Google News-এ কীভাবে খবর বেছে নেওয়া হয়

গুরুত্বপূর্ণ:

  • আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে কিছু ফিচার উপলভ্য থাকে।
  • পেমেন্ট করে পড়তে হবে এমন কোনও খবর আপনি শেয়ার করলে, এটির জন্য পেমেন্ট না করা পর্যন্ত অন্যরা এটির অ্যাক্সেস নাও পেতে পারেন।

Google News-এ কী দেখানো হবে তা কম্পিউটার অ্যালগরিদম ঠিক করে। কোন খবর, ছবি ও ভিডিও শো দেখানো হবে এবং তা কোন ক্রমে সাজান থাকবে, তা অ্যালগরিদমের মাধ্যমে ঠিক করা হয়। কিছু কিছু ক্ষেত্রে, প্রকাশক এবং Google News টিমের মতো লোকজন খবর বেছে নেন। 

Google News কিছু কন্টেন্ট পছন্দমতো দেখায়। আপনি যে ধরনের খবর দেখতে চান তা পছন্দমতো সেট করে নিলে Google News খুব সহজেই ঝটপট সেই ধরনের খবর দেখায়।

কম্পিউটারের মাধ্যমে বেছে নেওয়া

আপনার ভাষা ও অঞ্চলের উপর নির্ভর করে অ্যালগরিদম নিচে উল্লেখ করা এই বিভাগগুলির ভিত্তিতে খবরের বিষয় বেছে নেয়:

  • সম্পূর্ণ কভারেজ সম্পূর্ণ কভারেজ
  • Newsstand-এ সোর্স
  • সার্চ ফলাফল
  • আপনার বিষয়
  • স্থানীয় খবর
  • সেরা খবর সম্পর্কে বিজ্ঞপ্তি
  • খবরের শিরোনাম যা এইভাবে দেখতে পাবেন:
    • অ্যাপ থেকে দেখতে: শিরোনাম Headlines অথবা ব্রিফিংয়ে খবরের "শিরোনাম" দেখুন।
    • ডেস্কটপে Google News থেকে দেখতে: ব্রিফিংয়ে “সেরা খবর” বিভাগটি দেখুন।
    • মোবাইলে Google News থেকে দেখতে: সেরা খবর অংশে গিয়ে “শিরোনাম” Headlines দেখুন।

পাঠক যে ভাষা এবং অঞ্চল বেছে নিয়েছেন সেই সংক্রান্ত খবর এই বিভাগে দেখানো হয়।

আপনার পছন্দের খবর

উল্লিখিত এইসব বিষয়ের উপর ভিত্তি করে অ্যালগরিদম আপনার পছন্দ অনুযায়ী খবর দেখায়:

  • Google News সেটিংস: আপনার পছন্দের বিষয় এবং সোর্স।
  • Google-এ করা পুরনো অ্যাক্টিভিটি: Google Search এবং YouTube-এ আপনার করা অ্যাক্টিভিটি।

এইসব বিভাগের ক্ষেত্রে অ্যালগরিদম আপনার পছন্দমতো খবর দেখায়:

  • আপনার জন্য For you
  • বিষয়, সোর্স ও লোকেশন যা 'ফলো করছেন' পছন্দসই
  • আপনার ব্রিফিংয়ে “আপনার জন্য বাছাই করা” খবর
  • আপনার বিষয়
  • স্থানীয় খবর
  • বিজ্ঞপ্তি

এইসব বিভাগে অন্যান্য বিষয়ের উপর খবর দেখানো হয়। কীভাবে সেটিংস পরিবর্তন করবেন ও পুরনো অ্যাক্টিভিটি দেখবেন তা জানুন

News Showcase

গুরুত্বপূর্ণ: এই ফিচার কয়েকটি ভাষা এবং দেশে উপলভ্য।

Google News-এ খবর পড়ার সময় আপনি হয়ত News Showcase প্রকাশকের কন্টেন্ট দেখতে পাবেন। Showcase প্যানেলে যে খবর দেখানো হয় তা প্রকাশক কিউরেট করেন যাতে আপনি খবরের বিষয় ভাল করে বুঝতে পারেন। আপনি এই খবর 'আপনার জন্য' For you বিভাগে খুঁজে দেখতে পারেন। আপনি ফলো করেন না এমন প্রকাশকের থেকে এই খবর দেখানো হতে পারে। News Showcase ফিচার সম্পর্কে আরও জানুন

  • সাজেস্ট করা প্রকাশকদের ফলো করতে হলে: 'ফলো করুন' পছন্দসই বিকল্পে ক্লিক অথবা ট্যাপ করুন। 
  • প্রকাশকদের আনফলো করতে হলে: 'ফলো করুন' পছন্দসই বিকল্পে ক্লিক অথবা ট্যাপ করুন। আপনি 'ফলো করছেন' পছন্দসই ট্যাবে গিয়ে ম্যানেজ করুন বিকল্পে ক্লিক অথবা ট্যাপ করতে পারেন।
Tip: Publishers can select the stories inside their publications.
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
284658243207790956
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false