Android-এ অব্যবহৃত অ্যাপ মুছুন, বন্ধ ও ম্যানেজ করুন

আপনি আনইনস্টল করতে পারবেন সেইসব অ্যাপ যা আপনার ফোনে ইনস্টল করেছেন। আপনি পেমেন্ট করেছেন এমন অ্যাপ সরিয়ে দিলে পরে না কিনেও সেটি আবার ইনস্টল করতে পারবেন। আপনার ফোনে থাকা সিস্টেম অ্যাপও বন্ধ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ:

আপনার ইনস্টল করা অ্যাপ মুছে ফেলুন

  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. স্ক্রিনের একদম উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. অ্যাপ ও ডিভাইস ম্যানেজ করুন এবং তারপর ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. যে অ্যাপ মুছে ফেলতে চান সেটির নাম বেছে নিন।
  5. আনইনস্টল করুন বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: আপনি যদি কোনও অ্যাপ বন্ধ করেন বা মুছে ফেলেন, আপনার ফোনে সেটি যোগ করতে পারবেন। আপনি কোনও অ্যাপ কিনে থাকলে, আবার না কিনেও সেটি আবার ইনস্টল করতে পারবেন। অ্যাপ কীভাবে আবার ইনস্টল এবং চালু করতে হবে তা জানুন

আপনার ফোনে থাকা অ্যাপ বন্ধ করা

আপনার Android ফোনে আগে থেকে ইনস্টল করা কিছু সিস্টেম অ্যাপ মুছে ফেলতে পারবেন না। তবে, কিছু ফোনে আপনি তা বন্ধ করতে পারবেন যাতে আপনার ফোনে অ্যাপের তালিকাতে সেটি দেখা না যায়। অ্যাপ কীভাবে বন্ধ করবেন সেই বিষয়ে জানতে, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন

অব্যবহৃত অ্যাপ

আপনি দীর্ঘ দিন ধরে কোনও অ্যাপ ব্যবহার না করে থাকলে, Android সেটি নিম্নলিখিত পদ্ধতিতে অপ্টিমাইজ করে:

  • অস্থায়ী ফাইল মুছে জায়গা খালি করে
  • অ্যাপকে দেওয়া অনুমতি প্রত্যাহার করে
  • ব্যাকগ্রাউন্ডে চলছে এমন অ্যাপ ও বিজ্ঞপ্তি পাঠানো বন্ধ করে

যেসব অ্যাপ ব্যবহার করা হয়নি ও অপ্টিমাইজ করা হয়েছে সেগুলি আপনি অ্যাপএবং তারপরঅব্যবহৃত অ্যাপ বিকল্পে গিয়ে পর্যালোচনা করতে পারবেন।

এই ফিচার থেকে নির্দিষ্ট যেকোনও অ্যাপ আপনি বাদ দিতে চাইলে, অ্যাপের তথ্য এবং তারপর অব্যবহৃত অ্যাপ এবং তারপর ব্যবহার না করা হলে অ্যাপ অ্যাক্টিভিটি পজ করা বিকল্পে গিয়ে টগল করুন, তারপর এটি বন্ধ করুন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1944675534259148242
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false