অফিস বা স্কুলের Google অ্যাকাউন্টে Gemini ব্যবহার করা

অফিস বা স্কুলের Google অ্যাকাউন্ট ব্যবহার করা ব্যবহারকারী তখনই Gemini ব্যবহার করতে পারবেন যখন তাদের Workspace অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস চালু করবে। 

যেসব ব্যবহারকারী Gemini for Google Workspace অ্যাড-অন সহ অফিস বা স্কুলের অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ফিচার ও উপলভ্যতা আলাদা হয়। এইসব ব্যবহারকারীর ক্ষেত্রে কোন কোন বিষয় আলাদা হয় তার ব্যাপারে সহায়তা কেন্দ্র থেকে আপনি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ও পরামর্শ পাবেন। যেসব ব্যবহারকারী অফিস বা স্কুলের অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা কীভাবে Gemini অ্যাক্সেস করতে পারবেন সেই ব্যাপারে নিচে আরও জানুন।
 

যারা অফিস বা স্কুলের অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা কীভাবে Gemini অ্যাক্সেস করবেন

গুরুত্বপূর্ণ: অফিস বা স্কুলের অ্যাকাউন্ট দিয়ে Gemini ব্যবহার করতে হলে আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। 

আপনি অফিস বা স্কুলের অ্যাকাউন্ট দিয়ে কীভাবে Gemini অ্যাক্সেস করবেন তা আপনার প্রতিষ্ঠানের কাছে কী ধরনের Google Workspace লাইসেন্স আছে তার উপর নির্ভর করছে।

  যেসব ব্যবহারকারী Gemini Business, Gemini Enterprise বা Gemini Education অ্যাড-অন ব্যবহার করেন যেসব বিজনেস বা এন্টারপ্রাইজ ব্যবহারকারী Gemini Business বা Gemini Enterprise অ্যাড-অন ব্যবহার করেন না যেসব Education ব্যবহারকারী Gemini Education অ্যাড-অন ব্যবহার করেন না
যেসব ফিচার অ্যাক্সেস করতে পারবেন

gemini.google.com-এ বর্তমানে বেশিরভাগ জায়গায় উপলভ্য Gemini-এর সবচেয়ে কার্যকরী AI মডেল ও Gemini এক্সটেনশন অ্যাক্সেস করতে পারবেন 

Gemini for Google Workspace অ্যাড-অনের উপলভ্যতা সম্পর্কে আরও জানুন

Gemini ওয়েব অ্যাপ উপলভ্য থাকা ভাষায় ও দেশে বেশিরভাগ স্ট্যান্ডার্ড Gemini ফিচার অ্যাক্সেস করতে পারবেন।

এক্সটেনশন উপলভ্য নেই। 

Gemini ওয়েব অ্যাপ উপলভ্য থাকা ভাষায় ও দেশে বেশিরভাগ স্ট্যান্ডার্ড Gemini ফিচার অ্যাক্সেস করতে পারবেন।

এক্সটেনশন উপলভ্য নেই। 

ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য পরিষেবার শর্তাবলী
আপনার ডেটা কীভাবে ব্যবহার করা হতে পারে gemini.google.com-এ আপনার চ্যাট হিউম্যান রিভিউয়ারের দ্বারা রিভিউ করা হবে না অথবা জেনারেটিভ AI মডেল উন্নত করতে ব্যবহার করা হবে না।

gemini.google.com-এ আপনার চ্যাট হিউম্যান রিভিউয়ারের দ্বারা রিভিউ করা এবং Google-এর প্রোডাক্ট, পরিষেবা ও মেশিন-লার্নিং টেকনোলজি উন্নত করতে ব্যবহার করা হতে পারে।

আরও তথ্যের জন্য, Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি দেখুন।

gemini.google.com-এ আপনার চ্যাট হিউম্যান রিভিউয়ারের দ্বারা রিভিউ করা এবং Google-এর প্রোডাক্ট, পরিষেবা ও মেশিন-লার্নিং টেকনোলজি উন্নত করতে ব্যবহার করা হতে পারে।

শীঘ্রই Gemini সব Google Workspace for Education গ্রাহকদের জন্য অতিরিক্ত ডেটা সুরক্ষার ব্যবস্থা নিয়ে আসতে চলেছে, এর অর্থ হল হিউম্যান রিভিউয়ার আপনার করা চ্যাটকে রিভিউ করবেন না বা তা AI মডেল উন্নত করার জন্য ব্যবহার করা হবে না। তা না হলে, আপনার চ্যাট Google পরিষেবার শর্তাবলী ও Gemini অ্যাপ গোপনীয়তা বিজ্ঞপ্তি অনুসারে ব্যবহার করা হবে।

পরামর্শ:

আপনি কোথায় Gemini for Google Workspace অ্যাড-অন সহ Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারবেন

যেসব ভাষায় এটি ব্যবহার করা যায়

আপনার কাছে Gemini Business, Gemini Enterprise বা Gemini Education অ্যাড-অন থাকলে, নিম্নলিখিত ভাষাতে Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করে আপনি Gemini 1.5 Pro অ্যাক্সেস করতে পারেন:
  • আরবি
  • বাংলা
  • বুলগেরিয়ান
  • চিনা (সরলীকৃত / ঐতিহ্যবাহী)
  • ক্রোয়েশিয়ান
  • চেক
  • ড্যানিশ
  • ডাচ
  • ইংরেজি
  • এস্তোনিয়ান
  • ফার্সি
  • ফিনিশ
  • ফরাসি
  • জার্মান
  • গ্রিক
  • গুজরাতি
  • হিব্রু
  • হিন্দি
  • হাঙ্গেরিয়ান
  • ইন্দোনেশিয়ান
  • ইতালিয়ান
  • জাপানি
  • কন্নড়
  • কোরিয়ান
  • লাটভিয়ান
  • লিথুয়ানিয়ান
  • মালয়ালম
  • মারাঠি
  • নরওয়েজিয়ান
  • পোলিশ
  • পর্তুগিজ
  • রোমানিয়ান
  • রাশিয়ান
  • সার্বিয়ান
  • স্লোভাক
  • স্লোভেনিয়ান
  • স্প্যানিশ
  • সোয়াহিলি
  • সুইডিশ
  • তামিল
  • তেলুগু
  • থাই
  • তুর্কি
  • ইউক্রেনিয়ান
  • উর্দু
  • ভিয়েতনামিজ

যেসব দেশ ও অঞ্চলে এই ভার্সন ব্যবহার করা যায়

আপনার কাছে Gemini Business, Gemini Enterprise বা Gemini Education অ্যাড-অন থাকলে, Google Workspace উপলভ্য থাকা সব দেশ ও অঞ্চলে, আপনি gemini.google.com অ্যাক্সেস করতে পারবেন।

যেসব ব্যবহারকারী অফিস বা স্কুলের Google অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য অ্যাক্টিভিটি

Gemini অ্যাক্টিভিটি ম্যানেজ করা ও মোছা

Gemini-র অ্যাক্সেস সহ অফিস বা স্কুলের Google অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য, Gemini অ্যাক্টিভিটি চালু করা থাকে এবং এটি বন্ধ করা যাবে না ও আপনার Gemini অ্যাক্টিভিটি মুছতে পারবেন না।

  • আপনার Gemini অ্যাক্টিভিটিতে, শুধুমাত্র Gemini ওয়েব অ্যাপ (gemini.google.com) অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত থাকে। Workspace অ্যাপে আপনি Gemini for Workspace-এর সাথে হওয়া আপনার চ্যাট মুছে দিলে, তার ফলে Gemini অ্যাক্টিভিটিতে সেভ করা কোনও তথ্য মুছে যায় না।
  • আপনি আগে অফিস বা স্কুলের অ্যাকাউন্ট দিয়ে Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করে থাকলে এবং Gemini অ্যাক্টিভিটি বন্ধ করে থাকলে, এখন আপনার Gemini অ্যাক্টিভিটি চালু করা হবে। ৯ মে, ২০২৪-এর পরে প্রথমবার সাইন-ইন করার সময়, আপনার Gemini অ্যাক্টিভিটি চালু করা হবে এবং আপনার কথোপকথনের ইতিহাস ১৮ মাস পর্যন্ত স্টোর করে রাখা হবে।

    • Gemini যদি আপনাকে জানায় যে আপনার ইতিহাস বন্ধ করা আছে, সেক্ষেত্রে আপনার ওয়েব পেজ রিফ্রেশ করুন।   

গুরুত্বপূর্ণ: যেসব অফিস বা স্কুলের অ্যাকাউন্ট ব্যবহারকারীর কাছে Gemini for Google Workspace লাইসেন্স নেই, তাদের Gemini অ্যাক্টিভিটি চালু থাকলে, মেশিন লার্নিং প্রযুক্তি এবং বিভিন্ন Google প্রোডাক্ট ও পরিষেবা প্রদান করতে, উন্নত করতে এবং ডেভেলপ করতে, Gemini ওয়েব অ্যাপের কথোপকথন এবং ব্যবহারকারীদের প্রদত্ত অন্যান্য তথ্য Google সংগ্রহ করে। আরও জানুন। 

আপনার Gemini অ্যাক্টিভিটি খুঁজে নিন

  1. কম্পিউটারে gemini.google.com লিঙ্কে যান।
  2. অ্যাক্টিভিটি বিকল্পে ক্লিক করুন।
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5326350280063811797
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false