আপনার Android ফোনে স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা

আপনার ফোনে থার্মোস্ট্যাট, লাইট, লক ও ক্যামেরার মতো মানানসই স্মার্ট হোম ডিভাইস চটপট নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাপ না খুলেই আপনি এগুলি চালু বা বন্ধ এবং কিছু সেটিংস পরিবর্তন করতে পারবেন।

হোম কন্ট্রোল সেইসব ডিভাইসের ক্ষেত্রে কাজ করে যা Google Home Home অ্যাপের সাথে কানেক্টেড আছে। এইসব স্মার্ট ডিভাইস অন্তর্ভুক্ত আছে:

  • লাইট
  • থার্মোস্ট্যাট
  • লক
  • ক্যামেরা
  • প্লাগ
  • ভ্যাকিউম
  • টিভি
  • স্পিকার

গুরুত্বপূর্ণ: এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 11 ও তার পরের ভার্সনে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন তা জানুন

হোম কন্ট্রোল সেট-আপ করুন

  1. Google Home অ্যাপ খুঁজুন অথবা Play Store থেকে সেটি ডাউনলোড করুন
  2. 'Home অ্যাপ Home এবং তারপর অ্যাপ সংক্রান্ত তথ্য' বিকল্প টাচ করে ধরে থাকুন।
  3. অ্যাপটি আগেই চালু করা না থাকলে, 'চালু করুন ' বিকল্পে ট্যাপ করুন। 
  4. Home অ্যাপের সাথে আপনার স্মার্ট ডিভাইস কানেক্ট করান। Google Home অ্যাপের ব্যাপারে আরও জানুন।

কানেক্ট করা ডিভাইস নিয়ন্ত্রণ করুন

চটপট আপনার ডিভাইস নিয়ন্ত্রণ করতে, নিজের ফোনের পাওয়ার বোতাম টিপে ধরে রাখুন। এখান থেকে, আপনার ডিভাইস অনুসারে, এগুলি করতে পারবেন:

  • ডিভাইস চালু বা বন্ধ করা।
  • লাইটের উজ্জ্বলতা পরিবর্তন করা।
  • থার্মোস্ট্যাটের তাপমাত্রা পরিবর্তন করা।
  • ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখা।
  • মিউজিক বা ভিডিও পজ করা।
পরামর্শ: যখন প্রথমবার হোম কন্ট্রোল প্যানেল খুলবেন, আপনার ফোন অটোমেটিক কিছু ডিভাইস যোগ করে নেবে। আরও ডিভাইস যোগ করতে, হোম কন্ট্রোল স্ক্রিনে গিয়ে, 'আরও এবং তারপর কন্ট্রোল যোগ করুন' বিকল্পে ট্যাপ করুন।

হোম কন্ট্রোলে কোন ডিভাইস দেখানো হবে তা বেছে নিন

  1. আপনার ফোনের পাওয়ার বোতাম প্রেস করে ধরে থাকুন।
  2. ডানদিকে কন্ট্রোল বিকল্পের উপরে, 'আরও এবং তারপর কন্ট্রোল এডিট করুন' বিকল্পে ট্যাপ করুন।
  3. ডিভাইস সরাতে, ডিভাইসের নামের পাশের চেকবক্সে ট্যাপ করুন। ডিভাইস সাজাতে, ওই নামের ডিভাইস টেনে আনুন।
  4. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

Google কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে

স্মার্ট ডিভাইসের মাধ্যমে আপনার সাথে কানেক্ট করতে, Google নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করে। এর মধ্যে কিছু ফাংশন Google Play পরিষেবা ব্যবহার করে। যেমন, Google নিম্নলিখিত তথ্য সংগ্রহ করে:

  • বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যবহারকারীর ইন্টার‌্যাকশন, ক্র্যাশ লগ ও ডায়াগনস্টিকস সংক্রান্ত তথ্য। ফাংশন, ক্র্যাশ ও নির্ভরযোগ্যতা কমে যাওয়ার ঘটনা মনিটর করতে এবং সামগ্রিকভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে এই ডেটা ব্যবহার করা হয়।
  • অ্যাপের কার্যকারিতা এবং তা বিশ্লেষণের উদ্দেশ্যে ইনস্টল করা অ্যাপ। স্মার্ট হোম ডিভাইসের সাথে কানেক্ট করতে ব্যবহার করা যায় এমন অ্যাপের তালিকা দেখানোর জন্য এই তথ্য ব্যবহার করা হতে পারে।
  • অন্যান্য ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট, অর্থাৎ, অ্যাপের কার্যকারিতা পাওয়ার উদ্দেশ্যে, নতুন কোনও স্মার্ট লাইট বাল্বের নামকরণ করতে আপনি যে টেক্সট ব্যবহার করেন। যেমন, “পড়ার জন্য ডেস্ক লাইট”।
  • অ্যাপের কার্যকারিতা পাওয়ার উদ্দেশ্যে, ব্যক্তিগত শনাক্তকারী যেমন আপনার Google অ্যাকাউন্টের শনাক্তকারী। Google Home অ্যাপ ও Google Assistant-এর মধ্যে ব্যবহার করা এমন নির্দিষ্ট কোনও Google অ্যাকাউন্টের সাথে স্মার্ট হোম ডিভাইস লিঙ্ক করতে এটি ব্যবহার করা হয়।

সংগ্রহ করা ডেটা ট্রানজিটের সময় এনক্রিপ্ট করা থাকে।

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6884357115619030568
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false