Google News-এ আপনি যা দেখেন তা কাস্টমাইজ করুন

মনে রাখবেন: আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে তবেই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

খেলার টিম, প্রযুক্তি অথবা মহাকাশ ঘুরে দেখার মতো নির্দিষ্ট বিষয় সম্পর্কিত খবর পেতে আপনি Google News কাস্টমাইজ করতে পারবেন। পছন্দের যেসব বিষয় আপনি ফলো করেন তা থেকে পাওয়া আপডেট ফলোইং ট্যাবের কন্টেন্ট ফিডে দেখানো হয়।

যেসব খবর আপনি চান সেগুলি কম বা বেশি পেতে:

  • কোনও প্রসঙ্গ, জায়গা বা প্রকাশনার মতো কোনও আগ্রহের বিষয় ফলো বা আনফলো করুন।
  • কোনও প্রসঙ্গ সম্পর্কে বা কোনও সোর্স থেকে পাওয়া নির্দিষ্ট খবর লাইক বা আনলাইক করুন।
  • কোনও সোর্স থেকে পাওয়া খবর লুকান।

কোন খবরগুলি পেতে চান তা বেছে নিন

কোনও আগ্রহের বিষয় ফলো করুন

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google News Google News app খুলুন।
  2. উপরে, সার্চ Search-এ ট্যাপ করুন।
  3. কোনও প্রসঙ্গ, জায়গা বা প্রকাশনা সম্পর্কে সার্চ করুন বা তালিকাভুক্ত আগ্রহের বিষয়ের উপরে ট্যাপ করুন।
  4. 'ফলো করুন' Follow বিকল্পে ট্যাপ করুন।

 পরামর্শ: নতুন প্রসঙ্গ, জায়গা এবং প্রকাশনা সম্পর্কে আরও দেখতে Newsstand Newsstand বিকল্পে ক্লিক করুন।

কোনও আগ্রহের বিষয় আনফলো করুন

আপনি যদি আর কোনও প্রসঙ্গ, জায়গা বা প্রকাশনা সম্পর্কে আপডেট বা খবর পেতে না চান: 

  • প্রসঙ্গ, জায়গা বা প্রকাশনা খুলুন এবং 'ফলো করা হচ্ছে' Stop following বিকল্পে ট্যাপ করুন।
  • নিচে, 'ফলো করা হচ্ছে' পছন্দসই এবং তারপর সব দেখুন ও ম্যানেজ করুন এবং তারপর 'আরও' আরও এবং তারপর 'ফলো করা বন্ধ করুন' Stop following বিকল্পে ট্যাপ করুন।

কোনও খবর লাইক বা আনলাইক করুন

মনে রাখবেন: আপনি হয়ত কোনও খবর লাইক বা আনলাইক করতে পারবেন না। যেমন, 'শিরোনাম' ট্যাবে থাকা কোনও খবর বা "ব্রিফিং" বিভাগে শিরোনাম হিসেবে লেবেল করা কোনও খবর আপনি লাইক করতে পারবেন না।

  1. কোন খবর যা আপনি লাইক করেন বা করেন না, তার নিচে 'আরও' আরও বিকল্পে ট্যাপ করুন।
  2. আপনি যদি চান:
    • এই ধরনের আরও খবর পেতে: 'এই ধরনের আরও খবর' More like this বিকল্পে ট্যাপ করুন।
    • এই ধরনের কম খবর পেতে: 'এই ধরনের কম খবর' Fewer like this বিকল্পে ট্যাপ করুন।

কোনও সোর্স থেকে খবর লুকান

  1. সোর্স থেকে সেই খবর বেছে নিন যেটির সম্পর্কে আপনি আর আপডেট পেতে চান না।
  2. সেই সোর্স থেকে আর খবর না পেতে চাইলে, 'আরও' আরও এবং তারপর [source] থেকে সব খবর লুকান Hide this source বিকল্পে ক্লিক করুন।

কীভাবে Google News আপনার 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' ব্যবহার করে

আপনার Google অ্যাকাউন্ট আমার অ্যাক্টিভিটি বিকল্পে বিভিন্ন Google প্রোডাক্ট জুড়ে সার্চ এবং অন্যান্য অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য সেভ করে রাখে। সেই সব অ্যাক্টিভিটির মধ্যে কয়েকটি অনুযায়ী Google News আপনার জন্য খবর পছন্দমতো সাজাতে পারে। কীভাবে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি দেখতে ও কন্ট্রোল করতে হয় তা জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
450827764964347307
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false