Play Protect সার্টিফিকেশন স্ট্যাটাস চেক ও সেই সম্পর্কিত সমস্যার সমাধান করা

যেসব ডিভাইস Play Protect সার্টিফিকেট প্রাপ্ত:

  • Google-এর লাইসেন্স প্রাপ্ত মালিকানাধীন অ্যাপ অন্তর্ভুক্ত করুন।
  • Android কম্প্যাটিবিলিটি টেস্টিং পাস করেছে।

শুধুমাত্র Play Protect সার্টিফিকেট প্রাপ্ত ডিভাইসে, Google অ্যাপ ব্যবহার করা যাবে, যেমন Google Play Store অ্যাপ। আপনার ডিভাইস Play Protect সার্টিফিকেট প্রাপ্ত না হলে, Google-এর কাছে Android কম্প্যাটিবলিটি টেস্টের ফলাফল সংক্রান্ত রেকর্ড থাকবে না।

পরামর্শ:
  • যেসব ডিভাইস Play Protect সার্টিফিকেট প্রাপ্ত নয় সেগুলি নিরাপদ নাও হতে পারে।
  • যেসব ডিভাইস Play Protect সার্টিফিকেট প্রাপ্ত নয়, সেগুলি Android সিস্টেম সংক্রান্ত আপডেট বা অ্যাপ আপডেট নাও পেতে পারে।
  • ডিভাইসের যেসব Google অ্যাপ Play Protect সার্টিফিকেট প্রাপ্ত নয়, সেগুলির লাইসেন্স নেই এবং তা আসল Google অ্যাপ নয়।
  • Play Protect সার্টিফিকেশন নেই এমন অ্যাপ ও ফিচার ডিভাইসে সঠিকভাবে কাজ নাও করতে পারে।
  • Play Protect সার্টিফিকেট প্রাপ্ত নয় এমন ডিভাইসে, ডেটার সুরক্ষিত ব্যাক-আপ নাও থাকতে পারে।

Verify your device certification status

  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার ডিভাইস Play Protect সার্টিফিকেট প্রাপ্ত কিনা তা চেক করতে, সম্পর্কে বিকল্পে ট্যাপ করুন।

সম্পর্কিত রিসোর্স

false
15216001347933210590
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
84680
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
false
false
false
false