আপনার Google News-এর সেটিংস চেক বা পরিবর্তন করুন

মনে রাখবেন: আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে তবেই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

আপনার Google News সেটিংস পরিবর্তন করতে পারেন, যেমন আপনার: 

  • ভাষা ও অঞ্চল
  • টেক্সটের সাইজ
  • রঙের স্কিম
  • ভিডিও প্লেব্যাক বিকল্প

অ্যাপের মাধ্যমে সেটিংস পরিবর্তন করুন

  1. Google News অ্যাপ খুলুন Google News app
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর এবং তারপর News সেটিংস  বিকল্পে ট্যাপ করুন।
  3. যে সেটিং পরিবর্তন করতে চান তাতে ট্যাপ করুন।

খবর দেখার সেটিংস পরিবর্তন করুন

আপনি একবারে আরও বেশি খবরের শিরোনাম দেখতে এবং খবরের থাম্বনেল ছোট করতে সেটিংস পরিবর্তন করতে পারেন। 

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google News অ্যাপ Google News appখুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর and then News সেটিংস  বিকল্পে ট্যাপ করুন।
  3. মিনি কার্ড চালু করুন।

উপলভ্য সাধারণ সেটিংস

ডিভাইস ও অ্যাপের ভার্সন অনুযায়ী আপনি যা যা সেট করতে পারবেন:

আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি খুঁজুন এবং নিয়ন্ত্রণ করুন 

  1. Google News অ্যাপ খুলুন Google News অ্যাপ
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর এবং তারপর আমার অ্যাক্টিভিটি বিকল্পে ট্যাপ করুন। 

Learn how to see & control your Web & App Activity

উপলভ্য বিজ্ঞপ্তির সেটিংস

আপনি Google News অ্যাপের বিজ্ঞপ্তি ও দৈনিক আসা ইমেলের ব্রিফিং নিয়ন্ত্রণ করতে পারবেন। Google News-এর বিজ্ঞপ্তি সম্পর্কে জানুন

পরে পড়ার জন্য খবর সেভ করে রাখুন

আপনি খবর সেভ করে পরে পড়তে পারেন। কীভাবে খবর সেভ করবেন জানুন

Google News কন্টেন্ট আপনার পছন্দমতো সাজিয়ে নিন

আপনি Google News-এ নিজের পছন্দ অনুযায়ী খবর অনেক বেশি এবং অপছন্দের খবর কম দেখতে পারেন। আপনাকে যে ধরনের খবর দেখানো হয় সেগুলি কীভাবে আরও উন্নত করবেন তা জানুন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15808532071957797478
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false