Find My Device কীভাবে আপনার ডেটা সুরক্ষিত রাখে

আপনার হারানো Android ডিভাইসের লোকেশন নির্ণয় করা, তাকে সুরক্ষিত করা ও তথ্য মুছে দেওয়ার মতো বিষয়ে Find My Device আপনাকে সাহায্য করে। ডিভাইস অনলাইনে থাকলে এটি খুঁজতে সাহায্য করা ছাড়াও, Find My Device-এ অফলাইনে খোঁজার কয়েকটি ফিচার রয়েছে যা আপনার ডিভাইস ও অ্যাক্সেসরি অফলাইনে থাকলেও সেগুলি খুঁজে পেতে সাহায্য করতে পারে।

সাধারণত, আপনার Android ডিভাইস Google-এর মাধ্যমে এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন স্টোর করে এবং Find My Device নেটওয়ার্কে অংশগ্রহণ করে। এটি হল Android ডিভাইসের একটি ক্রাউডসোর্স করা নেটওয়ার্ক যা এন্ড-টু-এন্ড এনক্রিপশন করা লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে আপনাকে ও অন্যান্য Android ব্যবহারকারীকে হারানো ডিভাইস খুঁজে পেতে সাহায্য করে।

ডিভাইস খুঁজে পাওয়ার এইসব অফলাইন ফিচার আপনার ডিভাইসে চালু করা থাকলে, Find My Device উপলভ্য সবচেয়ে ভাল সোর্স ব্যবহার করবে – ডিভাইস অনলাইনে থাকলে আপনার ডিভাইসের বর্তমান লোকেশন, শেষবার অনলাইন হওয়ার সময় আপনার ডিভাইস থেকে পাওয়া এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন যা ডিভাইসে স্টোর করা থাকে অথবা Find My Device নেটওয়ার্কে অন্যান্য Android ডিভাইস থেকে পাওয়া ক্রাউডসোর্স করা এনক্রিপ্টেড লোকেশন – এগুলির মাধ্যমে আপনাকে ডিভাইস খুঁজতে সাহায্য করা হয়।

নিচে আরও একবার যেমন বর্ণনা করা হয়েছে, সেই বর্ণনা অনুযায়ী, এইসব পরিষেবা প্রদান করা, সেগুলি বজায় রাখা ও উন্নত করার উদ্দেশ্যে Find My Device ডেটা সংগ্রহ ও প্রসেস করে। Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী Find My Device-এর দ্বারা প্রসেস করা ডেটা ম্যানেজ করা হয়।

আপনার অনলাইন থাকা ডিভাইস খোঁজা

অনলাইন রয়েছে এমন কোনও ডিভাইস খোঁজার ব্যাপারে সাহায্য পেতে আপনি Find My Device ব্যবহার করলে, Find My Device আপনার হারানো Android ডিভাইসের সাথে যোগাযোগ করে এবং সেটির বর্তমান লোকেশন সংক্রান্ত এবং ডিভাইসের ব্যাটারির লেভেল, যে ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে এটি এখন কানেক্ট করা আছে এবং সেই ওয়াই-ফাই ও সেলুলার সিগনালের ক্ষমতার মতো বিভিন্ন তথ্য সংগ্রহ করে। Find My Device এই তথ্য অ্যাপে দেখায় যাতে আপনি হারানো ডিভাইসটি খুঁজে পেতে পারেন।

তাছাড়া, Find My Device কানেকশন ইভেন্টের মতো তথ্যও সংগ্রহ করে (উদাহরণস্বরূপ, শেষবার ইয়ারবাড আপনার ফোনের সাথে কখন কানেক্ট করা হয়েছিল)। আপনার অ্যাক্সেসরি খুঁজে পেতে সাহায্য করতে অ্যাপে সেই ডিভাইসের লোকেশনকে ডিসপ্লে করা হয় যার সাথে আপনার অ্যাক্সেসরি বর্তমানে কানেক্ট করা আছে।

তাছাড়া Find My Device সেইসব শনাক্তকারীকেও সংগ্রহ করে যা আপনার Android ডিভাইস ও অ্যাক্সেসরিকে আপনার Google অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করে। এছাড়া, Find My Device-এর মাধ্যমে নেওয়া অ্যাকশন সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা হয়, যেমন, Google অ্যাকাউন্ট ডিভাইস লক বা তার থেকে তথ্য মুছতে ব্যবহার করা এবং সেই সংশ্লিষ্ট অ্যাকশন সফলভাবে সম্পন্ন হয়েছিল কিনা।

আপনার অফলাইনে থাকা ডিভাইস খোঁজা

আপনার হারানো ডিভাইস সবসময় অনলাইন নাও থাকতে পারে। তাছাড়া, অফলাইনে থাকা আপনার ডিভাইস খুঁজে পেতে সাহায্য করার জন্য Find My Device নেটওয়ার্কে অংশগ্রহণ করা আপনার ও অন্যান্য Android ডিভাইসের থেকে পাঠানো এনক্রিপ্ট করা লোকেশন সংক্রান্ত তথ্য, Find My Device অ্যাপ সংগ্রহ, স্টোর ও ব্যবহার করতে পারবে।

Android ডিভাইসের ক্রাউডসোর্স করা নেটওয়ার্কের ক্ষমতাকে ব্যবহার করে Find My Device নেটওয়ার্ক, আপনাকে অফলাইনে থাকা Android ফোন ও ট্যাবলেট, মানানসই ইয়ারবাডের মতো 'দ্রুত পেয়ার' অ্যাক্সেসরি ও আপনার ওয়ালেট, 'কী' বা বাইকের মতো ফিজিক্যাল অ্যাসেটে অ্যাটাচ করা যায় এমন ট্র্যাকার ট্যাগ সহ বিভিন্ন ধরনের আইটেম খুঁজে পেতে সাহায্য করতে পারবে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ উন্নত সুরক্ষা কৌশলের মাধ্যমে তৈরি করা নেটওয়ার্ক নেটওয়ার্কে অংশগ্রহণ করা সব ব্যক্তির গোপনীয়তা সুরক্ষিত করতে সাহায্য করে।

ক্রাউডসোর্সিং সংক্রান্ত ফিচার কীভাবে কাজ করে?

Find My Device নেটওয়ার্কে অংশগ্রহণ করা Android ডিভাইস আশেপাশের আইটেমের জন্য স্ক্যান করতে ব্লুটুথ ব্যবহার করে। ডিভাইস আপনার আইটেম শনাক্ত করতে পারলে, সেই ডিভাইস Find My Device-এর কাছে গোপনে আইটেমটি কোথায় শনাক্ত করা হয়েছে তার লোকেশন পাঠিয়ে দেয়। অন্যান্য ব্যক্তিকেও হারানো আইটেম খুঁজে পেতে সাহায্য করতে আপনার Android ডিভাইস একই কাজ করে থাকে যখন সেই আইটেমটি ডিভাইস তার আশেপাশে শনাক্ত করতে পারে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন

Find My Device নেটওয়ার্ক একটি অনন্য কী ব্যবহার করে আপনার আইটেমের লোকেশন এনক্রিপ্ট করে যেটি শুধুমাত্র আপনি নিজের Android ডিভাইসের পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড লিখে অ্যাক্সেস করতে পারবেন।

এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন একই প্রযুক্তি দ্বারা পরিচালিত হয় যেটি আপনার পাসওয়ার্ড গোপনীয় রাখতে Google Password Manager ব্যবহার করে। এর ফলে Google-এর থেকেও আপনার আইটেমের লোকেশন গোপন রাখার বিষয়টি সুনিশ্চিত করা যায়। Find My Device-এ এটি শুধুমাত্র আপনি এবং যাদের সাথে আপনার আইটেম শেয়ার করেছেন সেইসব ব্যক্তিই দেখতে পাবেন।

গুরুত্বপূর্ণ:Android ডিভাইসে আপনি কোনও পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট না করে রাখলে, Find My Device নেটওয়ার্কের সুবিধা নিতে আপনাকে অবশ্যই সেটি এখন সেট করে নিতে হবে।

নেটওয়ার্কের মাধ্যমে প্রসেস করা ডেটা

এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা লোকেশন ছাড়াও, Find My Device নেটওয়ার্ক অন্যান্য ডেটাও প্রসেস করে। সেগুলির মধ্যে পড়ে সাময়িক কালের জন্য উপলভ্য ডিভাইস শনাক্তকারী, ডিভাইস কখন কোনও আইটেম শনাক্ত করেছে এবং আপনি কখন হারানো আইটেমের লোকেশন পাঠাবার অনুরোধ জানিয়েছেন তার টাইমস্ট্যাম্প এবং 'দ্রুত পেয়ার' অ্যাক্সেসরির ব্যাপারে তথ্য যা আপনার ডিভাইসের সাথে পেয়ার করেছেন অথবা অন্যান্য ব্যক্তির সাথে শেয়ার করেছেন। Find My Device নেটওয়ার্ক এই ডেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের ফিচার প্রয়োগ করা, কোনও আইটেম হারিয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার লোকেশন সংক্রান্ত তথ্য প্রদান করা এবং গোপনীয়তা ও নিচে বর্ণিত এগ্রিগেশন সংক্রান্ত ফিচারের মতো অপব্যবহার-প্রতিরোধী সুরক্ষা প্রদান করার মতো কাজ করে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার Android ডিভাইস যখন কোনও শনাক্ত করা আইটেমের লোকেশন শেয়ার করে তাতে Google আপনাকে চিনতে পারে না।

যে ব্যক্তি হারানো আইটেম খুঁজে পাওয়ার জন্য Find My Device নেটওয়ার্ক ব্যবহার করছেন, তাকে তার আইটেম যে জায়গায় শনাক্ত করা হয়েছে তার লোকেশন এবং আনুমানিক কখন তার আইটেমটি সেখানে শেষবার দেখা গেছে সম্পর্কিত বিষয় ছাড়া অন্য কোনও তথ্য পাঠানো হয় না।

কীভাবে আপনার ডিভাইস নেটওয়ার্কে অংশগ্রহণ করে তা নিয়ন্ত্রণ করা

আপনি Find My Device সেটিংস থেকে যেকোনও সময় "অফলাইনে থাকা আপনার ডিভাইস খুঁজুন"-এ গিয়ে এবং নিম্নলিখিত বিকল্পের মধ্যে আপনার প্রয়োজনমতো বিকল্প বেছে নিয়ে, কীভাবে Android ডিভাইস নেটওয়ার্কে অংশগ্রহণ করে তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

This image shows Find my device screen on your deviceThis images shows the options when you tap the find your offline devices page on your device

“বন্ধ করা”

Find My Device নেটওয়ার্কে অংশগ্রহণ করার বিকল্প বেছে নিতে বা এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন Google-এর মাধ্যমে স্টোর করে আইটেম অফলাইনে থাকলেও সেটি খুঁজে পাওয়ার সুবিধা ব্যবহার করতে না চাইলে, আপনি অফলাইনে থাকা ডিভাইস খোঁজার এইসব ফিচার সম্পূর্ণ বন্ধ করার বিকল্প বেছে নিতে পারবেন।

অফলাইনে থাকা আইটেম খোঁজার বিকল্প বন্ধ করে দিলেও, অনলাইন থাকা আপনার ডিভাইসের লোকেশন নির্ণয় করা, তার তথ্য গোপন রাখা ও নিজের ডিভাইস বা কানেক্ট থাকা 'দ্রুত পেয়ার' অ্যাক্সেসরি মুছে দেওয়ার জন্য Find My Device অ্যাপ ব্যবহার করতে পারবেন। Find My Device একেবারেই ব্যবহার করতে না চাইলে, আপনি 'সেটিংস এবং তারপর Google এবং তারপর সব পরিষেবা (ট্যাব উপলভ্য থাকলে) এবং তারপর Find My Device এবং তারপর'-এ গিয়ে “Find My Device ব্যবহার করুন” বিকল্পটি বন্ধ করার জন্য সেট করা আছে কিনা তা চেক করুন।

“নেটওয়ার্ক ছাড়া”

আপনি Find My Device নেটওয়ার্কে অংশগ্রহণ করতে না চাইলেও, অফলাইনে থাকা আপনার কিছু আইটেম তখনও খুঁজে পেতে পারবেন। এগুলির মধ্যে আপনার Android ডিভাইস ও এর সাথে কানেক্ট করা 'দ্রুত পেয়ার' অ্যাক্সেসরি পড়ে। এইসব ডিভাইসের এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন Google-এর মাধ্যমে স্টোর করা হয় বলে আপনি এই সুবিধা পেতে পারবেন।

এই বিকল্পের ক্ষেত্রে, আপনি ওয়ালেট, কী বাইকের মতো আইটেম খুঁজে পাওয়ার জন্য ট্র্যাকার ট্যাগ ব্যবহার করতে এবং আপনার আইটেম খুঁজে পাওয়ার ব্যাপারে সাহায্য পেতে Android ডিভাইসের বড় নেটওয়ার্কের উপর নির্ভর করতে পারবেন না। যদিও আপনার Android ডিভাইস মাঝে মাঝে নিজের এবং এর সাথে কানেক্ট করা অ্যাক্সেসরির জন্য এনক্রিপ্ট করা লোকেশন সংক্রান্ত তথ্য Find My Device-কে পাঠায়। আপনার ডিভাইস বা অ্যাক্সেসরির জন্য সবচেয়ে এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন শুধুমাত্র স্টোর করা হয়।

গুরুত্বপূর্ণ:

  • আপনার Android ডিভাইসে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা থাকলে, সাম্প্রতিক লোকেশন সংক্রান্ত তথ্য একটি অনন্য কী ব্যবহার করে এনক্রিপ্ট করা হয় যেটি Android ডিভাইসের পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড লিখে আপনিই শুধু অ্যাক্সেস করতে পারবেন।
  • Android ডিভাইসে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা না থাকলেও আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। সাম্প্রতিক লোকেশন সংক্রান্ত তথ্য একটি অনন্য কী ব্যবহার করে এনক্রিপ্ট করা হয় যা আপনি শুধুমাত্র নিজের Google অ্যাকাউন্ট পাসওয়ার্ড লিখে অ্যাক্সেস করতে পারবেন।
  • আপনার ডিভাইসে Android 8.0 বা এর নিচের কোনও ভার্সন ইনস্টল করা থাকলে, এটি বিস্তৃতভাবে ক্রাউডসোর্স করা Find My Device নেটওয়ার্কে অংশগ্রহণ করতে পারবে না তবে আপনার ডিভাইস এখনও নিজের এবং Google-এর সাথে কানেক্ট থাকা যেকোনও অ্যাক্সেসরির জন্য এনক্রিপটেড সাম্প্রতিক লোকেশন সেভ করতে পারবে। এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন সংক্রান্ত তথ্য স্টোর করার মাধ্যমে Find My Device আপনার হারানো আইটেম খুঁজে পেতে সাহায্য করতে পারে এবং এমনকি সেটি অফলাইনে থাকলেও আপনি সার্চ করতে পারবেন। Android 8.0 এবং এর নিচের যেকোনও ভার্সনে, আপনি এই সেটিং 'সেটিংস এবং তারপর Google এবং তারপর সব পরিষেবা (ট্যাব উপলভ্য থাকলে) এবং তারপর Find My Device এবং তারপর সাম্প্রতিক লোকেশন সেভ করুন' বিকল্প থেকে অ্যাডজাস্ট করতে পারবেন।

“নেটওয়ার্ক সহ শুধুমাত্র বেশি ট্রাফিক চলাচল করা এলাকায়”

সাধারণত, আপনার Android ডিভাইস আরও বেশি ট্রাফিক চলাচল করা এলাকাতে অন্যান্য ব্যক্তিকে আইটেম খুঁজে পেতে সাহায্য করে। তাছাড়া, আপনি আরও বেশি ট্রাফিক চলাচল করা এলাকাতেও নিজের আইটেম খুঁজে পেতে সাহায্য পাবেন।

হারানো আইটেমের মালিক তার লোকেশন পাওয়ার জন্য অনুরোধ জানালে, Find My Device নেটওয়ার্ক—সাধারণত—আপনার ডিভাইসের পাঠানো লোকেশন সংক্রান্ত তথ্যকে অন্যান্য সেইসব Android ডিভাইসের থেকে পাঠানো লোকেশন সংক্রান্ত তথ্যের সাথে এগ্রিগেট করে দেখায়, যাদের মাধ্যমে সেই হারানো আইটেমটি শনাক্ত করা হয়েছে।

এগ্রিগেশন বলতে কী বোঝায়?

এগ্রিগেশনের মাধ্যমে কাজ করার সময় Find My Device নেটওয়ার্ক, একাধিক Android ডিভাইস কোনও হারানো আইটেম শনাক্ত করা না পর্যন্ত অপেক্ষা করে। Find My Device তারপরে হারানো আইটেমের মালিককে একাধিক ডিভাইসের পাঠানো লোকেশনের রিপোর্ট থেকে গণনা করে একটি কেন্দ্রবিন্দুকে দেখায়।

এটি আপনাকে এবং অন্যান্য ব্যক্তিকে অনেক বেশি ট্রাফিক থাকা এলাকায় আইটেম খুঁজে পেতে সাহায্য করে। এয়ারপোর্ট বা ব্যস্ত ফুটপাথের মতো এইসব জায়গায় আইটেম প্রায়ই হারিয়ে যায়। এর সাথে নেটওয়ার্কের সাথে লোকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করা Android ডিভাইস সহ ব্যক্তিদের গোপনীয়তা সুরক্ষিত রাখতেও সাহায্য করে।

গুরুত্বপূর্ণ: আপনি নেটওয়ার্কে অংশগ্রহণ করলে, আপনার Android ডিভাইসও এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন সংক্রান্ত তথ্য নিজের ও তার সাথে কানেক্ট করা অ্যাক্সেসরির জন্য Google-এর মাধ্যমে স্টোর করে। আপনি নেটওয়ার্ক ছাড়া শীর্ষক অংশে এই ফাংশনের ব্যাপারে আরও পড়তে পারবেন। আপনার আইটেম খুঁজতে সাহায্য করতে, আপনার ডিভাইস বা আরও বড় নেটওয়ার্ক থেকে ক্রাউডসোর্স করা, যেখান থেকেই হোক না কেন, উপলভ্য সবচেয়ে সেরা লোকেশন Find My Device ব্যবহার করে।

“নেটওয়ার্ক সহ সব ধরনের এলাকায়”

আপনি যদি চান যে Find My Device নেটওয়ার্ক আপনাকে কম ট্রাফিক চলাচল করা এলাকায় হারিয়ে যাওয়া আইটেম খুঁজে পেতে সাহায্য করুক, তাহলে আপনি নেটওয়ার্কের মাধ্যমে লোকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করার বিকল্প বেছে নিতে পারবেন। এর ফলে আপনি অন্যান্য ব্যক্তিকে সেইসব ক্ষেত্রেও হারানো আইটেম খুঁজে পেতে সাহায্য করতে পারবেন যেখানে আপনার ডিভাইসটিই শুধুমাত্র সেই আইটেমের লোকেশন শনাক্ত ও শেয়ার করেছে। এই বিকল্প চালু করা ব্যবহারকারী একে অপরকে অনেক বেশি ট্রাফিক ও কম ট্রাফিক চলাচল করা এলাকায়, দু'জায়গাতেই আইটেম খুঁজে পেতে সাহায্য করতে পারবেন। এই বিকল্প ব্যবহার করে আপনার হারানো আইটেম অনেক তাড়াতাড়ি খুঁজে পাওয়া যেতে পারে।

গুরুত্বপূর্ণ: আপনি নেটওয়ার্কে অংশগ্রহণ করলে, আপনার Android ডিভাইসও এনক্রিপ্ট করা সাম্প্রতিক লোকেশন সংক্রান্ত তথ্য নিজের ও তার সাথে কানেক্ট করা অ্যাক্সেসরির জন্য Google-এর মাধ্যমে স্টোর করে। আপনি নেটওয়ার্ক ছাড়া শীর্ষক অংশে এই ফাংশনের ব্যাপারে আরও পড়তে পারবেন। আপনার আইটেম খুঁজতে সাহায্য করতে, আপনার ডিভাইস বা আরও বড় নেটওয়ার্ক থেকে ক্রাউডসোর্স করা, যেখান থেকেই হোক না কেন, উপলভ্য সবচেয়ে সেরা লোকেশন Find My Device ব্যবহার করে।

পরামর্শ: Find My Device অ্যাপ ব্যবহার করে, আপনি যেকোনও সময় সব ডিভাইস ও তাদের লোকেশন সংক্রান্ত তথ্য মুছে দিতে পারবেন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12923565991650756160
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false