উল্লেখ করা হয়নি এমন ঠিকানা লিখুন বা ভুল পিন লোকেশন সংশোধন করুন

Maps-এ আপনি ঠিকানা যোগ বা এডিট করলে, সবাই সেটি দেখতে পাবেন। ঠিকানা যোগ করুন, প্যাকেজ যেখানে ডেলিভারি করা হবে সেই ঠিকানা সংশোধন অথবা পিন লোকেশন অ্যাডজাস্ট করুন।

ঠিকানা সংশোধন করুন

গুরুত্বপূর্ণ: 

কোনও সংস্থা বা সরকার Google Maps কন্টেন্ট পার্টনারের সহায়তায় Google Maps-এ একাধিক জায়গার ঠিকানা সংশোধন করতে পারে। এটি করতে হলে এইসব সংস্থা বা সরকারকে আমাদের পার্টনার ও কন্টেন্ট সংক্রান্ত শর্তের প্রয়োজনীয়তা পূরণ করতেই হবে।

 

  1. আপনার কম্পিউটারে, Google Maps খুলুন
  2. কোনও একটি ঠিকানা খুঁজুন।
  3. তারপর এডিট সাজেস্ট করুন এবং তারপর ভুল পিন করা লোকেশন বা ঠিকানা বিকল্পে ক্লিক করুন।
  4. ঠিকানার তথ্য লিখুন।
  5. জমা দিন বিকল্পে ক্লিক করুন।

পরামর্শ: ম্যাপে নেই এমন কোনও রাস্তার ঠিকানা যোগ করতে, প্রথমে রাস্তাটি যোগ করুন

নতুন ঠিকানা যোগ করুন

  1. আপনার কম্পিউটারে, Google Maps খুলুন
  2. মেনু মেনু বিকল্পে ক্লিক করুন। 
  3. একেবারে নিচে ম্যাপ এডিট করুন এবং তারপর বিকল্পে ক্লিক করুন। পিন করা লোকেশন অথবা ঠিকানায় ভুল আছে
  4. আপনি যে ঠিকানাটি যোগ করতে চান, সেখানে ম্যাপ সরিয়ে এনে ফোকাস করুন।
  5. ঠিকানার তথ্য লিখুন।
  6. জমা দিন বিকল্পে ক্লিক করুন।

একাধিক ঠিকানা সংশোধন করতে: উপরে উল্লিখিত ধাপ অনুযায়ী আপনাকে প্রতিটি ঠিকানা আলাদা করে যোগ করতেই হবে।

ব্যক্তিগত লেবেল যোগ করুন

আপনার ম্যাপে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত লেবেল যোগ করতে পারবেন। আপনি একটি ঠিকানা সংশোধন করলে, সেই আপডেট সবাই দেখতে পাবেন। তবে আপনার ব্যক্তিগত লেবেল শুধুমাত্র আপনিই দেখতে পাবেন। লেবেলযুক্ত জায়গা আপনার ম্যাপে, সার্চ সাজেশনে এবং 'সেভ করা জায়গা জায়গা সেভ করুন'-তে দেখা যাবে।

অন্যান্য তথ্য এডিট করুন

উল্লেখ করা হয়নি এমন জায়গা বা বিল্ডিং যোগ করুন

উল্লেখ করা হয়নি এমন জায়গা আপনি যোগ করতে পারবেন, যেমন সর্বজনীন ল্যান্ডমার্ক, কফি শপ বা অন্যান্য স্থানীয় ব্যবসা। ম্যাপে উল্লেখ করা নেই এমন জায়গা কীভাবে যোগ করবেন জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9234143712456220534
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false