প্রাইভেসি ড্যাশবোর্ড থেকে অনুমতি ম্যানেজ করা

কোন কোন অ্যাপ ডেটা অ্যাক্সেস করতে কী কী অনুমতি ব্যবহার করছে এবং কখন সেই অ্যাক্সেস করা হচ্ছে তা আপনি প্রাইভেসি ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন। আপনি ক্যামেরা, মাইক্রোফোন, ক্যালেন্ডার ও আরও অনেক কিছুর জন্য অনুমতি ম্যানেজ করতে পারবেন। আপনার Android ফোন অ্যাক্সেস করার অনুমতির ব্যাপারে আরও জানুন

আপনার অ্যাপকে দেওয়া অনুমতি চেক করে দেখুন:

গুরুত্বপূর্ণ: এই ধরনের কয়েকটি ধাপ শুধু Android 12 বা 13 এবং তার পরবর্তী যেকোনও ভার্সনেই কাজ করে। জানুন কীভাবে আপনার Android ভার্সন চেক করতে হয়। 

Android 13-এ বিগত ৭ দিনের অথবা Android 12-এ বিগত ২৪ ঘণ্টার অ্যাপ অ্যাক্টিভিটি চেক করে দেখার জন্য:

  1. Android ফোনে, 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. নিরাপত্তা ও গোপনীয়তা বা গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
    • গোপনীয়তা ড্যাশবোর্ড খুঁজে পেতে, আপনাকে হয়ত আবার গোপনীয়তা বিকল্পে ট্যাপ করতে হবে। 
  3. গোপনীয়তা ড্যাশবোর্ড বিকল্পে ট্যাপ করুন। 
  4. আপনার অনুমতি অ্যাক্সেস করা অ্যাপ খুঁজে পেতে, যেসব অনুমতি নিয়ে আপনি চিন্তা করছেন, সেগুলি বেছে নিন। 
  5. কোনও অনুমতিকে আপডেট করতে, তালিকায় দেখানো অ্যাপের কোনও একটির উপরে ট্যাপ করুন।  

সম্পর্কিত রিসোর্স

আপনার Android ফোনে অ্যাপকে দেওয়া অনুমতি পরিবর্তন করুন

Android ডিভাইসে স্ক্রিন লক সেট করা

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17063817397585314503
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false