স্ক্রিনের নিচে, সেভ করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার টাইমলাইনে লিঙ্ক খোঁজার জন্য নিচে স্ক্রল করুন।

"ঘুরে দেখেছেন" বিকল্পে, আপনি নিম্নলিখিত তথ্যগুলি পেতে পারেন: গতকাল যেসব জায়গা, শহর এবং দেশ/অঞ্চল ঘুরে দেখেছেন। টাইমলাইনে আরও বিস্তারিত তথ্যের জন্য যেকোনও একটি ট্যাপ করুন।

Google Maps টাইমলাইনের বিষয়ে আরও জানুন

আপনার তালিকা

  1. Google Maps Maps খুলুন।
  2. আপনার স্ক্রিনের নিচে, সেভ করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার তালিকা খোঁজার জন্য নিচে স্ক্রল করুন। আপনি ফলো করা তালিকাও খুঁজে পাবেন।
  4. নতুন তালিকা তৈরি করার জন্য নতুন তালিকা বিকল্পে ট্যাপ করুন।

জায়গার তালিকা কীভাবে তৈরি ও ম্যানেজ করবেন সেই বিষয়ে জানুন

রিজার্ভেশন

আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকলে, আপনি ফ্লাইট, রেস্তোরাঁ রিজার্ভেশন বা হোটেল বুকিংয়ের মতো আসন্ন ইভেন্টের বিবরণের জন্য 'সেভ করা ট্যাব' চেক করতে পারেন।
  1. Google Maps Maps খুলুন।
  2. আপনার স্ক্রিনের নিচে, সেভ করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  3. নিচের দিকে স্ক্রল করে রিজার্ভেশন বিকল্পে ট্যাপ করুন।

Maps-এ ব্যক্তিগত কন্টেন্টের বিষয়ে আরও জানুন

ফলো করছেন

আপনার ফলো করা সব জায়গা দেখতে ও ম্যানেজ করতে পারবেন।
  1.   Google Maps Maps খুলুন।
  2. আপনার স্ক্রিনের নিচে, সেভ করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  3. নিচে স্ক্রল করে ফলো করা হচ্ছে বিকল্পে ট্যাপ করুন।

ব্যবসা এবং জায়গা থেকে আপডেট পাওয়ার জন্য কীভাবে ফলো করবেন তা জানুন.

Maps

My Maps-এ আপনার সেভ বা তৈরি করা ম্যাপের তালিকা খুঁজুন
  1. Google Maps Maps খুলুন।
  2. আপনার স্ক্রিনের নিচে, সেভ করা হয়েছে বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার তালিকার নিচে, Maps বিকল্পে ট্যাপ করুন।

ম্যাপ কীভাবে তৈরি করবেন বা খুলবেন সেই বিষয়ে আরও জানুন

একইধরনের নিবন্ধ

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11811955182248959091
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false