Gemini ওয়েব অ্যাপে সাইন-ইন করুন

Gemini ওয়েব অ্যাপ, gemini.google.com ব্যবহার করার জন্য, আপনাকে Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে হবে। Gemini-র সাহায্যে সরাসরি Google AI অ্য়াক্সেস করতে পারবেন। কোনও কিছু লেখা, প্ল্যান করা, শেখা এবং আরও অনেক কাজে সাহায্য পেতে পারেন। Gemini অ্যাপের ব্যাপারে আরও জানুন, জেনারেটিভ AI এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কীভাবে কাজ করে তাও জানুন।

What you need

আপনার ব্যক্তিগত Google অ্যাকাউন্ট দিয়ে gemini.google.com-এ Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করতে, এগুলি প্রয়োজন:

  • একটি ব্যক্তিগত Google অ্যাকাউন্ট যা আপনি নিজেই ম্যানেজ করেন। আপনি এখনও Family Link অ্যাপের মাধ্যমে ম্যানেজ করা Google অ্যাকাউন্ট দিয়ে, Gemini ওয়েব অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন না।
  • Gemini ওয়েব অ্যাপ ব্যবহারের জন্য ন্যূনতম বয়সের যোগ্যতা পূরণ করতে হবে:
    • ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে: বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
    • অন্যান্য যেসব দেশে Gemini ওয়েব অ্যাপ উপলভ্য, সেখানে ব্যবহার করার জন্য: আপনার বয়স ১৩ বছর (অথবা আপনার দেশে উপযুক্ত বয়সের অধিকারী) বা তার বেশি হতে হবে। বর্তমানে, বয়স ১৮ বছরের কম হলে শুধুমাত্র ইংরেজিতেই Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করা যায়।
  • যে সমস্ত ব্রাউজার ব্যবহার করা যাবে: Chrome, Safari, Firefox, Opera অথবা Edgium.

যেসব ভাষায় ও দেশে Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারেন সেগুলির সম্পর্কে জানুন

আপনার অফিস বা স্কুলের Google অ্যাকাউন্টে Gemini ব্যবহার করা

আপনার অফিস বা স্কুলের Google অ্যাকাউন্টে Gemini ব্যবহার করতে হলে, অ্যাডমিনিস্ট্রেটরকে অবশ্যই Gemini-র অ্যাক্সেস চালু করতে হবে। আরও জানুন কীভাবে আপনার অফিস বা স্কুলের Google অ্যাকাউন্টে Gemini ব্যবহার করবেন

Gemini ওয়েব অ্যাপে সাইন-ইন করুন

  1. gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের উপরের ডানদিকে, সাইন-ইন করুন বিকল্প বেছে নিন।
  3. আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

Gemini ওয়েব অ্যাপ থেকে সাইন-আউট করুন

  1. gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের আদ্যক্ষর বেছে নিন।
  3. সাইন-আউট করুন বিকল্পটি বেছে নিন।

Gemini ওয়েব অ্যাপে সাইন-ইন করা যাচ্ছে না

আপনি যদি Gemini ওয়েব অ্যাপে নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে না পারেন, তাহলে সেই ব্যাপারে আরও জানতে নিচে যে মেসেজ দেখানো হবে তা বেছে নিন।

আপনি এই পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন না

বর্তমানে, ব্যক্তিগত Google অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যা আপনি নিজে ম্যানেজ করেন অথবা অফিস বা স্কুলের  এমন অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, যেটির জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটর Gemini-র অ্যাক্সেস চালু করেছেন। এছাড়া, অফিস বা স্কুলের অ্যাকাউন্ট দিয়ে Gemini ব্যবহার করতে হলে অথবা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করতে হলে, আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। অন্যান্য যেসব দেশে Gemini ওয়েব অ্যাপ উপলভ্য, সেখানে এটি ব্যবহার করার জন্য আপনার বয়স ১৩ বছর (বা আপনার দেশে উপযুক্ত বয়সের অধিকারী হতে হবে) বা তার বেশি হতে হবে। বর্তমানে, বয়স ১৮ বছরের কম হলে শুধুমাত্র ইংরেজিতেই Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করা যায়।

আপনি এখনও Family Link অ্যাপের মাধ্যমে ম্যানেজ করা Google অ্যাকাউন্ট দিয়ে, Gemini ওয়েব অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন না। আপনি Google Workspace অ্যাডমিনিস্ট্রেটর হলে, কীভাবে Gemini অ্যাক্সেস করার সুবিধা চালু করা যায় তা জানুন

কোনও সমস্যা হয়েছে
লোকেশন, বয়স অথবা অ্যাকাউন্টের ধরন সহ বিভিন্ন কারণে অনেকেই হয়ত Gemini ওয়েব অ্যাপ অ্যাক্সেস করতে পারছেন না। আপনি এখন Gemini ওয়েব অ্যাপ অ্যাক্সেস বা ব্যবহার করতে না পারলে, পরে আবার চেষ্টা করে দেখতে পারেন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1620071761352104187
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false