সহায়তা পাওয়ার সঠিক জায়গা খুঁজে নিন

ডিভাইস অথবা অ্যাপ সংক্রান্ত কোনও সমস্যা হলে, এই নিবন্ধ সমস্যার সমাধান করার জন্য আপনাকে সঠিক জায়গা খুঁজে পেতে সাহায্য করবে। আপনার সমস্যা নিচে দেখানো বিকল্পের মধ্যে কোনটির সাথে সম্পর্কিত তা সার্চ করে দেখুন। যেমন, এগুলি আপনি সার্চ করে দেখতে পারেন:

  • Facebook অ্যাপে আপনার কোনও সমস্যা হলে: Facebook
  • Samsung ডিভাইসে আপনার কোনও সমস্যা হলে: Samsung
  • Gmail সম্পর্কিত আপনার কোনও সমস্যা হলে: Gmail
  • আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে: পাসওয়ার্ড
Product & issueWhere to get help

Google-এ সাইন-ইন করা যাচ্ছে না

  • আপনি Google অ্যাকাউন্টের ইউজারনেম বা পাসওয়ার্ড ভুলে গেছেন।
  • আপনার অ্যাকাউন্টে সাইন-ইন বা এটি অ্যাক্সেস করা যাচ্ছে না।
  • ২-ধাপে যাচাইকরণ সংক্রান্ত সমস্যা।

Google Project Fi

  • বিলিং এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট।
  • Project Fi-এ সাইন-আপ করুন।
  • Project Fi ফোন ব্যবহার করা হচ্ছে।
  • Project Fi সংক্রান্ত সমস্যার সমাধান করুন।

Google Photos

  • ফটো এবং ভিডিওর জন্য সার্চ করুন।
  • ফটো এডিট করুন।
  • আপনার ফটোর গ্যালারি দেখুন।

Gmail

  • Gmail-এর ইমেল অ্যাকাউন্ট ম্যানেজ করুন।
  • বিভিন্ন ইমেল খুঁজুন এবং সাজিয়ে রাখুন।
  • Gmail অ্যাপ ব্যবহার করুন।

Android

  • কীভাবে Android ফোন, ট্যাবলেট অথবা ঘড়ি ব্যবহার করা হয়।
  • আপনার Android ডিভাইস সুরক্ষিত রাখুন।
  • ডিভাইস নির্মাতা কোম্পানির থেকে সহায়তা পান।

YouTube

  • YouTube-এ ভিডিও সার্চ করুন এবং দেখুন।
  • আপনার YouTube চ্যানেল এবং অ্যাকাউন্ট ম্যানেজ করুন।
  • YouTube Premium এবং YouTube বিলিং সংক্রান্ত প্রশ্নের উত্তর দিন।

Google Chrome ওয়েব ব্রাউজার

  • ডাউনলোড করে Google Chrome ওয়েব ব্রাউজার ব্যবহার করুন।
  • Chrome-এর জন্য অ্যাপ, এক্সটেনশন এবং প্লাগ-ইন।
  • Google Chrome-এর সার্চ ইতিহাস।

Google Assistant

  • Google Assistant-এর থেকে সহায়তা পান।
  • Google Assistant খুঁজুন।

Google Maps

  • Google Maps-এ জায়গা সার্চ করুন অথবা ঘুরে দেখুন।
  • কোনও গন্তব্যে যাওয়ার দিকনির্দেশ পান অথবা নেভিগেট করুন।
  • Google Maps কাস্টমাইজ করুন।

Google Docs

  • Google Docs, Slides, Sheets এবং Forms ব্যবহার করুন।
  • ডকুমেন্ট, স্প্রেডশিট, ফর্ম এবং আরও অনেক কিছু তৈরি করুন।
  • অফলাইনে কাজ করে ফাইল শেয়ার করুন।

Google Drive

  • Google Drive-এর ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন।
  • ফাইল সেভ করে সাজিয়ে রাখুন।
  • ফাইল কম্পিউটারের সাথে সিঙ্ক করুন।

Google Search

  • Google-এ কন্টেন্ট সার্চ করুন।
  • সার্চ ফলাফল ফিল্টার করুন।
  • সার্চ ইতিহাস সরান বা মুছে দিন।

ডিভাইস সংক্রান্ত সহায়তা (ফোন, ট্যাবলেট, ঘড়ি এবং আরও অনেক কিছু)

  • ডিভাইস প্রস্তুতকারক সংস্থার থেকে Android ডিভাইস সংক্রান্ত সমস্যার বিষয়ে সহায়তা পান।
  • Samsung, Huawei, LG, Lenovo, Motorola, Sony, Xiaomi এবং আরও অনেক সংস্থা।

Google-এর তৈরি করা নয় এমন অ্যাপ এবং গেম (Facebook, WhatsApp, Instagram, Clash Royale এবং আরও অনেক কিছু)

  • অ্যাপ ডেভেলপারের থেকে সহায়তা পান।
  • Facebook, WhatsApp, Instagram, Clash Royale এবং অন্যান্য অ্যাপ ও গেমের ব্যাপারে সহায়তা পান।
  • সঠিকভাবে কাজ করছে না এমন অ্যাপের সমস্যার সমাধান করুন।
  • অ্যাপ-মধ্যস্থ কেনাকাটার ডেলিভারি আপনার অ্যাকাউন্টে পান।

Google My Business

  • Google-এ আপনার ব্যবসার তালিকা যাচাই এবং আপডেট করুন
  • গ্রাহকদের সাথে যোগাযোগ করুন

Google Voice

  • একটি Google Voice নম্বর পান।
  • Google Voice-এ কল করুন ও গ্রহণ করুন।
  • টেক্সট মেসেজ, ভয়েসমেল এবং আরও অনেক কিছু।

Google Play

  • Google Play Store থেকে বিভিন্ন অ্যাপ এবং গেম খুঁজে ডাউনলোড করুন।
  • অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা ব্যাপারে সহায়তা পান।
  • আপনার করা কেনাকাটার জন্য রিফান্ডের অনুরোধ করুন।
  • দেখুন কীভাবে মিউজিক, সিনেমা, টিভি শো, বই এবং খবর কিনতে হয়।

Google Earth

  • কীভাবে Google Earth ব্যবহার করবেন।
  • আপনার প্রিয় জায়গাগুলি সেভ করুন।
  • ডেস্কটপের জন্য Google Earth Pro ব্যবহার করার ব্যাপারে সাহায্য পান।

পরিষেবা প্রদানকারীর থেকে সহায়তা

  • ফোন অ্যাক্টিভেশন, মোবাইল পরিষেবা, নেটওয়ার্ক ও কল কোয়ালিটির ব্যাপারে মোবাইল পরিষেবা প্রদানকারীর থেকে সাহায্য পান।
  • Verizon, AT&T, T-Mobile, Metro by T-Mobile ও আরও অনেকে।
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1179411061288391860
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false