বিজ্ঞপ্তি

আপনার AdSense পৃষ্ঠা দেখতে ভুলবেন না। AdSense ব্যবহার করে সফল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত পছন্দমতো তথ্য এখানে পেতে পারেন।

বিজ্ঞাপন টার্গেট করা

AdSense ফার্স্ট-প্রাইস নিলাম পরিষেবায় পরিবর্তন করা সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

AdSense ফার্স্ট-প্রাইস নিলাম পরিষেবায় পরিবর্তন করা সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হল:

টাইমলাইন

পরবর্তী কোনও আপডেট করার হলে আমরা এই পৃষ্ঠায় আপডেট করে দেব।

তারিখ ইভেন্ট
৭ অক্টোবর, ২০২১ AdSense ঘোষণা করেছে যে তারা এই বছরের শেষের দিকে ফার্স্ট-প্রাইস নিলাম পদ্ধতিতে পরিবর্তন করবে।
১৭ নভেম্বর, ২০২১ AdSense, ফার্স্ট-প্রাইস নিলাম পদ্ধতিতে পরিবর্তন করেছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

AdSense কেন এই পরিবর্তন করছে?

অনলাইন ডিসপ্লে বিজ্ঞাপন পরিষেবা চালু হওয়ার শুরুর দিকে বিজ্ঞাপনদাতাদের কাছে বিজ্ঞাপন দেখানোর জায়গা সাধারণত সেকেন্ড-প্রাইস নিলাম হিসেবে বিক্রি করা হত, যেখানে বিড জেতা ক্রেতাকে চূড়ান্ত দাম হিসেবে কত টাকা দিতে হবে তা দ্বিতীয় সর্বোচ্চ বিডের পরিমাণের ভিত্তিতে নির্ধারিত হত। সময়ের সঙ্গে সঙ্গে, Ad Manager ও AdMob-এর মতো ডিসপ্লে বিজ্ঞাপন ইকোসিস্টেমে বিজ্ঞাপন বিক্রির প্ল্যাটফর্মগুলি এবং অনেক থার্ড-পার্টি Ad Exchange পরিষেবা, তাদের নিলামের পদ্ধতিটি সেকেন্ড-প্রাইস থেকে পাল্টে ফার্স্ট-প্রাইস করে নিয়েছে। ফার্স্ট-প্রাইস নিলামে, জিতে যাওয়া বিডটি চূড়ান্ত দাম হিসেবে দেখানো হয়। AdSense, ফার্স্ট-প্রাইস নিলাম পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে। এর ফলে, অনলাইন বিজ্ঞাপন দেখানোর জায়গা কেনার ক্ষেত্রে এবং AdSense-এ বিক্রি হওয়া আপনার সাইটের জায়গা কেনার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাদের কাজ আরও সহজ হয়ে যাবে।

কোন কোন AdSense প্রোডাক্ট প্রভাবিত হয়েছে?

ফার্স্ট-প্রাইস নিলাম পরিষেবায় পরিবর্তন করা হলে এই সব AdSense প্রোডাক্টে পরিবর্তনটি লক্ষ্য করা যাবে:

  • কন্টেন্টের জন্য AdSense
  • ভিডিওর জন্য AdSense
  • গেমের জন্য AdSense

এই AdSense প্রোডাক্টগুলিতে কোনও পরিবর্তন হবে না:

  • সার্চের জন্য AdSense
  • কেনাকাটার জন্য AdSense

আপনাকে কি এখন কোনও ব্যবস্থা নিতে হবে?

না। আপনাকে কিছুই করতে হবে না, এই পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে।

আমি যে পদ্ধতিতে আমার বিজ্ঞাপন প্রয়োগ করি, সেখানে কি কোনও পরিবর্তন করার দরকার আছে?

না। ফার্স্ট-প্রাইস নিলাম পরিষেবায় পরিবর্তন করা হলে আপনার বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

এই নতুন নিলাম পরিষেবায় কি আমি সব বিজ্ঞাপনের ফর্ম্যাট ব্যবহারের সুবিধা পাব?

হ্যাঁ। AdSense-এর থেকে অফার করা বিজ্ঞাপনের ফর্ম্যাটে এই পরিবর্তনের ফলে কোনও প্রভাব পরবে না।

আমার AdSense থেকে করা উপার্জনে কি কোনও পরিবর্তন ঘটবে?

এই নিলাম প্রক্রিয়াটি ডাইনামিক হওয়ার কারণে কতজন নির্দিষ্ট AdSense প্রকাশক প্রভাবিত হবেন তা আগে থেকে বলা মুশকিল। তবে, সামগ্রিকভাবে গড়ে আমরা AdSense প্রকাশকদের উপার্জন ফার্স্ট-প্রাইস নিলাম থেকে নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে প্রভাব আশা করছি। Ad Manager যখন ফার্স্ট-প্রাইস নিলাম পদ্ধতি চালু করেছিল, তখন প্রকাশকদের গড় উপার্জনে নিরপেক্ষ থেকে সামান্য ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
আপনার AdSense পৃষ্ঠা

নিয়ে আসা হল AdSense পৃষ্ঠা: এমন একটি নতুন রিসোর্স যেখানে AdSense সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পছন্দসই তথ্য ও বিভিন্ন নতুন সুযোগ পাবেন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17147023788481880444
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
157
false
false