আপনার অ্যাপ সুরক্ষিত এবং ডেটা ব্যক্তিগত রাখার ব্যাপারে সহায়তা পেতে Google Play Protect ব্যবহার করুন

ক্ষতিকর আচরণ দেখলে Google Play Protect আপনার অ্যাপ ও ডিভাইস চেক করে।

  • আপনি ডাউনলোড করার আগেই Google Play Store থেকে এটি নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা চালায়।
  • আপনার ডিভাইসে অন্যান্য সোর্স থেকে ক্ষতিকারক হতে পারে এমন অ্যাপ এটি চেক করে। অনেক সময় এইসব ক্ষতিকর অ্যাপকে ম্যালওয়্যার বলে।
  • ক্ষতিকারক হতে পারে এমন অ্যাপ সম্পর্কে এটি আপনাকে সতর্ক করে দেয়।
  • এটি আপনার ডিভাইস থেকে ক্ষতিকর অ্যাপ বন্ধ করতে অথবা সরিয়ে দিতে পারে।
  • জরুরি তথ্য লুকিয়ে অথবা মিথ্যা বর্ণনা করে যেসব অ্যাপ আমাদের অযাচিত সফ্টওয়্যার সংক্রান্ত নীতি লঙ্ঘন করে, এটি তা শনাক্ত করে সেই সম্পর্কে আপনাকে সতর্ক করে দেয়।
  • যেসব অ্যাপ আমাদের ডেভেলপার নীতি লঙ্ঘন করে আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীর অনুমতি পেতে পারে, সেইসব অ্যাপ সম্পর্কে আপনাকে গোপনীয়তা সংক্রান্ত সতর্কতা পাঠায়।
  • নির্দিষ্ট কিছু Android ভার্সনে আপনার গোপনীয়তা রক্ষা করতে এটি অ্যাপকে দেওয়া অনুমতি রিসেট করতে পারে।
  • যাচাই করা নয় এবং ডিভাইস সংক্রান্ত সংবেদনশীল অনুমতি ব্যবহার করে বলে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে স্ক্যামাররা যে অ্যাপ ব্যবহার করে, এটি তা ইনস্টল হওয়া প্রতিরোধ করতে পারে। 

Verify your device certification status

  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার ডিভাইস Play Protect সার্টিফিকেট প্রাপ্ত কিনা তা চেক করতে, সম্পর্কে বিকল্পে ট্যাপ করুন।

How to turn Google Play Protect on or off

Important: Google Play Protect is on by default, but you can turn it off. For security, we recommend that you always keep Google Play Protect on.

  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. একদম উপরে ডানদিকে, প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. Play Protect এবং তারপর সেটিংস Settings বিকল্পে ট্যাপ করুন।
  4. Play Protect-এর মাধ্যমে অ্যাপ স্ক্যান করুন বিকল্পটি চালু বা বন্ধ করুন।

Send unknown apps to Google

If you install apps from unknown sources outside of the Google Play Store, Google Play Protect may ask you to send unknown apps to Google. When you turn on the “Improve harmful app detection” setting, you allow Google Play Protect to automatically send unknown apps to Google.

  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. একদম উপরে ডানদিকে, প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. Play Protect এবং তারপর সেটিংস Settings বিকল্পে ট্যাপ করুন।
  4. ক্ষতিকর অ্যাপ শনাক্তকরণ বিকল্পটি চালু বা বন্ধ করুন।

Information for developers

If you're an app developer, you may be asked to send each new version of your app to Google. If Google Play Protect flags your app as harmful:

If you believe that your app was incorrectly flagged or blocked by Google Play Protect, file an appeal.

How Google Play Protect works

Google Play Protect checks apps when you install them. It also periodically scans your device. If it finds a potentially harmful app, it might:

  • Send you a notification. To remove the app, tap the notification, then tap Uninstall.
  • Disable the app until you uninstall it.
  • Remove the app automatically. In most cases, if a harmful app has been detected, you will get a notification saying the app was removed.

How malware protection works

ক্ষতিকর থার্ড-পার্টির সফ্টওয়্যার, URL ও নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে, Google এইসব ব্যাপারে তথ্য পেতে পারে:

  • আপনার ডিভাইসের নেটওয়ার্ক কানেকশন
  • সম্ভাব্য ক্ষতিকর URL
  • Google Play অথবা অন্যান্য সোর্সের মাধ্যমে আপনার ডিভাইসে ইনস্টল করা অপারেটিং সিস্টেম ও অ্যাপ।

কোনও অ্যাপ অথবা URL বিপজ্জনক হতে পারে বলে মনে হলে, Google আপনাকে সতর্ক করতে পারে। ডিভাইস, ডেটা অথবা ব্যবহারকারীর পক্ষে ক্ষতিকর বলে জানা থাকলে, ইনস্টল করার সময় Google সেই অ্যাপ অথবা URL সরিয়ে দিতে অথবা ব্লক করতে পারে। আপনি Google Play-র বাইরে থেকে কোনও অ্যাপ স্ক্যান করার সাজেশন পেতে পারেন, যেটি Google Play Protect আগে কখনও স্ক্যান করেনি। স্ক্যান করা হলে, কোড-লেভেল মূল্যায়নের জন্য অ্যাপ, Google-এ অ্যাপের বিবরণ পাঠাবে। কিছুক্ষণ পরে আপনি একটি ফলাফল পাবেন যা থেকে জানতে পারবেন, ইনস্টল করার পক্ষে অ্যাপটি নিরাপদ কিনা অথবা স্ক্যান করার ফলে অ্যাপটি থেকে ক্ষতির সম্ভাবনা আছে কিনা তা নির্ধারিত হয়ে যাবে।

আপনার ডিভাইস সেটিংস থেকে এইসব সুরক্ষার কয়েকটি বন্ধ করার বিকল্প বেছে নিতে পারবেন। তবে Google Play-এর মাধ্যমে ইনস্টল করা অ্যাপ সম্পর্কে Google একটানা তথ্য পেতে পারে এবং Google-কে কোনও তথ্য না পাঠিয়ে অন্যান্য সোর্স থেকে আপনার ডিভাইসে ইনস্টল করা অ্যাপ নিরাপত্তার কারণে ক্রমাগত চেক করতে পারে।

How Google resets permissions for unused apps

To keep your data private, Google Play Protect may reset app permissions for apps you rarely use. This feature protects devices that run on Android versions 6.0–10. 

Google may reset any permissions you grant from apps that you haven’t used for 3 months. When this happens, you may receive a notification from Play Protect. Play Protect doesn’t automatically reset permissions from apps that are needed for the usual operation of your device.

To review or manage which app permissions are reset

  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. একদম উপরে ডানদিকে, প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. Play Protect এবং তারপর সেটিংস Settings বিকল্পে ট্যাপ করুন।
  4. অব্যবহৃত অ্যাপের জন্য অনুমতি বিকল্পে ট্যাপ করুন।

অটোমেটিক অনুমতি রিসেট করা থেকে Play Protect-কে আটকাতে:

  1. তালিকা থেকে একটি অ্যাপ বেছে নিন।
  2. অ্যাপ ব্যবহার করা না হলে অনুমতি সরিয়ে দিন বিকল্পটি বন্ধ করুন।

নির্দিষ্ট কোনও অ্যাপের জন্য এই সেটিংস চালু বা বন্ধ করতে:

  1. 'অ্যাপ এবং তারপর অনুমতি' বিকল্প বেছে নিন।
  2. অ্যাপ ব্যবহার না করা হলে অনুমতি সরিয়ে দিন বিকল্প চালু বা বন্ধ করুন।

আপনি অনুমতি সরিয়ে দেওয়ার পরে, Play Protect সেইসব অনুমতি আবার মঞ্জুর করে না, তবে আর কোনও অনুমতি রিসেট করে না।

How Privacy alerts work

Google Play Protect will alert you if an app is removed from the Google Play Store because the app may access your personal information and you’ll have an option to uninstall the app. 
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5148882232706279522
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
84680
false
false