বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

পরিবার

শিশুদের জন্য নির্ধারিত ব্যবস্থাপনার জন্য কোনও সাইট বা বিজ্ঞাপনের অনুরোধ ট্যাগ করুন

চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টে (COPPA) যেসব পরিবর্তন করা হয়েছে সেগুলি ১ জুলাই, ২০১৩ থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তনগুলি আপনার Google প্রোডাক্টের ব্য়বহারের উপর প্রভাব ফেলতে পারে। COPPA মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নির্ধারিত ওয়েবসাইট এবং পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত যে সাইট বা পরিষেবা ১৩ বছরের কম বয়সী শিশুরা ব্যবহার করে বলে জানা আছে, সেগুলির ক্ষেত্রেও এটি প্রযোজ্য। অন্যান্য় দেশ তাদের আইনে শিশুর বয়সের সংজ্ঞা আলাদাভাবে দিতে পারে অথবা সেখানে অল্প বয়সী ব্য়বহারকারীদের জন্য আলাদা নিয়ম থাকতে পারে। আপনি যদি Google প্রোডাক্ট ব্যবহার করে অন্য দেশে বিজ্ঞাপন দেখান তাহলে এই ধরনের আইনের বিষয়ে খোঁজ নিন। Google অ্যাকাউন্ট ব্যবহার করার উপযুক্ত বয়স সম্পর্কে আরও জানুন।

কোনও সাইট ট্যাগ করা

আপনি Google-এর বিজ্ঞাপন পরিষেবা ব্যবহার করলে এবং আপনার সম্পূর্ণ সাইট বা সেটির কিছু অংশ শিশুদের জন্য নির্ধারিত হিসেবে গণ্য করা হোক বলে চাইলে, এই পদ্ধতি অনুসরণ করে আমাদের সেটি জানাতে পারেন:

আপনি যদি আপনার সাইটটিকে শিশুদের জন্য নির্ধারিত হিসেবে ট্যাগ করেন, তাহলে আমরা সেই কন্টেন্টের জন্য আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন ও রিমার্কেটিং বিজ্ঞাপন বন্ধ করার জন্য পদক্ষেপ নেব। এই সেটিংটি কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।

কোনও সাইট বা অ্যাপের বিজ্ঞাপনের অনুরোধ ট্যাগ করা

আপনার কন্টেন্ট কীভাবে বিবেচনা করা হবে সেটি আরও ভালভাবে নিয়ন্ত্রণ করার জন্য আপনি প্রতিটি বিজ্ঞাপনের অনুরোধকে আলাদা করে শিশুদের জন্য নির্ধারিত হিসেবে ট্যাগ করতে পারেন। আপনি কোনও বিজ্ঞাপনের অনুরোধকে শিশুদের জন্য নির্ধারিত হিসেবে বিবেচনা করার জন্য ট্যাগ করলে, আমরা সেই বিজ্ঞাপনের অনুরোধের জন্য আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন ও রিমার্কেটিং বিজ্ঞাপন বন্ধ করে দেব। মনে রাখবেন যে কোনও বিজ্ঞাপনের অনুরোধে এই ট্যাগটি ব্যবহার করা হলে সাইটে প্রযোজ্য যেকোনও সেটিংসের চেয়ে সেটিকে প্রাধান্য দেওয়া হবে।

মনে করুন আপনি একটি টিভি রিভিউ সাইট চালান এবং এই মুহূর্তে কোনও বাচ্চা সেটি দেখছে। সেই ক্ষেত্রে ঠিক সেই ইম্প্রেশনে আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন ও রিমার্কেটিং বিজ্ঞাপন আটকানোর জন্য সম্পূর্ণ সাইটটিকে শিশুদের জন্য নির্ধারিত হিসেবে ট্যাগ করার বদলে শুধু বাচ্চাটির জন্য বিজ্ঞাপনের অনুরোধে 'শিশুদের জন্য নির্ধারিত ব্যবস্থাপনা' ট্যাগ করতে পারেন।

আপনার বিজ্ঞাপনগুলি কীভাবে শিশুদের জন্য নির্ধারিত হিসেবে চিহ্নিত করবেন তা নিচের নির্দেশিকায় বর্ণনা করা হয়েছে:

সাধারণ বিজ্ঞাপনের কোড (সিঙ্ক্রোনাস)

আপনি সিঙ্ক্রোনাস বিজ্ঞাপনের কোড ব্যবহার করলে, সেটিতে কীভাবে শিশুদের জন্য নির্ধারিত ব্যবস্থাপনার ট্যাগটি যোগ করবেন তা নিচে দেওয়া হল:

<script type="text/javascript"><!--
google_ad_client = "ca-pub-1234567890123456";
google_ad_slot = "0123456789";
google_ad_width = 125;
google_ad_height = 125;
google_tag_for_child_directed_treatment = 1;
//-->
</script>
<script type="text/javascript" src="https://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>

আপডেট করা বিজ্ঞাপনের কোডটি কপি করে পৃষ্ঠার HTML সোর্স কোডে পেস্ট করা মাত্রই শিশুদের জন্য নির্ধারিত সেটিংটি কার্যকর হবে।

অ্যাসিঙ্ক্রোনাস বিজ্ঞাপনের কোড

আপনি অ্যাসিঙ্ক্রোনাস বিজ্ঞাপনের কোড ব্যবহার করলে, সেটিতে কীভাবে শিশুদের জন্য নির্ধারিত ব্যবস্থাপনার ট্যাগটি যোগ করবেন তা নিচে দেওয়া হল:

<script async
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1234567890123456" crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
    style="display:inline-block;width:728px;height:90px"
    data-ad-client="ca-pub-1234567890123456"
    data-ad-slot="0123456789"
    data-tag-for-child-directed-treatment="1"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

আপডেট করা বিজ্ঞাপনের কোডটি কপি করে পৃষ্ঠার HTML সোর্স কোডে পেস্ট করা মাত্রই শিশুদের জন্য নির্ধারিত সেটিংটি কার্যকর হবে।

কোনও অ্যাপের বিজ্ঞাপনের অনুরোধ ট্যাগ করার বিষয়ে জানতে Android এবং iOS-এর জন্য নির্দিষ্ট Google Mobile Ads SDK ডেভেলপার সাইটে "শিশুদের জন্য নির্ধারিত সেটিং" দেখুন।

মনে রাখবেন, আপনার কন্টেন্ট কীভাবে COPPA-এর সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করা হচ্ছে, সাইট বা অ্যাপের কন্টেন্টের মালিক হিসেবে সাধারণত আপনিই তা নিয়ন্ত্রণ করেন। কিছু ক্ষেত্রে আপনার কাছ থেকে বিজ্ঞপ্তি না পেলেও, আপনার সাইট বা অ্যাপকে COPPA সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা মেনে চলার খাতিরে Google আপনার সাইট বা অ্যাপটিকে শিশুদের জন্য নির্ধারিত হিসেবে গণ্য করতে পারে। এই ধরনের কিছু ঘটলে আমরা আপনাকে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনি সার্চ কনসোল, সাইটে বিজ্ঞাপনের অনুরোধ ট্য়াগ করার বৈশিষ্ট্য অথবা অ্যাপে বিজ্ঞাপনের অনুরোধ ট্যাগ করার বৈশিষ্ট্যের মাধ্যমে একটি নির্দিষ্ট ব্যবস্থাপনা উল্লেখ করে দিতে পারেন।

মনে রাখবেন যে COPPA অথবা অন্যান্য দেশের আইন অনুযায়ী আপনার অন্যান্য বাধ্যবাধকতাও থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রর FTC-এর নির্দেশ এবং যেসব দেশে আপনি বিজ্ঞাপন দেখান তাদের নিয়ম কানুন ভাল করে পড়ে নিন, তা ছাড়া ব্যক্তিগতভাবে আইনি পরামর্শ নিন। মনে রাখবেন যে Google-এর টুল আইন মেনে চলার কাজে আপনাকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে এবং কোনও প্রকাশককে আইনগত বাধ্যবাধকতা এড়িয়ে যেতে সাহায্য করে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11078359588511405806
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false