বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

রিপোর্ট

দৃশ্যমানতা এবং অ্যাক্টিভ ভিউ

আমাদের সমস্ত বিজ্ঞাপন প্রোডাক্টে অ্যাক্টিভ ভিউ মেট্রিক চালু করার কাজ চলছে, যাতে আমাদের পার্টনাররা তাদের সাইটের দৃশ্যমানতা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। দেখার উপযুক্ত ইম্প্রেশন বলতে কী বোঝায় এবং সেগুলি আপনার সাইটের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ তা আপনি এই নিবন্ধে জানতে পারবেন। এছাড়া, আপনার সাইটের দেখার উপযুক্ত ইম্প্রেশনের সংখ্যা বাড়ানোর বিষয়ে কিছু সাজেশনও আপনি পাবেন।

দেখার উপযুক্ত ইম্প্রেশন এবং দৃশ্যমানতা কী?

অ্যাক্টিভ ভিউ হল Google-এর বিজ্ঞাপনের দৃশ্যমানতা পরিমাপ করার একটি মাপকাঠি। এটি AdSense-এ দেখানো বিজ্ঞাপনের দৃশ্যমানতার হিসেব রাখে: তা হল, মোট যত সংখ্যায় বিজ্ঞাপন আছে তার মধ্যে যে শতাংশের বিজ্ঞাপন দেখার উপযুক্ত।

কোনও ইম্প্রেশনকে তখনই দেখার উপযুক্ত ইম্প্রেশন বলা হয় যখন সেটি ব্যবহারকারীর ব্রাউজারে দেখানো হয় এবং ব্যবহারকারীর সেটি দেখার সুযোগ থাকে। নিচে উল্লেখ করা শর্ত মানলে, কোনও দেখার উপযুক্ত ইম্প্রেশন বিজ্ঞাপন হিসেবে বিবেচিত হয়: বিজ্ঞাপনের ৫০% পিক্সেল অন্তত এক সেকেন্ড ধরে স্ক্রিনে থাকতে হবে। কোনও সাইটে দেখার উপযুক্ত কত ইম্প্রেশন তৈরি হয়েছে, তা পরিমাপ করার ডেটা, 'অ্যাক্টিভ ভিউ' প্রকাশকদের প্রদান করে। কোনও সাইটের কত দৃশ্যমানতা তা বাড়াতে এবং বুঝতে প্রকাশকরা এই ডেটা ব্যবহার করতে পারেন। 

দৃশ্যমানতার তথ্য গুরুত্বপূর্ণ কেন?

দৃশ্যমানতার ডেটা প্রকাশকদের ডিসপ্লে ইনভেনটরির দীর্ঘমেয়াদী মান বাড়াতে সাহায্য করতে পারে। বিজ্ঞাপনদাতারা কোনও নির্দিষ্ট বিজ্ঞাপন ইউনিটের দৃশ্যমানতা দেখতে পারবেন এবং দৃশ্যমানতার হারের উপর ভিত্তি করে কী বিড করা হবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন। বিজ্ঞাপনদাতারা দেখার উপযুক্ত ইম্প্রেশন কেনার ক্ষেত্রে ক্রমশ আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন। তাই যে প্রকাশকদের সাইটে দেখার উপযুক্ত ইনভেনটরি প্রচুর পরিমাণে আছে, তাদের পক্ষে উপার্জন বাড়ানোর সম্ভাবনাও বেশি। আপনার সাইটে দেখার উপযুক্ত ইম্প্রেশন সর্বাধিক করা হলে, সেটি অতিরিক্ত ইনভেনটারিকে উপযুক্ত করবে যাতে Google Display Network থেকে দেখার উপযুক্ত ইম্প্রেশন বিজ্ঞাপনদাতারা কিনতে পারে।

আপনার বিজ্ঞাপনের দৃশ্যমানতা কীভাবে উন্নত করবেন?

একবার আপনি দৃশ্যমানতার পরিসংখ্যান জেনে নিলে, আপনার ফলাফল উন্নত করার জন্য আপনি তিনটি পরিবর্তন করতে পারবেন:

নজরকাড়া কন্টেন্ট তৈরি করা

দর্শকদের আকর্ষণ করতে নজরকাড়া কন্টেন্ট তৈরির চেষ্টা করা। সাইটের ইম্প্রেশন বাড়ানোর এটাই মূলমন্ত্র। আমরা গবেষণা করে দেখেছি যে, গেম, শিল্প ও বিনোদন, কেনাকাটার মতো কন্টেন্টের ক্যাটাগরি, দর্শকদের আকর্ষণ করার বিষয়ে অনেকটা এগিয়ে। এই ক্যাটাগরির দৃশ্যমানতা বেশি থাকে এবং বিজ্ঞাপনেও বেশি ইম্প্রেশন পাওয়া যায়।
আমাদের বিজ্ঞাপনের দৃশ্যমানতা রিপোর্ট-এ আরও দেখুন। আমরা সাজেস্ট করছি, নিজের কন্টেন্ট তৈরি করার সময়ে এইসব তথ্য বিবেচনা করে দেখতে পারেন। 

প্রতিক্রিয়াশীল বিজ্ঞাপন ইউনিট ব্যবহার করুন 

যে স্ক্রিন/ডিভাইসে দেখা হচ্ছে তার প্রপার্টি অনুযায়ী বিজ্ঞাপনের পারফর্ম্যান্স সবথেকে ভাল করার জন্য প্রতিক্রিয়াশীল বিজ্ঞাপন ইউনিট অপ্টিমাইজ করা হয়। প্রতিক্রিয়াশীল বিজ্ঞাপন ব্যবহার করুন যাতে সেটি বিজ্ঞাপন দেখার জন্য নির্দিষ্ট ব্রাউজার ফিট হয়ে যায়। ব্যবহারকারী আপনার কন্টেন্ট এবং বিজ্ঞাপন যেকোনও ডিভাইসই (মোবাইল, ট্যাবলেট অথবা ডেস্কটপ) দেখুন না কেন, এটি সবসময় ভাল ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রতিক্রিয়াশীল বিজ্ঞাপন সম্পর্কে আরও জানুন। আপনি সবচেয়ে বেশি ভিউ পায় এমন বিজ্ঞাপন ইউনিট ব্যবহার করে দেখতে পারেন: অটোমেটিক বিজ্ঞাপনের ফর্ম্যাট ভিনয়েট ও অ্যাঙ্কর। 

বিজ্ঞাপনের অবস্থান পরিবর্তন করুন

আপনার AdSense বিজ্ঞাপন ইউনিটের অবস্থান পরিবর্তন করা হলে, তা দৃশ্যমানতার হার বাড়াতে সাহায্য করতে পারবে। এমন জায়গায় বিজ্ঞাপন যোগ করুন যেখানে দেখার সম্ভাবনা বেশি থাকে।
প্রথমত, দর্শক আপনার সাইটের অংশটি বেশি দেখেন তা চিহ্নিত করে সেখানে বিজ্ঞাপন যোগ করুন।
পৃষ্ঠার একদম উপরে নয়, ফোল্ডের উপরে ডানদিকে সবথেকে বেশি দৃশ্যমানতা থাকে। তাই ব্যবহারকারীর পছন্দ বোঝার চেষ্টা করুন। একইভাবে ফোল্ডের নিচের বিজ্ঞাপন বাতিল করে দেবেন না। ফোল্ডের নিচে ৪৭% ডিসপ্লে বিজ্ঞাপন দেখা যায়।
দ্বিতীয়, নির্দিষ্ট কিছু পৃষ্ঠায় দর্শক কোন অংশ বেশি সময় ধরে দেখছেন তা চিহ্নিত করে সেখানে বিজ্ঞাপন যোগ করুন।
এটি পরীক্ষা করার জন্য, আপনি পৃষ্ঠার উপরের দিকে বিজ্ঞাপন ইউনিট সরানোর চেষ্টাও করতে পারবেন যাতে দৃশ্যমানতার হার পরিবর্তন হলে বুঝতে পারেন। মনে রাখবেন, স্বতন্ত্র বিজ্ঞাপন ইউনিটে পরিবর্তন নেতিবাচক হতে পারে যদি সেইসব পরিবর্তন পৃষ্ঠার অন্য বিজ্ঞাপন ইউনিটকে প্রভাবিত করে। আপনার সাইটে কোনটি সবথেকে ভাল কাজ করবে সেটি পরীক্ষা করে দেখুন।
অ্যাক্টিভ ভিউ নম্বরে নজর রাখুন। এটি দর্শককে যেসব টার্গেট করা বিজ্ঞাপন আপনি দেখাতে চাইছেন তাতে দর্শককে টেনে আনতে সাহায্য করবে এবং বিজ্ঞাপন না দেখে এড়িয়ে যাওয়ার কোনও সম্ভাবনা থাকলে তাও দূর করবে। আপনি আরও তথ্যের জন্য দৃশ্যমানতা সম্পর্কিত পেশাদার পদ্ধতি যোগ করতে পারবেন। 

অ্যাক্টিভ ভিউ এবং দৃশ্যমানতা সম্পর্কে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13619269317878755346
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false